TRENDING:

Crime against Women: ১৩ বছরের বোনকে ধর্ষণ করল ভাই! প্রেগন্যান্ট হওয়ায় করানো হল...

Last Updated:
মেয়েটি প্রেগন্যান্ট হয়ে যাওয়ার পর অভিযুক্ত ও তার পরিবার রেপ হওয়া মেয়েটিকে গর্ভপাত করাতে বাধ্য করে।
advertisement
1/6
১৩ বছরের বোনকে ধর্ষণ করল ভাই! প্রেগন্যান্ট হওয়ায় করানো হল...
#চিতোর:  মহিলাদের ওপর নির্যাতনের ঘটনা ক্রমশই বাড়ছে৷ বাইরের লোকদের থেকে যেমন অত্যাচারের ঘটনা সামনে আসে ঠিক তেমনিই বাড়ির লোকের হাত থেকেও নিস্তার পায় না মেয়েরা৷ এবার এক বড় ভাই তাঁর নাবালিকা সৎ বোনকে নির্মমভাবে ধর্ষণ করে গর্ভবতী করে দিল। Photo- Representative
advertisement
2/6
মেয়েটি প্রেগন্যান্ট হয়ে যাওয়ার পর অভিযুক্ত ও তার পরিবার রেপ হওয়া মেয়েটিকে গর্ভপাত করাতে বাধ্য করে। পরে স্বজনরা আসামিকে পালিয়ে যেতে সাহায্য করে। এরপর পুলিশ খবর জানতে পেরে অভিযুক্ত ভাইকে সুরাট থেকে গ্রেফতার করে। ঘটনাটি চিতোরগড়ের সদর থানা এলাকায়। Photo- Representative
advertisement
3/6
সদর থানার আধিকারিক হরেন্দ্র সিং বলেন, স্থানীয় বাসিন্দারা ১৩ বছরের নাবালিকা তার মাকে  নিয়ে থানায় একটি রিপোর্ট দায়ের করে। নির্যাতিতা জানায়, তার মা তার বাবার দ্বিতীয় স্ত্রী। তার সৎ ভাইবোনরা বাবার বাড়িতে আসা-যাওয়া করত। ঈদের ১ মাস আগে সৎ ভাই তাকে ধর্ষণ করে এবং কাউকে না বলার হুমকি দেয়। মেয়েটি লোকলজ্জার কারণে সেই কথা কাউকে জানায়নি৷ Photo- Representative
advertisement
4/6
এক মাস পর নির্যাতিতা জানতে পারে সে অন্তঃসত্ত্বা সেই সময় কথাটা লুকিয়ে গেলেও এক মাস পর ধর্ষিতা মেয়েটি জানতে পারে সে অন্তঃসত্ত্বা। এ নিয়ে তিনি মাকে বিষয়টি জানান। একথা শুনে হতভম্ব হয়ে যান নির্যাতিতার মা। এ বিষয়ে নির্যাতিতার মা তার সৎ ছেলের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। Photo- Representative
advertisement
5/6
এ নিয়ে অভিযুক্তের স্বজনরা মিলে মাকে মারধর করে। পরে নির্যাতিতাকে নার্সিংহোমে নিয়ে যাওয়ার পর জোর করে গর্ভপাত করানো হয়। এরপর ধর্ষণে অভিযুক্ত ভাইকে পরিবারের লোকজন তাড়িয়ে দেয়। Photo- Representative
advertisement
6/6
অভিযুক্তকে সুরাট থেকে গ্রেফতার করা হয়েছে ও রেপ হওয়া মেয়েটির বয়ানের ভিত্তিতে থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্তের স্বজনদের কাছে তার বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কিছুই জানায়নি। এরই পরিপ্রেক্ষিতে পুলিশের দল গোটা ঘটনার তদন্ত শুরু করে। পুলিশ বিষয়টির গভীরে গিয়ে অভিযুক্তকে গুজরাটের সুরাট থেকে গ্রেফতার করে। একই সময়ে, ১৬৪ জনের  জবানবন্দিও রেকর্ড করা হয়েছে। Photo- Representative
বাংলা খবর/ছবি/ক্রাইম/
Crime against Women: ১৩ বছরের বোনকে ধর্ষণ করল ভাই! প্রেগন্যান্ট হওয়ায় করানো হল...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল