Cricket: সারাদিন ‘ক্রিকেট’-‘ক্রিকেট’ করেন, ক্রিকেট মানে জানেন না ৯৯ শতাংশ মানুষ, জানেন তো
- Published by:Debalina Datta
Last Updated:
Cricket: এখনও পাহাড়ে গেলে মেঘলা -কুয়াশায় ঝিঁঝিঁর আওয়াজ মন মাতায় ৷ আর সেই আওয়াজটা না থাকলে যেন পাহাড় ঘোরাই বৃথা৷
advertisement
1/7

কলকাতা: ক্রিকেট বললেই চোখ চকচক করে ওঠে৷ আপনার পছন্দের খেলার তালিকায় এই শব্দটি রয়েছে৷ এই শব্দের আবার মানে জিজ্ঞাসা করার কী আছে৷
advertisement
2/7
আরে আছে দাদা, দিদি-রা আছে৷ ক্রিকেট মানেই যে শুধু বাইশ গজের খেলাই নয়৷ এই শব্দটির আরও একটি মানে রয়েছে৷
advertisement
3/7
টেনিদার গল্প কে না পড়েছে৷ সেই বিখ্যাত টেনিদার গল্পেই এই ক্রিকেট শব্দের বাংলা মানে লেখা রয়েছে৷
advertisement
4/7
টেনিদার একটি ছোট গল্পের নাম হল ‘ক্রিকেট মানে ঝিঁঝিঁ’৷ ভাববেন না টেনিদার গল্পে মজা করে এই ক্রিকেট মানে ঝিঁঝি লেখা হয়েছে৷
advertisement
5/7
ক্রিকেট শব্দের একটা অর্থ যেমন ব্যাট-বলের লড়াই তেমনিই আরেকটি মানে একটি পতঙ্গ৷ আর সেই পতঙ্গটিও আপনাদের ভারি চেনা, নাম জানা৷
advertisement
6/7
এই পতঙ্গটি হল সকলের চেনা ঝিঁঝিঁ পোকা৷ যার আওয়াজ আগে তো অনেক বেশি শোনা যেত৷
advertisement
7/7
এখনও পাহাড়ে গেলে মেঘলা -কুয়াশায় ঝিঁঝিঁর আওয়াজ মন মাতায় ৷ আর সেই আওয়াজটা না থাকলে যেন পাহাড় ঘোরাই বৃথা৷