কম পুঁজিতে ৫০ হাজারের বেশি মাসিক আয়ের সুযোগ, পাশে সরকার! কী ভাবে?
Last Updated:
যদি ব্যবসা শুরু করতে চান, তা হলে কেন্দ্রীয় সরকারের MSME প্রকল্পে সরকারকে আপনাকে ৬০ থেকে ৮০ শতাংশ সাহায্য করবে৷ জেনে নিন কোন ব্যবসা ও কী ভাবে করবেন?
advertisement
1/7

আপনার কাছে লাখ চারেক টাকা আছে? ব্যবসা করার কথা ভাবছেন? তা হলে এই খবর আপনার জন্য৷ স্বাধীন ভাবে ব্যবসা শুরু করবেন৷ মাস গেলে হাতে ৫০ হাজার টাকারও বেশি আয়ের সুযোগ রয়েছে৷ কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প সেই সুযোগ করে দিচ্ছে৷
advertisement
2/7
যদি ব্যবসা শুরু করতে চান, তা হলে কেন্দ্রীয় সরকারের MSME প্রকল্পে সরকারকে আপনাকে ৬০ থেকে ৮০ শতাংশ সাহায্য করবে৷ জেনে নিন কোন ব্যবসা ও কী ভাবে করবেন?
advertisement
3/7
নোটবুক ম্যানুফ্যাকচারিং: ছোট ব্যবসায় নোটবুক ম্যানুফ্যাকচারিং জনপ্রিয়৷ যতই কম্পিউটার, ল্যাপটপ আসুক, নোটবুক, নোটপ্যাডের চাহিদা রয়েছে এখনও৷ স্কুল, কলেজ, অফিস-- সর্বত্র৷ তাই আপনার প্রোডাক্টের মান যদি ভালো হয়, তা হলে আপনার লাভ ঠেকায় কে৷
advertisement
4/7
কী কী জরুরি? আপনার হয়তো জায়গা নেই দোকান বা ব্যবসা করার৷ সে ক্ষেত্রে ৫০০ বর্গফুট পর্যন্ত জায়গা ভাড়ায় নিতে পারেন৷ ভাড়া ৫ থেকে ১৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে৷ কারণ, মেশিনারি সেট-আপ করতে হলে জায়গা প্রয়োজন৷
advertisement
5/7
কত খরচ হবে ব্যবসা শুরু করতে? সব মিলিয়ে ১৬ লক্ষ টাকা মতো খরচ৷ এর মধ্যে ১২ লক্ষ টাকা কাঁচা মাল, লেবার চার্জ, প্যাকিং, বিদ্যুতের খরচ, ভাড়া ইত্যাদি৷ ৪ লক্ষ টাকা অন্যান্য সেট-আপ ও বৈদ্যুতিকরণের জন্য ৩৫ হাজার ও ৪৬ হাজার টাকা আসবাবপত্রের জন্য৷
advertisement
6/7
কী ভাবে আয় হবে? সরকার এ ক্ষেত্রে উত্পাদন খরচ ও বিক্রির হিসেবে টার্নওভারের রেশিও ঠিক করেছে৷ একটি নির্দিষ্ট মাত্রা পর্যন্ত প্রোডাক্ট তৈরি ও এমআরপি ঠিক করার পর কস্ট অফ প্রোডাকশন ৪ লক্ষ টাকা প্রতি মাসে, টার্ওফভার ৫ লক্ষ টাকা প্রতি মাসে, অর্থাত্ বিক্রি বছরে ৫৯ লক্ষ টাকার৷ এ ক্ষেত্রে ৫০ হাজার টাকা মাসে লাভ৷ একটি হিসেব বলছে, ৩ মাস পর ৫০ হাজার নোটবুক, ১০ হাজার রেকর্ড বুক ও নোটপ্যাড বিক্রি করতে পারেন৷
advertisement
7/7
সরকার কী ভাবে সাহায্য করবে? ব্যবসা শুরু করতে গেলে ৪ লক্ষ ২৩ হাজার টাকা জোগাড় রাখতে হবে আপনাকে৷ ব্যাঙ্ক থেকে মূলধন ঋণ বাবদ ৯ লক্ষ টাকা ও টার্ম লোন ৩.৬৫ লক্ষ টাকা৷ সব মিলিয়ে হাতে ১৬.৮৮ লক্ষ টাকা৷ প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় আপনি যে কোনও ব্যাঙ্কে লোনের আবেদন করতে পারেন৷ এই ঋণে কোনও প্রসেসিং ফি নেই৷ লোনের টাকা ৫ বছর ধরে শোধ করতে পারবেন৷