'ফুলপ্রুফ' হতে হবে পরীক্ষা, কোনও ফাঁক নয়...! তৎপর এসএসসি! কড়া নজরদারিতে কন্ট্রোল রুম, কী কী অভিযোগ এল?
- Reported by:Sudipta Sen
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Bengal SSC Scam: গোটা দেশকে নাড়িয়ে দেওয়া এসএসসি দুর্নীতি কেলেঙ্কারির পর সুপ্রিম কোর্টের বিতর্কিত রায়। তাই স্বচ্ছ ভাবমূর্তি তৈরিতে মরিয়া রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। সকাল ৮ টা থেকেই খুলে গিয়েছে এসএসসি সদর দফতরের কন্ট্রোল রুম ও আঞ্চলিক দফতরের কন্ট্রোল রুম।
advertisement
1/7

গোটা দেশকে নাড়িয়ে দেওয়া এসএসসি দুর্নীতি কেলেঙ্কারির পর সুপ্রিম কোর্টের বিতর্কিত রায়। তাই স্বচ্ছ ভাবমূর্তি তৈরিতে মরিয়া রাজ্যের স্কুল সার্ভিস কমিশন। সকাল ৮ টা থেকেই খুলে গিয়েছে এসএসসি সদর দফতরের কন্ট্রোল রুম ও আঞ্চলিক দফতরের কন্ট্রোল রুম।
advertisement
2/7
এসএসসি পরীক্ষা ঘিরে এদিন সকাল থেকেই নিরাপত্তার কড়াকড়ি পরীক্ষাকেন্দ্র ও এসএসসি ভবনে। লালবাজারের তরফে কলকাতার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সহায়তা ও নিরাপত্তার জন্য বিশেষ পুলিশি ব্যবস্থা করা হয়েছে। এসএসসির কন্ট্রোল রুম চালু হয় সকাল ৮ টা থেকেই।
advertisement
3/7
এসএসসি- সূত্রে খবর, কন্ট্রোল রুমে অ্যাডমিট সংক্রান্ত সই ও ছবি সম্পর্কিত সমস্যা নিয়ে বেশ কিছু ফোন এসেছে ইতিমধ্যেই। তাদের বুঝিয়ে দেওয়া হয় কী করতে হবে৷
advertisement
4/7
এছাড়াও মুর্শিদাবাদের একটি স্কুলে ব্যাগ রাখার জায়গা ছিল না সেখামে এসএসসি সদর দফতর থেকে ব্যাগ রাখার ব্যবস্থা করে দেওয়ার জন্য বলা হয়েছে। যদিও এই ব্যাগ রাখার ব্যবস্থা থাকার কথা গতকাল শনিবারই এসএসসি থেকে বলা হয়েছিল।
advertisement
5/7
সকাল ৮ টাকা থেকে কমিশনের সদর দফতরের কন্ট্রোল রুম খোলার পর ৯টা পর্যন্ত প্রথম এক ঘন্টায় কোনওরকম কোনও অভিযোগ না এলেও বেলা বাড়তেই নানাবিধ তথ্য ও অভিযোগ জানাতে আসছে ফোন।
advertisement
6/7
কমিশন সূত্রে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের প্রয়োজনে দ্রুত সহায়তা দেওয়া হবে কন্ট্রোল রুমে ফোন করলেই। প্রয়োজনে ১০০ ডায়ালে ফোন করে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও থাকবে।
advertisement
7/7
রবিবারের পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে শনিবার সমস্ত জেলাশাসকের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। তাঁদের দেওয়া হয়েছে বাড়তি দায়িত্ব। পরীক্ষা নিয়ে যাতে কোনওরকম অভিযোগ না ওঠে, সেদিকে বাড়তি সতর্কতার কথা বলা হয়েছে।