TRENDING:

How to make money: প্রতিদিন ভোরে হাঁটেন? এখন হাঁটার জন্য পাবেন মোটা টাকা, শুধু ইনস্টল করে নিন এই অ্যাপগুলো

Last Updated:
How to make money: একদম কিলোমিটার হিসেব করে পয়সা চলে আসবে ওয়ালেটে। স্বাস্থ্য ভাল থাকবে সঙ্গে রোজগারও হবে।
advertisement
1/6
প্রতিদিন ভোরে হাঁটেন? এখন হাঁটার জন্য পাবেন মোটা টাকা, শুধু ইনস্টল করুন এই অ্যাপ
কতটা পথ পেরলে তবে পথিক হওয়া যায়? না, এর উত্তর এখনও জানা যায়নি। তবে হাঁটাহাঁটি করলে যে পকেটে দু’পয়সা আসবে, সেটা নিশ্চিত। হ্যাঁ, আশ্চর্য হওয়ার কিছু নেই। এটাই সত্যি। বাজারে এমন কিছু অ্যাপ রয়েছে, যারা হাঁটার জন্য টাকা দেয়। একদম কিলোমিটার হিসেব করে পয়সা চলে আসবে ওয়ালেটে। স্বাস্থ্য ভাল থাকবে সঙ্গে রোজগারও হবে। এমন সুযোগ হাতছাড়া করা উচিত নয় মোটেই।
advertisement
2/6
সুইটকয়েন: হাজার কদম মানে প্রায় আধ মাইল হাঁটলে মিলবে ০.৯৫ সুইটকয়েন। ২০ মিনিটের জন্য দ্বিগুণ সুইটকয়েন উপার্জনের সুযোগও রয়েছে। ডিসকাউন্ট বা কেনাকাটায় এই সুইটকয়েন ব্যবহার করা যায়। আইওএস এবং অ্যান্ড্রয়েড ইউজাররা এই অ্যাপ ব্যবহার করতে পারেন।
advertisement
3/6
বেটারপয়েন্টস: এটাও সুইটকয়েনের মতো। ব্যায়াম, হাঁটাহাটি, দৌড় বা সাইকেল চালানোর বিনিময়ে পয়েন্ট দেওয়া হয়। ২ হাজার বেটারপয়েন্টেসের বদলে মেলে ২ পাউন্ডের আর্গোস গিফট কার্ড, ৫ হাজার বেটারপয়েন্টেসে ৫ পাউন্ডের কারি গিফট কার্ড। আইওএস এবং অ্যান্ড্রয়েডে এই অ্যাপ ইনস্টল করা যায়।
advertisement
4/6
উইনওয়াক: উইনওয়াকে প্রতিদিন ১০০ থেকে ১০ হাজার কদম হেঁটে উপার্জনের সুযোগ রয়েছে। মোটামুটি ১০০ কয়েন পর্যন্ত মেলে। এই কয়েন Costa, Primark এবং Marks & Spencer-এ ভাঙানো যায়। ১০ পাউন্ডের ভাউচার পেতে ২১ হাজার কয়েনের প্রয়োজন। এই অ্যাপ শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজাররাই ব্যবহার করতে পারেন।
advertisement
5/6
উইওয়ার্ড: এই অ্যাপে কদম হিসেবে ওয়ার্ড দেওয়া হয়। দেড় হাজার কদম হাঁটলে ১ ওয়ার্ড। আবার ৩ হাজার কদম হাঁটলে ৩ ওয়ার্ড মিলবে। ২০ হাজার কদমে পাওয়া যাবে ২৫ ওয়ার্ড। প্রতিদিন নতুন করে ওয়ার্ড সেট করা হয়। ৩ হাজার ওয়ার্ডে ১৫ পাউন্ড মেলে। সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন ইউজার। আইওএস এবং অ্যান্ড্রয়েডে এই অ্যাপ ইনস্টল করা যায়।
advertisement
6/6
চ্যারিটি মাইলস: চ্যারিটি মাইলস অর্থ উপার্জনের জন্য নয়। হাঁটাহাঁটি, দৌড়, নাচ বা সাইকেল চালানোর বদলে প্রাপ্ত পয়েন্ট দাতব্য প্রতিষ্ঠানে দান করতে হয় ইউজারকে। অ্যাপে সাইন আপ করে দাতব্য প্রতিষ্ঠান বাছতে হয়। এরপর ইউজার যে টাকা পান সেটা সরাসরি সেই প্রতিষ্ঠানে চলে যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
How to make money: প্রতিদিন ভোরে হাঁটেন? এখন হাঁটার জন্য পাবেন মোটা টাকা, শুধু ইনস্টল করে নিন এই অ্যাপগুলো
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল