Income Tax : ৭ দিনের মধ্যে মিটিয়ে নিন এই কাজগুলি, না হলে পড়তে হবে বড় বিপদে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
৩১ মার্চ ২০২৩-এর মধ্যে সেরে ফেলতেই হবে এই কাজগুলি, দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
1/7

হাতে আর বেশি সময় নেই ৷ অর্থবর্ষ ২০২২-২৩ শেষ হতে আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে ৷ দেশের সব করদাতাদের আগামী ৭ দিনের মধ্যে ইনকাম ট্যাক্স সংক্রান্ত এই ৫টি কাজ অবশ্যই করতে হবে ৷ না কেবল ইনকাম ট্যাক্স বিভাগ থেকে নোটিস আসতে পারে বরং মোটা টাকা জরিমানা দিতে হতে পারে ৷ এর ডেডলাইন ৩১ মার্চ ২০২৩ ৷
advertisement
2/7
১ এপ্রিল থেকে নয়া অর্থবর্ষ ২০২৩-২৪ থেকে শুরু হতে চলেছে ৷ অর্থবর্ষ শেষ হয়ে যাওয়ার আগেই কয়েকটি কাজ সেরে ফেলতে হবে। নাহলে সমস্যায় পড়তে হতে পারে পরবর্তী বছরে। সব ক’টি কাজই অর্থ সংক্রান্ত। তাই একটু সচেতন হওয়া প্রয়োজন। এরই মধ্যে অগ্রিম কর জমা দেওয়ার সময়সীমা পেরিয়ে গিয়েছে।
advertisement
3/7
৩১ মার্চ ২০২৩-এর মধ্যে সেরে ফেলতেই হবে এই কাজগুলি, দেখে নেওয়া যাক এক নজরে—
advertisement
4/7
PAN-আধার লিঙ্কিং আয়কর বিভাগের তরফ থেকে চলতি বছর মার্চের শেষ পর্যন্ত সময় দেওয়া হয়েছে PAN-এর সঙ্গে আধার লিঙ্ক করিয়ে নেওয়ার জন্য। এটি বাধ্যতামূলক বিষয়। লিঙ্ক করানো না গেলে PAN 'নিষ্ক্রিয়' হয়ে যাবে। ফলে আয়কর রিটার্ন দাখিল করা বা অন্য কাজ করতে অসুবিধা হতে পারে। ৩১ মার্চ ২০২৩ তারিখের পর PAN এবং আধার লিঙ্ক করাতে গেলে গুণতে হবে ১০০০ টাকার জরিমানা।
advertisement
5/7
আইটিআর আপডেট ২০১৯-২০ আর্থিক বছরের জন্য আপডেট করা আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা হল ৩১ মার্চ, ২০২৩৷ যে সমস্ত করদাতারা ২০১৯-২০ আর্থিক বছরের জন্য আইটিআর ফাইল করেননি বা কোনও আয়ের রিপোর্ট মিস করেছেন তাঁরা একটি আপডেট করা আইটিআর বা আইটিআর-ইউ ফাইল করতে পারেন।
advertisement
6/7
কর সাশ্রয়ী বিনিয়োগ ২০২২-২৩ অর্থবর্ষের জন্য আয়কর ছাড় পেতে বিনিয়োগের সময়সীমা ৩১ মার্চ, ২০২৩-এ শেষ হবে। যাঁরা ২০২২-২৩ আর্থিক বছরের জন্য পুরনো কর ব্যবস্থা বেছে নিয়েছেন তাঁদের জন্য এটি গুরুত্বপূর্ণ। করদাতারা পুরনো কর ব্যবস্থার অধীনে বিনিয়োগের জন্য বিভিন্ন ছাড় দাবি করতে পারেন।
advertisement
7/7
বিমা পলিসির জন্য ফর্ম 12BB জমা করতে হবে আপনার কাছে কোনও ইনস্যুরেন্স পলিসি রয়েছে এবং যার প্রিমিয়াম ৫ লক্ষ টাকার বেশি তাহলে ১ এপ্রিলের পর ম্যাচিউরিটির অ্যামাউন্টে কোনও ট্যাক্স ছাড় পাওয়া যাবে না ৷ তাই ৩১ মার্চের আগে প্রিমিয়াম দিলে ট্যাক্স ছাড় পাওয়া যাবে ৷ এরপর আপনাকে নতুন নিয়মে প্রিমিয়ামের উপরে ট্যাক্স দিতে হবে ৷ আপনি বেতনভোগী হলে ৩১ মার্চের আগে ফর্ম 12BB জমা করতে হবে ৷ এর মধ্যে HRA, LTC হোম লোনে সুদ ইত্যাদি দিয়ে ট্যাক্স ছাড় পেতে পারেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Income Tax : ৭ দিনের মধ্যে মিটিয়ে নিন এই কাজগুলি, না হলে পড়তে হবে বড় বিপদে