TRENDING:

দৃষ্টিহীন হয়েও শিক্ষার আলো দিচ্ছেন নীলরতন! ছাত্র-ছাত্রীদের প্রিয় এই শিক্ষক যেন সমাজের কাছে হয়ে উঠেছেন দৃষ্টান্ত

Last Updated:
Teacher's day Special News: দৃষ্টিহীন হয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন নীলরতন, ছাত্র-ছাত্রীদের প্রিয় এই শিক্ষক যেন সমাজের কাছে হয়ে উঠেছেন দৃষ্টান্ত!
advertisement
1/7
দৃষ্টিহীন হয়েও শিক্ষার আলো দিচ্ছেন! ছাত্র-ছাত্রীদের প্রিয় এই শিক্ষক এখন অনুপ্রেরণা!
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ন রায়: দৃষ্টিহীন হয়েও শিক্ষার আলো ছড়াচ্ছেন নীলরতন বালা, শিক্ষক দিবসে সমাজের কাছে যেন তিনি হয়ে উঠেছেন দৃষ্টান্ত
advertisement
2/7
দৃষ্টিহীন হয়েও শিক্ষার আলো দিচ্ছেন! ছাত্র-ছাত্রীদের প্রিয় এই শিক্ষক এখন অনুপ্রেরণা!
হাবড়া কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকার শিক্ষক নীলরতন বালা। নিজে দৃষ্টিহীন হলেও ছোট ছোট ছাত্রদের শিক্ষার আলো দেখাচ্ছেন তিনি। জন্মের পর কয়েক বছর দৃষ্টিশক্তি থাকলেও পরবর্তীতে শারীরিক সমস্যার কারণে চিরকালের জন্য দৃষ্টিশক্তি হারাতে হয় নীলরতন বাবুকে
advertisement
3/7
কঠিন পরিস্থিতিতেও হার মানেননি তিনি। অদম্য ইচ্ছাশক্তি আর আত্মবিশ্বাসকে সঙ্গী করেই চালিয়ে গিয়েছেন পড়াশোনা। ছোটবেলা থেকেই শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল তাঁর। সেই স্বপ্ন পূরণ হয়েছে দীর্ঘ সংগ্রামের পর। জীবিকার তাগিদে কখনও ট্রেনে, কখনও বাসে ধূপকাঠি বিক্রি করতে হয়েছে তাঁকে
advertisement
4/7
পাশাপাশি চাকরির জন্য চালিয়ে গিয়েছেন প্রস্তুতি। পরবর্তীতে স্কুল শিক্ষকতার পরীক্ষায় উত্তীর্ণ হলেও দীর্ঘদিন মেলেনি নিয়োগপত্র। অবশেষে আদালতের হস্তক্ষেপে ২০২৩ সালের জুলাই মাসে শিক্ষক হিসাবে যোগদানের সুযোগ পান তিনি
advertisement
5/7
বর্তমানে কুমড়া জিএসএফপি স্কুলে শিক্ষকতা করছেন নীলরতন বালা। সম্পূর্ণ দৃষ্টিহীন এই শিক্ষকের একমাত্র ভরসা লাঠি হলেও স্কুলে ছাত্ররাই তাঁকে ক্লাসরুমে নিয়ে যায় আবার হাত ধরে সযত্নে ফিরিয়ে দেয় শিক্ষকের ঘরে। বাড়িতে রয়েছেন দৃষ্টিহীন স্ত্রী। প্রতিদিনের জীবনে একে অপরেরই ভরসা দুজন
advertisement
6/7
ব্রেল পদ্ধতিতে বইয়ের সাহায্যে ছাত্রদের পাঠদান করেন নীলরতন বাবু। পড়াতে কোনো অসুবিধা না হলেও লেখার ক্ষেত্রে খানিকটা সমস্যা হয়। সে সময় ভালো পড়ুয়াদের সাহায্য নিয়েই ব্ল্যাকবোর্ডে লেখান তিনি
advertisement
7/7
বিদ্যালয়ের অন্য শিক্ষকরা ছাড়াও ছাত্র-ছাত্রীরা গর্বিত তাঁদের এই শিক্ষককে পেয়ে। ছাত্রদের মুখে শোনা যায়, দৃষ্টিহীন হলেও তাঁর পড়ানোতে কোনো ঘাটতি নেই। বরং প্রতিদিনের জীবনযুদ্ধে তিনি তাঁদের কাছে হয়ে উঠেছেন প্রেরণার উৎস। শিক্ষক দিবসে এমন একজন অদম্য মানুষকে কুর্নিশ জানাতেই হয়, যিনি চোখে আলো না থাকলেও অন্যদের জীবনে আলো ছড়াচ্ছেন!
বাংলা খবর/ছবি/শিক্ষা/
দৃষ্টিহীন হয়েও শিক্ষার আলো দিচ্ছেন নীলরতন! ছাত্র-ছাত্রীদের প্রিয় এই শিক্ষক যেন সমাজের কাছে হয়ে উঠেছেন দৃষ্টান্ত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল