TRENDING:

Weather Update Cooch Behar: তাপমাত্রার বড় পরিবর্তন! কুয়াশা কাটিয়ে অবশেষে সূর্যস্নাত কোচবিহার, দেখুন

Last Updated:
Weather Update Cooch Behar: কয়েকদিন আগে পর্যন্ত সকালের দিকে ঘন সাদা কুয়াশার চাদরে মুড়ে থাকত গোটা কোচবিহার জেলা।
advertisement
1/7
তাপমাত্রার বড় পরিবর্তন! কুয়াশা কাটিয়ে অবশেষে সূর্যস্নাত কোচবিহার, দেখুন
১) ঘন সাদা কুয়াশার চাদর সরিয়ে সকালের হালকা রোদে উজ্জ্বল হয়ে রয়েছে সম্পূর্ন কোচবিহার রাজবাড়ি। সকালের সময় কোচবিহার রাজবাড়ির এই অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন সকলে। রাজবাড়ির সামনের রাস্তায় বহু মানুষকে দেখা গেল মর্নিং ওয়াক করতে। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
2/7
২) ঘন কুয়াশার চাদর এবং কাটিয়ে উঠেছে কোচবিহার জেলা। তাই বর্তমানে কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস নিচ্ছে জেলার মানুষেরা। যেখানে কয়েকদিন আগে পর্যন্ত সকালের দিকে ঘন সাদা কুয়াশা চাদরে মুড়ে থাকত গোটা কোচবিহার জেলা। সেখানে বর্তমানে সম্পূর্ণ অন্যরকম ছবি। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
3/7
৩) কোচবিহার জেলার প্রাণকেন্দ্রে অবস্থিত সাগরদিঘি। তারই চত্বরে বহু মানুষকে দেখা গেল মর্নিং ওয়াক করতে। এছাড়াও সাগরদিঘী চত্বরের চায়ের দোকানে চা প্রেমী মানুষদের ভিড় লক্ষ্য করা গেছে। কোচবিহারের মানুষেরা বর্তমানের এই হালকা শীতের আমেজ বেশ উপভোগ করছেন। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
4/7
৪) কোচবিহার জেলার আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি সেন্টিগ্রেড। মকর সংক্রান্তির পর থেকে কোচবিহার জেলার তাপমাত্রা নামতে শুরু করেছিল। তবে আবার কোচবিহারের তাপমাত্রা বর্তমানে রয়েছে কিছুটা ঊর্ধ্বমুখী। তাই স্বভাবতই স্বস্তিতে রয়েছে জেলার মানুষ। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
5/7
৫) গোটা কোচবিহার জেলা জুড়ে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হয়ে রয়েছে। তাই ঘন সাদা কুয়াশা চাদর হয়তো আর দেখা মিলবে না কোচবিহারে। আজ কোচবিহারে রোদের দেখা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ঘুরতে যাওয়ার জন্য এই সময় আদর্শ সময় বলে মনে করছেন অনেকেই। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
6/7
৬) সকালে বাচ্চাদের স্কুল গুলির মধ্যে ছোট ছোট পড়ুয়াদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বাবা কিংবা মার সাথে শীতের পোশাক পড়ে স্কুলে হাজির হয়েছে স্কুলের প্রায় সকল পড়ুয়া। সব মিলিয়ে শীতের আমেজে পায়ে হেঁটে স্কুলে আসার বিষয় দারুন উপভোগ করছে পড়ুয়ারা। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
7/7
৭) বর্তমানে কোচবিহার জেলা তাপমাত্রা কোথাও ঘুরতে যাওয়ার জন্য একদম আদর্শ। হালকা ফুরফুরে মেজাজে যে কেউ বেরিয়ে পড়তেই পারেন ঘুরতে। কোচবিহার জেলার বিভিন্ন পর্যটন স্থানগুলিতে ঘুরতে যাওয়ার জন্য এই সময় আদর্শ সময়। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
বাংলা খবর/ছবি/কোচবিহার/
Weather Update Cooch Behar: তাপমাত্রার বড় পরিবর্তন! কুয়াশা কাটিয়ে অবশেষে সূর্যস্নাত কোচবিহার, দেখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল