স্কুল পাশের পর মাত্র ৬ মাস এই 'মেডিক্যাল কোর্স'! হয়ে যাবেন 'ডাক্তার'...! রোজগার করবেন লাখ টাকা!
- Published by:Tias Banerjee
- news18 bangla
Last Updated:
MBBS: এই কোর্সে ভর্তি হতে দ্বাদশ বা স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। কিছু মেডিক্যাল কোর্স মাত্র ৬ মাসেই সম্পন্ন করা যায়। কোর্সের সার্টিফিকেট পেলেই নার্সিং হোম, মেডিক্যাল কলেজ, হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক ইত্যাদিতে চাকরি শুরু করা সম্ভব। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বার্ষিক উপার্জন লাখ টাকায় পৌঁছতে পারে। জেনে নিন বিশদে।
advertisement
1/14

ডাক্তারির স্বপ্ন? মাত্র ৬ মাসে করুন এই চিকিৎসাশাস্ত্রের পড়াশোনা। স্কুল পাশ করার পর ভর্তি হতে পারবেন, উপার্জন লাখে পৌঁছাবে। বিশদে জানলেই ক্যারিয়ার আপনার হাতে।
advertisement
2/14
প্রতি বছর প্রায় ১৫-২০ লক্ষ শিক্ষার্থী NEET পরীক্ষায় বসেন। MBBS, BAMS, BHMS, BDS-এর মতো মেডিক্যাল কোর্সে ভর্তি হতে NEET UG পরীক্ষা পাশ করা বাধ্যতামূলক। এটি বিশ্বের অন্যতম কঠিন পরীক্ষা, এবং এতে উত্তীর্ণ হওয়া সহজ নয়। আপনি যদি NEET-এ অকৃতকার্য হন বা অল্প সময়ে মেডিক্যাল ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চান, তাহলে স্বল্পমেয়াদি মেডিক্যাল কোর্স আপনার জন্য ভাল বিকল্প হতে পারে।
advertisement
3/14
এই কোর্সে ভর্তি হতে দ্বাদশ বা স্নাতক উত্তীর্ণ হওয়া প্রয়োজন। কিছু মেডিক্যাল কোর্স মাত্র ৬ মাসেই সম্পন্ন করা যায়। কোর্সের সার্টিফিকেট পেলেই নার্সিং হোম, মেডিক্যাল কলেজ, হাসপাতাল, প্রাইভেট ক্লিনিক ইত্যাদিতে চাকরি শুরু করা সম্ভব। অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে বার্ষিক উপার্জন লাখ টাকায় পৌঁছতে পারে।
advertisement
4/14
১- ডিপ্লোমা ইন মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজি (DMLT) এটি ২ বছরের একটি স্নাতকোত্তর ডিপ্লোমা প্রোগ্রাম। চিকিৎসা সংক্রান্ত ল্যাবরেটরি প্রযুক্তির জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা অর্জনের জন্য DMLT সার্টিফিকেট আবশ্যক।
advertisement
5/14
৩- ইমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান (EMT) EMT পেশাদাররা জরুরি পরিস্থিতিতে রোগীদের প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং তাঁদের হাসপাতালে নিয়ে যান। এই কোর্স কম সময়ের মধ্যেই চিকিৎসা ক্ষেত্রে কাজের সুযোগ তৈরি করে।
advertisement
6/14
৪- ফ্লেবোটমি টেকনিশিয়ান কোর্স এই কোর্সে রক্ত সংগ্রহ ও ল্যাবে বিশ্লেষণ করার দক্ষতা শেখানো হয়। এটি ৩ মাস থেকে ৬ মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব।
advertisement
7/14
৫- সার্টিফিকেট ইন পেইন ম্যানেজমেন্ট এটি অনলাইন ও অফলাইন দুইভাবেই করা যায়। এই কোর্সে বিভিন্ন ধরনের ব্যথার কারণ, চিকিৎসা পদ্ধতি ও রোগীর যত্ন সম্পর্কে শেখানো হয়। বানারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে (BHU) এই কোর্স ১ বছরের জন্য চালু আছে।
advertisement
8/14
৬- সার্টিফিকেট ইন জেরিয়াট্রিক কেয়ার অ্যাসিস্ট্যান্স (CGCA) এই কোর্স বৃদ্ধদের যত্ন ও চিকিৎসার ওপর বিশেষ প্রশিক্ষণ দেয়। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) থেকে ৬ মাসে করা যায়।
advertisement
9/14
৭- সার্টিফিকেট ইন ফুড অ্যান্ড নিউট্রিশন এটি পুষ্টি ও খাদ্যবিজ্ঞানের ওপর একটি গুরুত্বপূর্ণ কোর্স। ৬ মাস থেকে ২ বছর সময়ের মধ্যে সম্পন্ন করা যায়।
advertisement
10/14
৮- নার্সিং অ্যাসিস্ট্যান্ট ১০ম শ্রেণি উত্তীর্ণদের জন্য ৬ মাসের ডিপ্লোমা কোর্স। এর পাশাপাশি নার্সিং কেয়ার অ্যাসিস্ট্যান্ট নামেও কোর্স রয়েছে। প্রতি মাসে ১৮-২০ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ মেলে।
advertisement
11/14
৯- অপারেশন থিয়েটার টেকনোলজি (OT Technician) দ্বাদশ শ্রেণি পাস করার পর ৬ মাসের অপারেশন থিয়েটার টেকনোলজি কোর্স করে OT টেকনিশিয়ান হওয়া যায়। ভারতে OT টেকনিশিয়ানদের গড় মাসিক বেতন ২৩-২৫ হাজার টাকা।
advertisement
12/14
১০- ইকোকার্ডিওগ্রাফি ও আলট্রাসাউন্ড সার্টিফিকেট কোর্স এই কোর্স করে ইকোকার্ডিওগ্রাফি ও আলট্রাসাউন্ড প্রযুক্তিতে দক্ষতা অর্জন করা যায়। রিপোর্ট অনুযায়ী, একজন আলট্রাসাউন্ড টেকনিশিয়ান মাসে ৪০-৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন।
advertisement
13/14
সংক্ষেপে বিশেষ সুযোগ সুবিধা--- ✔ NEET ছাড়াই মেডিক্যাল ক্যারিয়ার শুরু করার সুযোগ ✔ মাত্র ৬ মাস থেকে ২ বছরের মধ্যে কোর্স সম্পন্ন করা সম্ভব ✔ হাসপাতাল, নার্সিং হোম, মেডিক্যাল কলেজ ও ক্লিনিকে চাকরির সুযোগ ✔ বাড়তে থাকা অভিজ্ঞতার সঙ্গে আয়ও বাড়বে লাখ টাকায়।
advertisement
14/14
এই কোর্সগুলোর মাধ্যমে কম সময়ে মেডিক্যাল ফিল্ডে ক্যারিয়ার গড়ার দারুণ সুযোগ পাওয়া যাচ্ছে। আপনি কোন কোর্সটি করতে চান?