Education News UGC: অনলাইন বা দূরশিক্ষায় ৫ বিষয় কোনওভাবেই পড়ানো যাবে না, ইউজিসির বড় নির্দেশিকা! ছাত্রছাত্রীরা জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Education News UGC: সম্প্রতি ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা এসেছে কী কী অনলাইন বা দূরশিক্ষায় পড়ানো যাবে না। তালিকায় কোন কোন বিষয় রয়েছে জেনে নিন।
advertisement
1/7

করোনাকালের পর থেকেই ঝোঁক বেড়েছে অনলাইনে পড়াশোনার। এর পাশাপাশি বেশ কিছু বছর আগে থেকেই বিভিন্ন ওপেন ইউনিভার্সটিতে দূরশিক্ষায় পড়ার সুযোগ তৈরি হয়েছে। তবে সম্প্রতি ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা এসেছে কী কী অনলাইন বা দূরশিক্ষায় পড়ানো যাবে না।
advertisement
2/7
স্বাস্থ্যসেবা ও সংশ্লিষ্ট বিষয়গুলির কোনও কোর্স আর মুক্ত ও দূরশিক্ষা মাধ্যম অথবা অনলাইন মাধ্যমে পড়ানো যাবে না, বিজ্ঞপ্তি দিয়ে জানাল ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। চলতি শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে এই নির্দেশ, জানাল কমিশন।
advertisement
3/7
গত জুলাইয়ে অনুষ্ঠিত হয় ইউজিসি-র ৫৯২তম বৈঠক। সেখানেই এ বিষয়ে আলোচনা করা হয়। এর পর ২০২১-এর ন্যাশনাল কমিশন ফর অ্যালায়েড অ্যান্ড হেলথকেয়ার প্রফেশন (এনসিএএইচপি) আইন অনুযায়ী নির্দেশিকা জারি করা হয়।
advertisement
4/7
সেই অনুযায়ী যে প্রতিষ্ঠানগুলি হেলথকেয়ার অ্যান্ড অ্যালায়েড বিষয়ে এতদিন দূর ও মুক্তশিক্ষা মাধ্যম বা অনলাইনে নানা কোর্স করাত, তাদের তা বন্ধ করতে হবে।
advertisement
5/7
কমিশন প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী, দূরশিক্ষা এবং অনলাইনে যে বিষয়গুলি পড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে সাইকোলজি (মনোবিদ্যা), মাইক্রোবায়োলজি, ফুড অ্যান্ড নিউট্রিশন সায়েন্স, বায়োটেকনোলজি, ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স।
advertisement
6/7
নির্দেশিকায় আরও জানানো হয়েছে, কোনও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানেই জুলাই-অগাস্ট মাস থেকে এই বিষয়গুলি আর দূরশিক্ষা বা অনলাইনে পড়ানো যাবে না। যদি আগে থেকে কোনও প্রতিষ্ঠানকে এই বিষয়গুলি ডিগ্রি বা ডিপ্লোমার জন্য পড়ানোর অনুমোদন দেওয়া হয়ে থাকে, সে ক্ষেত্রেও তারা এ বছর থেকে আর পড়াতে পারবে না এই পদ্ধতিতে।
advertisement
7/7
যারা একাধিক বিষয়ে স্পেশালাইজেশন নিয়ে এই দুই মাধ্যমে স্নাতক স্তরে পড়াশোনা করতে চান, সে ক্ষেত্রেও তারা হেলথকেয়ার এবং অ্যালায়েড সায়েন্সের বিষয়গুলিতে স্পেশালাইজেশনের সুযোগ পাবেন না।