TRENDING:

Madhyamik Result 2021: ১১ লাখ পড়ুয়ার কাল মাধ্যমিক রেজাল্ট, ফল দেখুন নিউজ 18 বাংলা-র ওয়েবসাইটে! আর?

Last Updated:
Madhyamik Result 2021: মঙ্গলবার, ২০ জুলাই প্রকাশিত হতে চলেছে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মঙ্গলবার সকাল ৯টায় দশম শ্রেণির ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
1/7
১১ লাখ পড়ুয়ার কাল মাধ্যমিক রেজাল্ট, ফল দেখুন নিউজ 18 বাংলা-র ওয়েবসাইটে! আর?
করোনাভাইরাসের দাপটে পরীক্ষা হয়নি, কিন্তু তাতে কি আটকে থাকবে ফলপ্রকাশ! মঙ্গলবার, ২০ জুলাই প্রকাশিত হতে চলেছে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। মঙ্গলবার সকাল ৯টায় দশম শ্রেণির ফল প্রকাশ করবে মধ্যশিক্ষা পর্ষদ। যদিও পরীক্ষা না হলেও ফলপ্রকাশের টেনশন গ্রাস করেছে পড়ুয়াদের। কীভাবে, কখন দেখা যাবে ফলাফল, তা নিয়ে দুশ্চিন্তায় অনেকেই। কিন্তু একেবারেই চিন্তা নেই। কারণ ফলাফল দেখা যাবে News 18 Bangla-র ওয়েবসাইটেও।
advertisement
2/7
ফলাফল জানতে চোখ রাখুন News18 Bangla-র ওয়েবসাইটে ৷ সকাল ১০টা থেকে আমাদের ওয়েবসাইটে পরীক্ষার্থীরা তাদের রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ দিয়ে ফলাফল দেখতে পারবে। লগ ইন করতে হবে- www.news18bangla.com-এ ৷ আর জেনে নেওয়া যাবে ফলাফল।
advertisement
3/7
এছাড়াও মঙ্গলবার সকাল ১০টা থেকে নিম্ন লিখিত ওয়েবসাইটগুলিতেও রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ দিয়ে দেখা যাবে ফলাফল। ওয়েবসাইটগুলি হল: www.wbbse.wb.gov.in http://wbresults.nic.in www.exametc.com www.results.shiksha www.indiaresult.com
advertisement
4/7
এছাড়াও গুগল প্লে স্টোর থেকে 'মাধ্যমিক রেজাল্ট ২০২১' মোবাইল অ্যাপটি ডাউনলোড করে দেখতে পারবেন ফলাফল। এছাড়াও www.exametc.com -এ আগে থেকে মোবাইল এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজিস্টার করে রাখলে এসএমএস (SMS)-এর মাধ্যমে জানা যাবে মাধ্যমিকের ফলাফল।
advertisement
5/7
প্রসঙ্গত, এবার আনুষ্ঠানিকভাবে কোনও মেধাতালিকা প্রকাশিত হচ্ছে না। মার্কশিটের সঙ্গেই পাওয়া যাবে অ্যাডমিট কার্ড। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ওয়েবসাইট মারফত পড়ুয়ারা ফল জানতে পারবে। ফল প্রকাশের দিনই পড়ুয়ারা মার্কশিট পাবে হাতে।
advertisement
6/7
ফলপ্রকাশের বিষয়ে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়ে দিয়েছিল, এবার ছাত্র-ছাত্রীরা মার্কশিটের সঙ্গেই অ্যাডমিট কার্ড পাবেন। করোনা পরিস্থিতির জেরে বাতিল হওয়া মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আগে বিতরণ করা সম্ভব হয়নি। উল্লেখ্য, বৃহস্পতিবার অর্থাৎ চলতি মাসের ২২ তারিখ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে।
advertisement
7/7
প্রায় ১১ লক্ষ পরীক্ষার্থী রয়েছে, যাদের মঙ্গলবার মাধ্যমিকের ফল প্রকাশ হতে চলেছে। তবে এবার যে বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে তা হল ৫০-৫০ শতাংশের ভিত্তিতে। অর্থাৎ ৫০ শতাংশ নম্বর নেওয়া হবে নবম শ্রেনির ফাইনাল পরীক্ষা থেকে আবার ৫০ শতাংশ নম্বর দেওয়া হবে দশম শ্রেনির ক্লাস টেস্টের নম্বরের ভিত্তিতে।
বাংলা খবর/ছবি/চাকরি ও শিক্ষা/
Madhyamik Result 2021: ১১ লাখ পড়ুয়ার কাল মাধ্যমিক রেজাল্ট, ফল দেখুন নিউজ 18 বাংলা-র ওয়েবসাইটে! আর?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল