TRENDING:

Pujo Tour: ডেস্টিনেশন দার্জিলিং, সোনাডা থেকে অল্প একটু ট্রেকিংয়ে মায়া ঘেরা রামধনু ফলস

Last Updated:
Pujo Tour:  এখানে পৌঁছানোর জন্য সোনাডার মিলন বস্তি থেকে সামান্য একটু ট্রেকিং করতে হবে৷ তাহলেই পৌঁছে যাবেন রামধনু ঘেরা এই জলপ্রপাত। 
advertisement
1/5
ডেস্টিনেশন দার্জিলিং, সোনাডা থেকে অল্প একটু ট্রেকিংয়ে মায়া ঘেরা রামধনু ফলস
দার্জিলিং: এখানে এলে রামধনু ছুঁয়ে যাবে আপনাকে। দার্জিলিয়ের সোনাদার কাছেই রয়েছে সেই অজানা জায়গা। যার নাম ইন্দ্রানী ফলস । অনেকে রামধনু ফলস বলেও এই জায়গাটিকে চেনে।
advertisement
2/5
সূর্যের আলো এখানে পড়লেই রামধনু তৈরি হয়। তা সে যে ঋতুই হোক না কেন। বিশেষ করে বর্ষাকালে এই বেশি সুন্দর হয়ে ওঠে জায়গাটি। পর্যটকরা যাতে একেবারে ঝরনার কাছে পৌঁছতে পারে তার জন্য বিশেষ জায়গাও তৈরি করা হয়েছে।
advertisement
3/5
'ইন্দ্রাণী জলপ্রপাত' এই এলাকার একমাত্র মনোরম এবং সুন্দর জলপ্রপাত। চারপাশে সবুজ বন এবং চা বাগানের মাঝে এই জলপ্রপাত যেন উত্তরের নায়াগ্রা ৷ দার্জিলিং ভ্রমণে আসা সমস্ত প্রকৃতিপ্রেমীদের জন্য এটি একটি দর্শনীয় জায়গা৷ কার্শিয়াং পেরিয়ে সোনাডা অঞ্চলের মিলিং বস্তিতে এই জলপ্রপাত রয়েছে।
advertisement
4/5
এখানে পৌঁছানোর জন্য সোনাডার মিলন বস্তি থেকে সামান্য একটু ট্রেকিং করতে হবে৷ তাহলেই পৌঁছে যাবেন রামধনু ঘেরা এই জলপ্রপাত। দার্জিলিং এর কাছে এমনই সুন্দর অফবিট জায়গা রয়েছে সেটা খুব কম লোকেরই জানা ।
advertisement
5/5
তাই দার্জিলিং বেড়াতে এসে বেড়িয়ে আসুন সুন্দর এই রামধনু ঘেরা এই অফবিট লোকেশনে। Input- Anirban Roy
বাংলা খবর/ছবি/দার্জিলিং/
Pujo Tour: ডেস্টিনেশন দার্জিলিং, সোনাডা থেকে অল্প একটু ট্রেকিংয়ে মায়া ঘেরা রামধনু ফলস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল