Withdraw Cash With Aadhaar: ব্যাঙ্কে যাওয়ার সময় নেই? আধারের সাহায্যে বাড়িতে বসেই টাকা পেয়ে যাবেন
- Published by:Ananya Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Withdraw Cash With Aadhaar: এক নজরে দেখে নেওয়া যাক এই বিষয়ে সমস্তে খুঁটিনাটি।
advertisement
1/8

ভারতে ডিজিটাল লেনদেন জলভাত হয়ে উঠেছে। প্রতিদিনের কেনাকাটা থেকে শুরু করে বিল পেমেন্ট সব ক্ষেত্রেই ডিজিটাল পেমেন্টের রমরমা। তবে কিছু ক্ষেত্রে নগদ টাকারও অবশ্য প্রয়োজন হয়। এমনিতে নগদ টাকা তোলার জন্য সাধারণত ব্যাঙ্ক অথবা এটিএম-এর উপরেই ভরসা করি আমরা। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, আজকাল টাকা তোলার আরও একটা সহজ উপায় হয়েছে। আর সেটা হল - আধার কার্ড ব্যবহার করে টাকা তোলা। এই পদ্ধতিটি Aadhaar Enabled Payment System (AEPS) ব্যবহার করে। যা ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)দ্বারা সূচিত একটি পরিষেবা।
advertisement
2/8
AEPS কী? এর মাধ্যমে গ্রাহক নিজেদের আধার কার্ডের নম্বর এবং বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করে ব্যাঙ্কের নানা রকম কাজ সারতে পারেন। মূলত ক্যাশ তোলা, ব্যালেন্স এনকোয়্যারি এবং ফান্ড ট্রান্সফারের মতো আর্থিক পরিষেবার জন্যই এটি ডিজাইন করা হয়েছে।
advertisement
3/8
আধার কার্ড ব্যবহার করে টাকা তোলার উপায়: এর জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক থাকা আবশ্যক। এর জন্য কী কী করণীয়, তা নিম্নলিখিত।
advertisement
4/8
প্রথমে একটি মাইক্রো এটিএম-এ যেতে হবে। নিজের ১২ সংখ্যার আধার নম্বর দিতে হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশন ব্যবহার করতে হবে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে। ট্রানজ্যাকশনের ধরন সিলেক্ট করতে হবে। এবার কত টাকা তুলতে চাওয়া হচ্ছে, সেই পরিমাণটা দিতে হবে। ট্র্যানজ্যাকশন সম্পূর্ণ হলে টাকা হাতে চলে আসবে। রেজিস্টার্ড মোবাইল নম্বরে ট্র্যানজ্যাকশন কনফার্মেশন চলে আসবে।
advertisement
5/8
AEPS-এর ক্ষেত্রে টাকা তোলার সীমা এবং বিধিনিষেধ: দৈনিক ১০ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত তোলার সীমা বেঁধে দিয়েছে বেশিরভাগ ব্যাঙ্ক। নিরাপত্তা নীতির জেরে কিছু ব্যাঙ্ক AEPS পরিষেবা ডিজেবল করে রেখেছে।
advertisement
6/8
AEPS-এর সুবিধা: এমন কিছু জায়গা রয়েছে, যেখানে চিরাচরিত ব্যাঙ্কিং পরিষেবা পাওয়া যায় না। সেক্ষেত্রে কার্যকর হতে পারে AEPS। পদ্ধতিটা ভীষণই সহজ। বায়োমেট্রিক অথেন্টিকেশন বিষয়টিকে আরও সহজ করে তোলে। টাকা তোলার জন্য এটিএম কিংবা ব্যাঙ্কের শাখার উপর নির্ভর করতে হয় না।
advertisement
7/8
AEPS নিরাপত্তা: নিজের আধার নম্বর কাউকে দেওয়া চলবে না। সব সময় নিজের মোবাইল নম্বর আপডেট করে রাখতে হবে। পরিষ্কার এবং নিরাপদ পরিবেশে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করা আবশ্যক।
advertisement
8/8
কোন কোন ব্যাঙ্ক AEPS সাপোর্ট করে? ভারতের একাধিক ব্যাঙ্ক AEPS পরিষেবা সাপোর্ট করে। এর মধ্যে রয়েছে জাতীয় এবং আঞ্চলিক ব্যাঙ্কগুলি। যদিও AEPS পাওয়া যাবে কি না, তা নির্ভর করে ব্যাঙ্কের শাখা অথবা এলাকার উপর।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Withdraw Cash With Aadhaar: ব্যাঙ্কে যাওয়ার সময় নেই? আধারের সাহায্যে বাড়িতে বসেই টাকা পেয়ে যাবেন