TRENDING:

Independence Day 2023: তেরঙ্গা রঙে রঙিন রকমারি জিনিসের সম্ভার ! কিনতে মানুষের ভিড়

Last Updated:
স্বাধীনতা দিবসের দিনেও এই ভিড় বিন্দুমাত্র কমেনি জেলার দোকান গুলিতে। উল্টে সকাল থেকেই ভিড় ছিল যথেষ্টই বেশি। এছাড়াও বহু নতুন সামগ্রীও দোকানের মধ্যে এসেছে।
advertisement
1/5
তেরঙ্গা রঙে রঙিন রকমারি জিনিসের সম্ভার ! কিনতে মানুষের ভিড়
স্বাধীনতা দিবসের বেশ কিছুদিন আগে থেকেই বিভিন্ন দোকানের মধ্যে রকমারি জিনিসের সম্ভার দেখা মিলে ছিল। এর মধ্যে মূলত মহিলাদের বিভিন্ন রকমারি গয়নার সামগ্রী চাহিদা ছিল সবচেয়ে বেশি। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
2/5
তবে স্বাধীনতা দিবসের দিনেও এই ভিড় বিন্দুমাত্র কমেনি জেলার দোকান গুলিতে। উল্টে সকাল থেকেই ভিড় ছিল যথেষ্টই বেশি। এছাড়াও বহু নতুন সামগ্রীও দোকানের মধ্যে এসেছে। তা কিনতে সকাল থেকেই মানুষরা ভিড় জমিয়ে ছিল। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
3/5
দোকানের মধ্যে এবারের নতুন আকর্ষণ তেরঙার রঙের ফ্যান। যা হালকা হওয়ার মধ্যে গেলেই ঘুরতে আরম্ভ করে। এবং তা দেখতে দারুন আকর্ষণীয়। ছোটদের বেশ পছন্দের তালিকায় রয়েছে এই তেরঙা ফ্যান। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
4/5
বিভিন্ন গড়ির মধ্যে লাগানোর পতাকা ও বিভিন্ন আকর্ষণীয় তেরঙার রঙের জিনিস বিক্রির পরিমাণ সকাল থেকে বেড়ে উঠেছে বেশ অনেকটাই। এছাড়াও শেষ মুহূর্তে বিভিন্ন ধরনের পতাকা বিক্রির হিড়িক ও ছিল অনেকটাই বেশি। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত)
advertisement
5/5
সকাল থেকেই রৌদ্রের প্রকোপ বেশি রয়েছে। আকাশে বৃষ্টির দেখা নেই। তাই বিভিন্ন দোকান গুলিতে তেরঙার রঙের টুপি ও স্বাধীনতা দিবসের বিভিন্ন আকর্ষণীয় টুপি বিক্রি হচ্ছে। (ছবি ও তথ্য - সার্থক পন্ডিত) (Sarthak Pandit)
বাংলা খবর/ছবি/কোচবিহার/
Independence Day 2023: তেরঙ্গা রঙে রঙিন রকমারি জিনিসের সম্ভার ! কিনতে মানুষের ভিড়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল