TRENDING:

2000 Rupee Note | RBI: ফেরাতে পারবেন না ২০০০ টাকার নোট, চলবে বেচাকেনা, ৬ জরুরি প্রশ্নের উত্তর দিলেন RBI গভর্নর

Last Updated:
২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই৷ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক ব্যাঙ্কে তা বদলে নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে৷
advertisement
1/10
ফেরাতে পারবেন না ২০০০ টাকার নোট, চলবে বেচাকেনা! ৬ জরুরি প্রশ্নের উত্তর দিল RBI
নয়াদিল্লি: ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই৷ আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক ব্যাঙ্কে তা বদলে নেওয়ার সুযোগও দেওয়া হয়েছে৷
advertisement
2/10
কিন্তু রিজার্ভ ব্যাঙ্কের এই সিদ্ধান্ত ঘোষণার সঙ্গে সঙ্গেই জনমানসে নানা প্রশ্ন এবং নানা বিভ্রান্তির সৃষ্টি হয়েছে৷ প্রশ্ন উঠছে, নোট বদলের কি কোনও ঊর্ধ্বসীমা থাকছে? ব্যাঙ্কে নোট বদল বা জমা দেওয়ার সময় ভোটার আইডি বা আধার কার্ডের মতো কোনও পরিচয় পত্র দেখাতে হচ্ছে কি?
advertisement
3/10
আরবিআইয়ের তরফে জানানো হয়েছে, নিকটবর্তী যে কোনও ব্যাঙ্কের যে কোনও শাখাতে গেলেই এক বারে ১০টি ২০০০ টাকার নোট, অর্থাৎ, ২০ হাজার টাকার নোট বদল করতে পারবেন গ্রাহকেরা৷ এজন্য কোনও পরিচয়পত্র তাঁদের দেখাতে হবে না৷ এ জন্য গ্রাহকদের ওই নির্দিষ্ট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক নয় বলেও জানানো হয়েছে৷
advertisement
4/10
কিন্তু, প্রশ্ন, বাতিল হওয়া ২০০০ টাকার নোট কি এখনও কার্যকর আছে? নোট বাতিলের জন্য ব্যাঙ্কগুলি কতটা প্রস্তুত? কেনই বা ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে RBI?
advertisement
5/10
প্রশ্ন ১: ঠিক কতদিন পর্যন্ত কার্যকর থাকবে ২০০০ টাকার নোট? ব্যবসায়ীরা কি এখনও এই নোট দিয়ে লেনদেন সারতে পারবেন? উত্তর: কোনও দোকানদার বা ব্যবসায়ী এখন ২০০০ টাকার নোট নিতে অস্বীকার করতে পারবেন না৷ অন্তত ২০ সেপ্টেম্বর পর্যন্ত৷ এদিন আরবিআই-এর গভর্নর শক্তিকান্ত দাস আশ্বাস দেন, ‘‘তাড়াহুড়োর কোনও দরকার নেই৷ আপনার কাছে ৪ মাস সময় আছে৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যে নোট বদলে নিলেই যথেষ্ট৷’’ তাঁর দাবি, NRI কিংবা H-1B ভিসা হোল্ডারদেরও যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যবস্থা করা হয়েছে৷
advertisement
6/10
প্রশ্ন ২: ব্যাঙ্কগুলি কি প্রস্তুত? নাগরিকদের আশ্বাস দিয়ে RBI-এর গভর্নর জানান, ব্যাঙ্কগুলিকে প্রয়োজনীয় ব্যবস্থা করার পরামর্শ ইতিমধ্যেই দেওয়া হয়েছে৷ তবে তাঁর আর্জি, নোট বদলের জন্য প্রথমেই তাড়াহুড়ো করার দরকার নেই৷ সকলের কাছে চার মাস পর্যন্ত সময় রয়েছে৷
advertisement
7/10
প্রশ্ন ৩:কেন ৩০ সেপ্টেম্বর পর্যন্তই সময়সীমা রাখা হয়েছে? আরবিআই গভর্নর জানান, মানুষ যাতে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখেন, সেই কারণেই ৩০ সেপ্টেম্বরের এই ঊর্ধ্বসীমা দেওয়া হয়েছে৷ নাহলে, সময় অসীম দেওয়া থাকলে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে অন্তহীন সময় লাগতে পারে৷
advertisement
8/10
প্রশ্ন ৪: কেন ২০০০ টাকার নোট তুলে নিচ্ছে RBI? গভর্নর দাস জানান, এই প্রক্রিয়া ‘স্বচ্ছ নোট নীতি’র অন্তর্ভুক্ত৷ এর মাধ্যমে নির্দিষ্ট সময় অন্তর একটি নির্দিষ্ট সিরিজের নোট বাতিল করা হয় এবং নতুন নোট আনা হয়৷ ২০১৬ সালে নোট বন্দির সময় যখন ৫০০ টাকার পুরনো নোট এবং ১০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হয়, তখন নোট ঘাটতি কমাতে ভারতীয় অর্থনীতিতে নিয়ে আসা হয় ২০০০ টাকার নোট৷
advertisement
9/10
প্রশ্ন ৫: এই প্রক্রিয়ায় কি কোনও গ্রাহকের ব্যাঙ্কে কত টাকা রয়েছে বা জমা পড়ছে তার উপরে নজরদারি চালানো হবে? গভর্নর জানান, কখনওই নয়৷ নজরদারির কাজ আয়কর দফতরের, তাঁদের নয়৷
advertisement
10/10
প্রশ্ন ৬: ১০০০ টাকার নোট কি ফিরে আসছে? আরবিআই গভর্নর জানিয়েছেন, এ সবই গুজব৷ এমন কোনও আলোচনাই এখনও পর্যন্ত হয়নি৷ সিদ্ধান্ত নেওয়া তো দূরের কথা৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
2000 Rupee Note | RBI: ফেরাতে পারবেন না ২০০০ টাকার নোট, চলবে বেচাকেনা, ৬ জরুরি প্রশ্নের উত্তর দিলেন RBI গভর্নর
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল