Gas Booking: ৬ মাস একটানা বুক না করলে কি গ্যাসের কানেকশন বন্ধ হয়ে যাবে ?আপনার যা জানা দরকার এখনই!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
একটানা ৬ মাস গ্যাস বুক করা না হলে কানেকশন কেটে দেওয়া হয়, পোশাকি ভাষায় তা ডিঅ্যাকটিভেট হয়ে যায়।
advertisement
1/9

কোথাও স্পষ্ট করে বলা হয় না ঠিকই, তবে আমাদের এলপিজি গ্যাস কানেকশনও একরকম অস্তিত্বের প্রমাণপত্র। সেই কারণেই একটানা ৬ মাস গ্যাস বুক করা না হলে কানেকশন কেটে দেওয়া হয়, পোশাকি ভাষায় তা ডিঅ্যাকটিভেট হয়ে যায়। এবার এটা গ্রাহকের মর্জি- তিনি কানেকশন সক্রিয় বা রিঅ্যাকটিভেট করাবেন কি না!
advertisement
2/9
গ্যাস কানেকশন সক্রিয় করতে যা যা লাগে- ডিস্ট্রিবিউটরের নাম কনজিউমার নম্বর কনজিউমারের পুরো নাম ৬ মাস একটানা গ্যাস বুক না করার কারণ কনজিউমারের সই
advertisement
3/9
অনলাইনে কীভাবে গ্যাস কানেকশন সক্রিয় করার আবেদন জানাতে হয়?
advertisement
4/9
- www.indane.co.in সাইটে যেতে হবে - স্ক্রিনের বাঁদিক থেকে বেছে নিতে হবে How do I - এর মধ্যে থেকে বেছে নিতে হবে How Do I reactivate my connection - ফর্ম ফিল আপ করতে হবে, এক্ষেত্রে উল্লেখ করতে হবে: . ডিস্ট্রিবিউটরের নাম . কনজিউমার নম্বর
advertisement
5/9
. কনজিউমারের পুরো নাম . ৬ মাস একটানা গ্যাস বুক না করার কারণ . কনজিউমারের সই . কেওয়াইসি (যদি দেওয়া না থাকে)
advertisement
6/9
এই আবেদন ডিস্ট্রিবিউটরের অফিসে গিয়েও ফর্ম তুলে ফিল আপ করে করা যায়। এর পর ডিস্ট্রিবিউটর সব কিছু খতিয়ে দেখে বন্ধ হয়ে যাওয়া গ্যাস কানেকশন আবার সক্রিয় করে দেবেন।
advertisement
7/9
মোটের ওপরে কাজ সহজই, তেমন কিছু ঝক্কি নেই। তবে হ্যাঁ, একাধিক বার কানেকশন যদি ডিঅ্যাকটিভেট হয়, সেক্ষেত্রে আর তা সক্রিয় নাও হতে পারে, এটাও মাথায় রাখা দরকার।
advertisement
8/9
কীভাবে বোঝা যাবে গ্যাস কানেকশন সক্রিয় হয়েছে কি না?
advertisement
9/9
- https://indane.co.in/sms_ivrs.php সাইটে যেতে হবে - লগ ইন ডিটেল ব্যবহার করে প্রাইভেট অ্যাকাউন্টে ঢুকতে হবে - View Order History ক্লিক করতে হবে - সর্বশেষ অর্ডারে ক্লিক করলেই স্টেটাস জানা যাবে
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gas Booking: ৬ মাস একটানা বুক না করলে কি গ্যাসের কানেকশন বন্ধ হয়ে যাবে ?আপনার যা জানা দরকার এখনই!