TRENDING:

CAT 2025 Result: CAT ২০২৫-এর রেজাল্ট আউট, ভবিষ্যতের 'মাস্টার অফ ম্যানেজমেন্ট'-রা কতজন ১০০ পার্সেন্টাল পেল? জানুন ফলাফল দেখার পদ্ধতি

Last Updated:
CAT 2025 Result: চলতি বছরে এমবিএ-র প্রবেশিকা ক্যাট-এর আয়োজন করে আইআইএম, কোজিকোড়। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৫৮ হাজার জন।
advertisement
1/8
CAT ২০২৫-এর রেজাল্ট আউট, ভবিষ্যতের 'মাস্টার অফ ম্যানেজমেন্ট'-রা কতজন ১০০ পার্সেন্টাল পেল?
চলতি বছরের ম্যানেজমেন্ট প্রবেশিকা কমন অ্যাডমিশন টেস্ট বা CAT-এর ফল ঘোষণা হল। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অর্থাৎ আইআইএম কোজিকোড়ের তরফে প্রকাশ করা হল ফলাফল।
advertisement
2/8
চলতি বছরে এমবিএ-র প্রবেশিকা ক্যাট-এর আয়োজন করে আইআইএম, কোজিকোড়। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লক্ষ ৫৮ হাজার জন। এর মধ্যে মাত্র ১২ জন ১০০ পার্সেন্টাইল পেয়েছেন।
advertisement
3/8
গত ৩০ নভেম্বর দেশের ১৭০টি শহরের ৩৩৯টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হয়। শীর্ষ স্থানে থাকা ১২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জনই বিজ্ঞান, কলা, বাণিজ্য বা অন্য শাখার।
advertisement
4/8
মাত্র তিন জন ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়েছেন। এর পর দ্বিতীয় স্থানে রয়েছেন ২৬ জন। প্রাপ্ত পার্সেন্টাইল ৯৯।
advertisement
5/8
শীর্ষ স্থানে থাকা কৃতিদের মধ্যে তিন জন দিল্লি, দু’জন হরিয়ানা এবং গুজরাত এবং বাকিরা উত্তরপ্রদেশ, কর্নাটক, মাহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং ওড়িশার।
advertisement
6/8
কী ভাবে স্কোরকার্ড দেখবেন?
advertisement
7/8
পরীক্ষার্থীদের প্রথমে iimcat.ac.in -এ যেতে হবে। এর পর ‘হোমপেজ’ থেকে ‘ক্যাট রেজাল্ট ২০২৫’ লিঙ্কে ক্লিক করতে হবে।
advertisement
8/8
লিঙ্কে ক্লিক করার পর সেখান থেকে অন্য একটি পেজে গিয়ে লগ ইন আইডি দিয়ে সাবমিট করতে হবে। এর পর ফলাফল দেখে সেটি ডাউনলোড করে প্রিন্ট নিয়ে রাখা যাবে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
CAT 2025 Result: CAT ২০২৫-এর রেজাল্ট আউট, ভবিষ্যতের 'মাস্টার অফ ম্যানেজমেন্ট'-রা কতজন ১০০ পার্সেন্টাল পেল? জানুন ফলাফল দেখার পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল