New Business Idea: প্রতি মাসে ৬০ হাজার টাকা আয় করার সুযোগ দিচ্ছে SBI, দেখে নিন কী করতে হবে....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন আপনি কী ভাবে এটিএম-এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে মোটা টাকা আয় করতে পারবেন ৷
advertisement
1/8

বাড়িতে বসে ব্যবসা শুরু (New Business Idea) করে বিপুল টাকা আয় করার পরিকল্পনা করছেন ? চাকরির পাশাপাশি বাড়তি আয় করার কথা ভাবলেও স্টেট ব্যাঙ্ক দিচ্ছে দুর্দান্ত একটি সুযোগ ৷ এর মাধ্যমে বাড়িতে বসেই প্রতি মাসে ৬০ হাজার টাকা আয় করতে পারবেন ৷ দুর্দান্ত এই সুযোগ নিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India)৷ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম ফ্র্যাঞ্চাইজি (SBI ATM Franchise) নিয়ে এই টাকা আয় করতে পারবেন৷
advertisement
2/8
সাধারণত এটিএম লাগানোর দায়িত্ব ব্যাঙ্কের তরফে অন্য সংস্থাকে দেওয়া হয়ে থাকে ৷ বেশ কিছু সংস্থাকে এটিএম লাগানোর কনট্র্যাক্ট দিয়ে থাকে ব্যাঙ্ক ৷ দেখে নিন আপনি কী ভাবে এটিএম-এর ফ্র্যাঞ্চাইজি নিয়ে মোটা টাকা আয় করতে পারবেন ৷
advertisement
3/8
SBI ATM ফ্র্যাঞ্চাইজি নেওয়ার জন্য কী কী শর্ত রয়েছে - আপনার কাছে ৫০-৮০ স্কোয়্যার ফুটের জায়গা থাকতে হবে দ্বিতীয় এটিএম থেকে ন্যূনতম ১০০ মিটারের দূরত্ব থাকতে হবে এই স্পেস গ্রাউন্ড ফ্লোরে এবং গুড ভিজিবিলিটি জায়গায় হতে হবে ২৪ ঘণ্টা পাওয়ার সাপ্লাই থাকতে হবে এবং ১ কিলোওয়াট বিদ্যুতের কানেকশন লাগবে এই এটিএম থেকে প্রতিদিন প্রায় ৩০০ ট্রানজাকশন হতে হবে এটিএম-এর জায়গায় কংক্রিটের ছাদ থাকতে হবে
advertisement
4/8
ডকুমেন্ট লিস্ট ১. আইডি প্রুফ- Aadhaar Card , Pan Card , Voter Card ২. অ্যাড্রেস প্রুফ- রেশন কার্ড, ইলেক্ট্রিসিটি বিল ৩. ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পাসবুক ৪. ফটোগ্রাফ, ই-মেল আইডি, ফোন নম্বর ৫. জিএসটি নম্বর ৬. ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস
advertisement
5/8
কীভাবে করবেন এটিএম ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন (How To Apply For SBI ATM Franchise) এসবিআই এটিএম-এর ফ্র্যাঞ্চাইজি বেশ কিছু সংস্থা দিয়ে থাকে ৷ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে পারবেন ৷ দেশের বেশির ভাগ এটিএম লাগানোর কন্ট্র্যাক্ট দেওয়া হয়ে থাকে Tata Indicash, Muthoot ATM ও India One ATM ৷ এই সমস্ত সংস্থার ওয়েবসাইটে অনলাইনে লগইন করে এটিএমের জন্য আবেদন করতে পারবেন ৷
advertisement
6/8
অফিশিয়াল ওয়েবাসাইট Tata Indicash – www.indicash.co.in Muthoot ATM – www.muthootatm.com/suggest-atm.html India One ATM – india1atm.in/rent-your-space
advertisement
7/8
কত টাকা ইনভেস্ট করতে হবে Tata Indicash সবচেয়ে বড় এবং পুরনো সংস্থা ৷ এই সংস্থা ২ লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিটে ফ্র্যাঞ্চাইজি দিয়ে থাকে যেটা রিফান্ডেবল ৷ এছাড়া ৩ লক্ষ টাকার ওয়ার্কিং ক্যাপিটল হিসেবে জমা করতে হবে ৷ এই হিসেব অনুযায়ী, মোট ৫ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে ৷
advertisement
8/8
কত টাকা আয় করবেন ? প্রত্যেক ক্যাশ ট্রানজাকশনে ৮ টাকা এবং নন ক্যাশ ট্রানজাকশনে ২ টাকা মিলবে ৷ বছরে রিটার্ন অন ইনভেস্টমেন্ট ৩৩-৫০ শতাংশ পাওয়া যায় ৷ যদি এটিএম-এর মাধ্যমে প্রতিদিন ২৫০টি ট্রানজাকশন হয় তার মধ্যে ৬৫ শতাংশ ক্যাশ ট্রানজাকশন ও ৩৫ শতাংশ নন-ক্যাশ ট্রানজাকশন হয় তাহলে মাসে আয় প্রায় ৪৫ হাজার টাকা আয় করতে পারবেন ৷ দিনে ৫০০ ট্রানজাকশন হলে প্রায় ৮৮-৯০ হাজার কমিশন মিলবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: প্রতি মাসে ৬০ হাজার টাকা আয় করার সুযোগ দিচ্ছে SBI, দেখে নিন কী করতে হবে....