পাঁচ বছর মেয়াদে ৮ লাখ টাকার Car Loan নিয়েছেন? এই পদ্ধতিতে এক পয়সাও সুদ দিতে হবে না, দেখে নিন পুরো হিসেব
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
কেউ বলতে পারেন, শুধু লোনের টাকা মেটাব, সুদ দেব না। সেটা সম্ভব নয়। তবে বিশেষ একটা উপায় রয়েছে।
advertisement
1/7

বাড়ি বা গাড়ি কেনার জন্য সঞ্চয় ভাঙানো মোটেই বুদ্ধিমানের কাজ নয়। তার থেকে লোন নেওয়া ভাল। এমনটা মনে করেন অনেকেই। তবে লোন নিলে ইএমআই দিতে হবে। এর মধ্যে সুদ এবং আসল দুটোই রয়েছে।
advertisement
2/7
কেউ বলতে পারেন, শুধু লোনের টাকা মেটাব, সুদ দেব না। সেটা সম্ভব নয়। তবে বিশেষ একটা উপায় রয়েছে। এতে সুদের পুরো টাকাটাই উঠে আসবে। নিজের পকেট এক পয়সাও দিতে হবে না। কী এই পদ্ধতি?
advertisement
3/7
ধরে নেওয়া যাক, কেউ পাঁচ বছর মেয়াদে ৯.০৫ শতাংশ হারে ৮ লাখ টাকার কার লোন নিলেন। এখন লোন ক্যালকুলেটর অনুযায়ী, তাঁকে প্রতি মাসে ১৬,৬২৬ টাকা ইএমআই দিতে হবে। পাঁচ বছরে তিনি ১,৯৭,৫৬৬ টাকার সুদ মেটাবেন। সুদ এবং আসল মিলিয়ে তাঁকে মোট দিতে হবে ৯,৯৭,৫৬৬ টাকা।
advertisement
4/7
এখন ১,৯৭,৫৬৬ টাকা সুদ কীভাবে অন্য জায়গা থেকে আসবে, এটাই হল প্রশ্ন। এর জন্য গ্রাহককে লোনের সঙ্গে মিউচুয়াল ফান্ডে এসআইপি শুরু করতে হবে। সেখান থেকেই উঠে আসবে সুদের পুরো টাকা। এক পয়সা ঘর থেকে দিতে হবে না।
advertisement
5/7
মিউচুয়াল ফান্ডে গড়ে ১২ শতাংশ হারে রিটার্ন পাওয়া যায়। সেই হিসাব অনুযায়ী, লোনের পাশাপাশি গ্রাহককে ৮,৮০০ টাকার মাসিক এসআইপি শুরু করতে হবে। তাহলে পাঁচ বছর পরে তিনি ৭,২৫,৮৮০ টাকা রিটার্ন পাবেন।
advertisement
6/7
এই ৭,২৫,৮৮০ টাকার মধ্যে গ্রাহক পাঁচ বছরে ৫,২৮,০০০ টাকা বিনিয়োগ করেছেন। এর উপর সুদ হিসাবে মিলেছে ১,৯৭,৮৮০ টাকা। এখন ৮ লাখ টাকার কার লোনে ১,৯৭,৫৬৬ টাকা সুদ ছিল। তাহলে পুরো টাকাটাই এসআইপি-র রিটার্ন থেকে উঠে এল।
advertisement
7/7
তাহলে বোঝা গেল, সুদ মুক্ত কার লোন চাইলে এসআইপি শুরু করতে হবে। গ্রাহক কত টাকা লোন নিয়েছেন এবং তার সুদ মেটাতে কত টাকার এসআইপি দরকার, প্রথমে সেই হিসাব করতে হবে। তারপর সেই অনুযায়ী শুরু করতে হবে বিনিয়োগ। তাহলেই সুদের পুরো টাকাই উঠে আসবে। নিজের পকেট থেকে এক পয়সাও দিতে হবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পাঁচ বছর মেয়াদে ৮ লাখ টাকার Car Loan নিয়েছেন? এই পদ্ধতিতে এক পয়সাও সুদ দিতে হবে না, দেখে নিন পুরো হিসেব