Indian Students Scholarships 2025: সুবর্ণ সুযোগ! ২০২৫ সালে বিনামূল্যে কোথায় পড়াশোনা করার সুযোগ? 'FULL' স্কলারশিপ নিয়ে বিশদে জানুন
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Indian Students Scholarships 2025: এই পড়ুয়ারা যাতে টিউশন-ফ্রি ব্যবস্থায় পড়াশোনা করতে পারেন কিংবা তাঁরা পুরোপুরি ফান্ডেড স্কলারশিপ পান, সেই ব্যবস্থাই করে দিচ্ছে এই এডুকেশন সিস্টেম। বিশদে জানুন পুরো স্কলারশিপ নিয়ে।
advertisement
1/12

বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলিতে আন্তর্জাতিক টিউশন ফি এতটাই বৃদ্ধি পেয়েছে যে, বহু ভারতীয় পড়ুয়া এবং তাঁদের পরিবারের রীতিমতো নাভিশ্বাস উঠেছে। আসলে ভাল মানের শিক্ষার জন্য তাঁরা এখন বিকল্প পথের সন্ধান করছেন। যদিও এখন বিশ্বের সবথেকে প্রখ্যাত এডুকেশন সিস্টেম কিন্তু আন্তর্জাতিক পড়ুয়াদের জন্য সুযোগ করে দিচ্ছে। আসলে এই পড়ুয়ারা যাতে টিউশন-ফ্রি ব্যবস্থায় পড়াশোনা করতে পারেন কিংবা তাঁরা পুরোপুরি ফান্ডেড স্কলারশিপ পান, সেই ব্যবস্থাই করে দিচ্ছে এই এডুকেশন সিস্টেম।
advertisement
2/12
চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে জার্মানি, নরওয়ে, নেদারল্যান্ডস এবং দক্ষিণ কোরিয়ার মতো বেশ কিছু দেশ গ্লোবাল ট্যালেন্টকে আকর্ষণ করার জন্য ফুল অথবা নিয়ার-ফুল স্কলারশিপ প্রদান করছে। এই সুযোগগুলি সরকার-নেতৃত্বাধীন এবং ইউনিভার্সিটি-স্পেসিফিক উদ্যোগ দ্বারা সমর্থিত। যা আন্তর্জাতিকীকরণ এবং প্রতিভা বিকাশের প্রতি বৃহত্তর প্রতিশ্রুতি প্রতিফলিত করে। এই জাতীয় কর্মসূচিগুলি ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয় গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ পদ প্রদান করে চলেছে, যেখানে শিক্ষার্থীরা মাসিক স্টাইপেন্ড এবং সম্পূর্ণ বা আংশিক টিউশন ফি মকুবের বিনিময়ে গবেষণা বা শিক্ষকতাকে সমর্থন করে।
advertisement
3/12
যদিও সব প্রতিষ্ঠান রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপের সুযোগ দেয় না, তবুও বাছাই করা কিছু মার্কিন বিশ্ববিদ্যালয়গুলিতে গবেষণা সহকারীর সুবিধা উল্লেখযোগ্য ভাবে খরচ কমাতে পারে, কখনও কখনও সম্পূর্ণ শিক্ষা খরচ বহন করে এবং মাসিক স্টাইপেন্ড প্রদান করে।
advertisement
4/12
জার্মানি: জার্মানি দীর্ঘদিন ধরেই STEM, ইঞ্জিনিয়ারিং এবং ব্যবসায়িক ক্ষেত্রে ভারতীয় শিক্ষার্থীদের জন্য একটি শীর্ষ গন্তব্যস্থল। এর সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলির মধ্যে অন্যতম হল - দেশীয় এবং আন্তর্জাতিক উভয় ধরনের শিক্ষার্থীদের জন্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে টিউশন ফি প্রায় সম্পূর্ণ রূপেই অনুপস্থিত। এমনকী স্নাতকোত্তর প্রোগ্রামগুলির খরচও প্রায় ন্যূনতম হয়। এখানকার নো-টিউশন পলিসির পাশাপাশি জার্মানি DAAD (Deutscher Akademischer Austauschdienst)-এর মাধ্যমে অত্যন্ত প্রতিযোগিতামূলক স্কলারশিপ প্রদান করে। মাস্টার্স প্রোগ্রামের জন্য DAAD-এর ফুল স্কলারশিপ টিউশন জীবনযাত্রার খরচ, ভ্রমণ এবং বিমা কভার করে। এটি চমৎকার অ্যাকাডেমিক রেকর্ড এবং প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। যেসব শিক্ষার্থী Fall 2026 ইনটেকের লক্ষ্যমাত্রা নিয়েছেন, তাঁদের ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকেই প্রস্তুতি নিতে হবে। বেশিরভাগ DAAD আবেদন অগাস্ট এবং অক্টোবরের মধ্যে গ্রহণ করা হয়। এক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রফিশিয়েন্সি, মোটিভেশন লেটার এবং অ্যাকাডেমিক রেফারেন্সের প্রয়োজন হবে।
advertisement
5/12
নরওয়ে: নরওয়ে কিছু দেশের মধ্যে অন্যতম, যেখানে পাবলিক ইনস্টিটিউশনে সমস্ত ধরনের পড়ুয়ারা টিউশন-ফ্রি এডুকেশন পেতে পারেন। সে তাঁরা যে দেশের নাগরিক হোন না কেন! এর মধ্যে আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েট উভয় প্রোগ্রামই অন্তর্ভুক্ত। যদিও নরওয়েতে জীবনযাপনের খরচ অনেকটাই বেশি। টিউশন ফি যদি দিতে না হয়, তাহলে আর্থিক চাপ অনেকটাই লাঘব হবে। Autumn সেমিস্টারের জন্য আবেদন জমা নেওয়া শুরু হয়ে যায় জানুয়ারি মাসের গোড়া থেকেই। এর জন্য অ্যাকাডেমিক ট্র্যান্সক্রিপ্ট, ইংলিশ প্রফিশিয়েন্সি থাকা আবশ্যক।
advertisement
6/12
দক্ষিণ কোরিয়া: এশিয়ার অন্যতম প্রধান এডুকেশন হাব হিসেবে খ্যাতি লাভ করেছে দক্ষিণ কোরিয়া। উদ্ভাবন, উচ্চমানের গবেষণার পরিকাঠামো এবং ইংরাজির গ্লোবালাইজড প্রোগ্রাম - সব কিছুর মিশেল ঘটেছে এখানে। Global Korea Scholarship (GKS) হল সবথেকে ভাল ফুল স্কলারশিপ প্রোগ্রাম, যা আজকের দিনে পেতে পারেন ভারতীয় পড়ুয়ারা। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে টিউশন, বিমানযাত্রার খরচ এবং সেটেলমেন্ট অ্যালাওয়েন্স। আন্ডারগ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট উভয় স্তরেই মেলে GKS। ফেব্রুয়ারি মাসে (আন্ডারগ্র্যাজুয়েট) এবং সেপ্টেম্বর মাসে (গ্র্যাজুয়েট) খুলে যায় GKS। এর ফলাফল কয়েক মাসের মধ্যেই ঘোষণা করা হয়ে থাকে। দক্ষিণ কোরিয়ায় সাধারণ ভাবে এআই, রোবোটিক্স, ডেটা সায়েন্স, ইন্টারন্যাশনাল রিলেশনস এবং বায়োটেকের মতো বিষয়গুলির উপরে জোর দেওয়া হচ্ছে।
advertisement
7/12
নেদারল্যান্ডস: নন-ইউরোপীয় পড়ুয়াদের জন্য ডাচ বিশ্ববিদ্যালয়গুলিতে টিউশনের খরচ অনেকটাই বেশি হয়ে যেতে পারে। তবে সেক্ষেত্রে মুশকিল আসান করে Erasmus+ প্রোগ্রাম। ইউরোপীয় ইউনিয়ন দ্বারা ফান্ডেড এই প্রোগ্রাম একাধিক ইউরোপীয় দেশের পড়ুয়াদের অনুমতি দেয়। ফলে তাঁরা পুরোপুরি অথবা আংশিক স্কলারশিপ পেয়ে যান। আবার নেদারল্যান্ডসের একাধিক বিশ্ববিদ্যালয় NL Scholarship (Holland Scholarship নামে পরিচিত)-ও প্রদান করে। এক্ষেত্রে নন-ইউরোপীয় পড়ুয়ারা পড়াশোনা করতে পারেন।
advertisement
8/12
অন্যান্য উদীয়মান দেশ: ফিনল্যান্ড, চেক রিপাবলিক এবং তাইওয়ান। ফিনল্যান্ড: নন-ইউরোপীয় পড়ুয়াদের থেকে যদিও এই দেশে টিউশন ফি নেওয়া হয়। তবে ফিনল্যান্ডের একাধিক বিশ্ববিদ্যালয়ই Finland Government Scholarships (Finland Scholarships নামেও পরিচিত) প্রদান করে থাকে। যা টিউশন এবং জীবনযাপনের খরচ উভয়ই কভার করে।
advertisement
9/12
চেক রিপাবলিক: পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে চেক-ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ক্ষেত্রে টিউশন-ফ্রি এডুকেশন দেওয়া হয়। তাইওয়ান: Taiwan Scholarship Program-এর মাধ্যমে আন্তর্জাতিক পড়ুয়ারা ফান্ডিং পেতে পারেন। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে টিউশন, বিমানের ভাড়া। আর একাধিক আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েট কোর্সের ক্ষেত্রে মাসিক স্টাইপেন্ডও মেলে।
advertisement
10/12
২০২৫ সালে লক্ষ্যমাত্রা নিয়ে থাকা শিক্ষার্থীদের জন্য এখানে গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপগুলি দেওয়া হল:আগে গবেষণা: জুলাই ২০২৫-এর মধ্যে বিকল্পগুলি দেখা উচিত। এতে নিজের অ্যাকাডেমিক এবং কেরিয়ারের লক্ষ্যমাত্র অনুযায়ী প্রোগ্রামগুলি শর্টলিস্ট করতে হবে। স্ট্যান্ডার্ডাইজড টেস্ট: অগাস্ট-সেপ্টেম্বরের মধ্যে IELTS, TOEFL, GRE অথবা GMAT পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিতে হবে। ডকুমেন্টেশন:অক্টোবরের মধ্যে অ্যাকাডেমিক ট্র্যান্সক্রিপ্ট, SOP, লেটার অফ রেকমেন্ডেশন এবং সিভি - সব কিছু জোগাড় করে রাখতে হবে।সব জায়গায় আবেদন: একটাই মাত্র স্কলারশিপ, প্রোগ্রাম অথবা বিশ্ববিদ্যালয়ের জন্য আবেদন করলেই হবে না। কমপক্ষে ৩-৫টি ভাল বিকল্পে আবেদন করে রাখতে হবে। এতে ফান্ডিং এবং ভর্তির সুযোগ বাড়বে।
advertisement
11/12
আপডেটেড থাকা জরুরি:স্কলারশিপের ডেডলাইন ভিন্ন ভিন্ন হয়। পোর্টালগুলিও দ্রুত বন্ধ হয়ে যেতে পারে। তাই অফিসিয়াল সাইটগুলি বুকমার্ক করতে হবে। ইউনিভার্সিটি নিউজলেটার্স সাবস্ক্রাইব করে রাখতে হবে।
advertisement
12/12
এই স্কলারশিপগুলির লক্ষ্য কী?১. ইঞ্জিনিয়ারিং, বিজনেস এবং সাস্টেনেবিলিটি-র উপর মনোনিবেশ করছে জার্মানি।২. দক্ষিণ কোরিয়া এবং তাইওয়ানের লক্ষ্য হল - আইসিটি, বায়োটেক এবং অ্যাডভান্সড রিসার্চ ফিল্ড।৩. নরওয়ে এবং ফিনল্যান্ডের লক্ষ্য হল - এডুকেশন, ক্লাইমেট সায়েন্স বা জলবায়ু বিজ্ঞান এবং ইনোভেশন-ড্রিভেন ডিসিপ্লিন।