Woman Earn Money: হাতে টাকা কম,নিজের বাড়িতেই শুরু করুন এই কাজ, পাঁচমাস পর আপনার মালমাল হওয়া আটকায় কে
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Nilanjan Banerjee
Last Updated:
Woman Earn Money: বাড়িতে করুন এই ব্যবসা। আজ শুরু না করলে পস্তাবেন কয়েক বছর পর। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সেই সুযোগকেই কাজে লাগিয়ে হতে পারে এই ব্যবসা।
advertisement
1/6

বাড়িতে করুন এই ব্যবসা। আজ শুরু না করলে পস্তাবেন কয়েক বছর পর। বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সেই সুযোগকেই কাজে লাগিয়ে হতে পারে এই ব্যবসা।
advertisement
2/6
প্রান্তিক বাঁকুড়ায় ইলেকট্রিক্যাল জিনিসপত্রের প্রোডাকশন খুব কমই ছিল। সে কারণে কলকাতা এবং আসানসোল থেকে কাঁচামাল কিনে আনতে হত। তবে বর্তমানে শুরু হয়েছে প্রোডাকশন।
advertisement
3/6
স্থানীয় ব্যবসায়ী বাবলু গড়াই বলেন, "মাত্র ৪০০০ টাকা দিয়ে পুরো দমে শুরু করি ব্যবসা, বর্তমানে আমার প্রায় চল্লিশটি ইলেকট্রিক্যাল প্রোডাক্ট বিক্রি হয় কলকাতার মার্কেটে। আমার বাড়িতেই ম্যানুফ্যাকচারিং হয় বেশ কিছু প্রোডাক্ট।
advertisement
4/6
বাঙালির বারো মাসে তেরো পার্বণ। সেই জন্য লাইটের প্রয়োজন হয় প্রচুর। ইলেকট্রিক্যাল প্রোডাক্ট খুব সহজেই তৈরি করা যায় বাড়িতে। কাজ শিখে নিয়ে কিংবা ইলেকট্রিক্যাল কোর্স করে শুরু করা যেতে পারে এই ব্যবসা।
advertisement
5/6
হোলসেলে বিক্রি করে থাকেন বাবলু। এছাড়াও, এক্সটেনশন কর্ড তৈরি এবং পাখা এসেমবেল করেন বাঁকুড়ার এই ব্যবসায়ী। সারা বছরই থাকে প্রোডাক্ট তৈরি এবং প্রোডাক্ট বিক্রি করার ব্যস্ততা।
advertisement
6/6
পাঁচ মাস পর দুর্গাপুজো। তার আগে এখনি যদি শুরু করে নেই ব্যবসা তাহলে মোটা টাকা উপার্জন করার একটি সুযোগ হলেও হতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Woman Earn Money: হাতে টাকা কম,নিজের বাড়িতেই শুরু করুন এই কাজ, পাঁচমাস পর আপনার মালমাল হওয়া আটকায় কে