TRENDING:

Best Boarding Schools in India: সন্তানদের পড়াশোনার চিন্তা? রইল দেশের সেরা ১০ বোর্ডিং স্কুলের ঠিকানা, মানুষের মতো মানুষ হবে!

Last Updated:
Best Boarding Schools in India: সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা ছাড়ুন। মানুষের মতো মানুষ হবে। দেশের সেরা ১০ বোর্ডিং স্কুলের ঠিকানা রইল।
advertisement
1/11
সন্তানদের পড়াশোনা নিয়ে চিন্তা? রইল দেশের সেরা ১০ বোর্ডিং স্কুলের ঠিকানা
সন্তানদের পড়াশোনার জন্য সব বাবা-মায়েরই চিন্তা। বাবা-মা দু'জনেই চাকরিজীবী হলে অনেক সময়ই তাঁরা সন্তানকে বোর্ডিং স্কুলে রাখতে চান। বোর্ডিং স্কুলের পড়াশোনা, নিয়মকানুন, জীবন গঠন শৈলী অন্য সব স্কুল থেকেই আলাদা হয়। বিশেষ করে পাহাড়ি এলাকায় বোর্ডিং স্কুলগুলি আমাদের দেশে খুবই জনপ্রিয়। দেশের সেরা ১০ বোর্ডিং স্কুলের ঠিকানা রইল।
advertisement
2/11
দেশের সেরা দশ বোর্ডিং স্কুলের মধ্যে প্রথমেই বলতে হয় দেরাদুনের দুন স্কুল। দেশের তাবড় প্রতিষ্ঠিত মানুষেরা এই স্কুল থেকে পাশ করেছেন। ১৯৩৫ সালে প্রতিষ্ঠিত স্কুলটি আন্তর্জাতিক স্নাতক (IB) এর সঙ্গে অনুমোদিত, যা শিক্ষার্থীদের অনন্য আন্তজার্তিক মানের শিক্ষা ব্যবস্থা প্রদান করে থাকে।
advertisement
3/11
ভারতের সবচেয়ে ভাল বোর্ডিং স্কুলগুলির মধ্যে একটি হল বেঙ্গালুরুর জৈন ইন্টারন্য়াশনাল রেসিডেন্সিয়াল স্কুল। সারা পৃথিবী থেকে এই স্কুলে পড়তে আসে পড়ুয়ারা। সময়ের সঙ্গে যুগপোযোগী এবং সুষ্ঠু ভবিষ্যৎ তৈরির জন্য শিক্ষার্থীদের জন্য সেরা এই স্কুল।
advertisement
4/11
পুণের মাহিন্দ্রা ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ ১৬-১৯ বছরের পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। যেখানে আন্তজার্তিক গ্রুপের সঙ্গে থাকার এবং পঠনপাঠনের সুযোগ পায় শিক্ষার্থীরা।
advertisement
5/11
দেরাদুনের টুলা'স ইন্টারন্য়াশনাল স্কুল ২০১২ সালে রিশব এডুকেশন ট্রাস্ট প্রতিষ্ঠা করে। এটি হিমালয়ের পাদদেশে অবস্থিত হওয়ায় প্রাকৃতিক সৌন্দর্য্যে ঘেরা। স্কুলটি গুরুকূল ধারণা মেনে চলে অর্থাৎ পড়ুয়া এবং শিক্ষকেরা একসঙ্গে থাকেন। তাই শিক্ষকদের কাছ থেকে সরাসরি পড়ুয়ারা জ্ঞান অর্জনের সুযোগ পায়।
advertisement
6/11
বিবিধ সংস্কৃতিতে বিশ্ব মানের শিক্ষা প্রদান করেন মুসৌরির উডস্টক স্কুল। প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের স্পষ্টবাদী এবং নৈতিক ব্যক্তিত্ব গড়ে তোলে।
advertisement
7/11
লরেন্স স্কুল ভারত তথা এশিয়ার সবচেয়ে পুরনো স্কুলগুলির মধ্যে একটি। ১৮৪৭ সালে শিমলাতে এই স্কুলটি প্রতিষ্ঠা করেন স্যার হেনরি লরেন্স এবং তাঁর স্ত্রী হোনোরিয়া। স্কুলটি পাইন, দেবদারু গাছে ঘেরা। সিবিএসই অনুমোদিত কোএডুকেশন স্কুলটিতে সারা ভারত থেকে ছাত্রছাত্রীরা পড়তে আসে।
advertisement
8/11
গোয়ালিয়র ফোর্টে অবস্থিত সিন্ধিয়া স্কুল। যেখানে একদিকে অসাধারণ গোয়ালিয়র ফোর্ট এবং অন্যদিকে রয়েছে পাহাড়। ১০০ একর ক্যাম্পাসের স্কুলটিতে শুধুমাত্র ছেলেরা পড়াশোনা করে।
advertisement
9/11
দেরাদুন ওয়েলহাম গার্লস স্কুল হল মেয়েদের প্রাইভেট বোর্ডিং স্কুল। ১৯৫৭ সালে স্কুলটি স্থানীয়দের জন্য প্রতিষ্ঠিত হয় এবং ধীরে ধীরে উত্তর ভারতের অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে।
advertisement
10/11
নৈনিতালে ঐতিহ্যবাহী শেরউড ক্যাম্পাস অবস্থিত। প্রাকৃতিক সৌন্দয্য দিয়ে ঘেরা স্কুলটি শিক্ষার অন্যতম পীঠস্থান।
advertisement
11/11
চিতোরের ঋষি ভ্যালি স্কুল খুবই জনপ্রিয়। স্কুলটিকে অন্যতম আবাসিক স্কুল হিসাবে গণ্য় করা হয় যা পড়ুয়াদের শুধুমাত্র শিক্ষাই দেয় না, একইসঙ্গে ব্যক্তিত্ব গঠনেও সাহায্য করে।
বাংলা খবর/ছবি/শিক্ষা/
Best Boarding Schools in India: সন্তানদের পড়াশোনার চিন্তা? রইল দেশের সেরা ১০ বোর্ডিং স্কুলের ঠিকানা, মানুষের মতো মানুষ হবে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল