তিতলির দাপটে অন্ধ্রে ২ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি, জানুন সাইক্লোন পরবর্তী অবস্থা
Last Updated:
advertisement
1/7

গতকালের সবচেয়ে বড় খবর ছিল ঘূর্ণিঝড় । অন্ধ্র উপকূলে পালাসাতে আছড়ে পড়ার পরই সমগ্র অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার উপকূলে দাপট চালিয়েছে তিতলি । মৃত্যু হয়েছে ৮ জনের । ঝড়ের দাপটে কার্যত বিপন্ন হয়ে পড়ে সড়ক ও বিদ্যুৎ ব্যবস্থা । (Image: AP)
advertisement
2/7
ঘূর্ণিঝড় তিতলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্ধ্র প্রদেশের প্রায় ৩৮ টি মহকুমা । বোরাভিল্লি ও শ্রীকাকুলামে সর্বাধিক বৃষ্টিপাত হয়েছে । গতকাল পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী এখনও পর্যন্ত নিঁখোজ ৩ জন মৎস্যজীবি । (Image: AP)
advertisement
3/7
বন্যার জেরে কার্যত ভেসে গিয়েছে বুল্লাপাতিয়া,কোথরাকোন্ডা, সোমপেটা । গাছ পড়ে কার্যত বন্ধ হয়ে গিয়েছে রাস্তাঘাট । ঝোড়ো হাওয়ার কারণে বিশাখাপত্তমে ভেঙে গিয়েছে প্রায় ৬টি নৌকা । (Image: PTI)
advertisement
4/7
ভামিনি, শ্রীকাকুলাম, জালুমুরু, কোথুরু, পালাকোন্ডা সহ বেশ কয়েকটি জেলায় ভেঙে গিয়েছে প্রায় ১০০ টি বাড়ি । (Image: AP)
advertisement
5/7
সাইক্লোনের জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে ৪, ৩১৯ টি গ্রাম । ৬টি বিদ্যুৎ সরবরাহ সিস্টেমও সম্পূর্ণ অচল হয়ে পড়েছে । সমগ্র অন্ধ্র রাজ্যে ক্ষতির পরিমাণ প্রায় ২.৫০ কোটি টাকা । (Image: AP)
advertisement
6/7
লাভেরু, পোলাক্কি, পালাকোন্ডা ও শ্রীকাকুলাম সহ বেশ কয়েকটি অঞ্চলে ক্ষতি হয়েছে শস্যেরও । এৎচেরিয়া ও শ্রীকাকুলামে ৬০ একর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে । মৃতু হয়েছে বেশ কিছু গবাদি পশুর। (Image: AP)
advertisement
7/7
পোলাক্কি ও শ্রীকাকুলামে ২৯ হেক্টর কলা চাষের জমি, ৯০০০ হেক্টর সব্জী ও ৪০একর কাজু চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে । লাভেরু ও শ্রীকাকুলামে ৩৩০ একর তুলো চাষের জমি । (Image: PTI)