Cooch Behar Tourism: ২ জনের ব্যক্তিগত সময় বা পরিবারের সঙ্গে সময়, কোচবিহারে দারুণ ঘোরার জায়গা
- Published by:Debalina Datta
Last Updated:
নতুন রূপে সেজে উঠছে কোচবিহার নরেন্দ্র নারায়ণ পার্ক! জানুন বিস্তারিত৷
advertisement
1/10

কোচবিহার এন এন পার্কের গুগল ম্যাপ লিঙ্ক: https://maps.app.goo.gl/gcumpAK12D1xTZwY7 1. কোচবিহারের শহরের মাঝে অবস্থিত অন্যতম একটি পার্ক হল নরেন্দ্র নারায়ন পার্ক। এই পার্কে প্রবেশের মূল্য ১০ টাকা। এছাড়া পার্কের ভেতরে বাইক পার্কিং এর সুবিধা রয়েছে। তবে পার্কিং এর সামান্য মূল্য দিতে হয়।
advertisement
2/10
2. পার্কে নতুন করে বসানো হয়েছে সেলফি কর্নার বা সেল্ফি জোন। আই লাভ এন এন পার্ক লেখা সেলফি জোনের সামনে দাঁড়িয়ে মনের মতন সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারবেন যে কেউ।
advertisement
3/10
3. এই পার্কে বহুদিন পূর্বেই বসানো হয়েছিল টয় ট্রেন। এখনো পর্যন্ত এই পার্কে ঘুরতে আসার সমস্ত পর্যটকদের মন ছুয়ে যায় পার্ক এই টয় ট্রেনটি। এই টয় ট্রেনে ওঠার মূল্য ছোটদের জন্য ৫ টাকা এবং বড়দের জন্য ১০ টাকা।
advertisement
4/10
5. পার্কে নতুন করে তৈরি করা হয়েছে একটি কৃত্রিম ঝর্ণা। এছাড়া পার্কে বসানো হয়েছে মিউজিক্যাল ফোয়ার সিস্টেম। প্রতিদিন সন্ধের সময় এখানে চালু করা হয়ে থাকে এটি।
advertisement
5/10
6. পার্কে সদর গেট দিয়ে ঢুকতেই সামনেই চোখে পড়বে গাছের মাধ্যমে তৈরি পার্কের নাম। যা সহজেই মন জয় করবে পার্কে ঘুরতে আসা যে কোন পর্যটকের।
advertisement
6/10
7. পার্কের বিভিন্ন অংশের গাছ গুলিকে হাতি কিংবা অন্যান্য পশু পাখির রূপ দেওয়া হয়েছে সুন্দর করে কাটার মাধ্যমে। যা বাচ্চাদের কিংবা বড়দের মন ছুঁয়ে যাবে।
advertisement
7/10
8. পার্কের একটি অংশে বানানো হয়েছে ভেষজ গাছের বাগান। এর মাধ্যমে অনেকেই বিভিন্ন গাছের গুণাবলী সম্পর্কে জানতে পারবেন।
advertisement
8/10
9. পার্কের মধ্যে রাস্তার দুপাশে সাজিয়ে রাখা হয়েছে রাজ আমলের দুটি কামান।
advertisement
9/10
10. পার্কের মাঠের মধ্যে রয়েছে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের মুর্তি। মুর্তির নিচে তার জন্ম দিবস এবং প্রয়াণ দিবস উল্লেখ করা রয়েছে।
advertisement
10/10
11. পার্কের মধ্যে রয়েছে বাচ্চাদের জন্য প্রচুর খেলনা সামগ্রী। বাচ্চারা যেটা পেলে সহজেই খুশি হয়ে উঠবে। Input- Sarthak Pandit