‘Lac’ লিখলে কি বাতিল হয়ে যাবে চেক ? ‘Lakh’ না কি ‘Lac’? জেনে নিন কোনটা সঠিক !
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
অনেকেই সাধারণ উপায়ে ইংরেজিতে লেখেন ‘Lakh’। তবে কেউ কেউ তার পরিবর্তে লেখেন ‘Lac’। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কোনটা সঠিক?
advertisement
1/7

ব্যাঙ্কে চেকের মাধ্যমে সাধারণত আমরা টাকা তুলে থাকি। এমনকী ব্যাঙ্কও অনেক সময় চেক ইস্যু করে। তবে চেকের মাধ্যমে ১ লক্ষ টাকা কিংবা ছয় অঙ্কের টাকা তোলার ক্ষেত্রে সবথেকে বেশি বিভ্রান্তি তৈরি হয়।
advertisement
2/7
কারণ অনেকেই সাধারণ উপায়ে ইংরেজিতে লেখেন ‘Lakh’। তবে কেউ কেউ তার পরিবর্তে লেখেন ‘Lac’। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কোনটা সঠিক? আজ সেটাই দেখে নেওয়া যাক।
advertisement
3/7
লক্ষ্য করলে দেখা যাবে যে, টাকার পরিমাণ লেখার জন্য চেক-এর মধ্যে সাধারণত দুটো জায়গা থাকে। একটি জায়গায় সংখ্যায় অর্থের পরিমাণটা লিখতে হয়। আর দ্বিতীয় জায়গাটিতে কথায় বা শব্দে ওই সংশ্লিষ্ট অর্থের পরিমাণটা লিখতে হয়। কিন্তু বিভ্রান্তি তৈরি হয় ‘Lakh’ আর ‘Lac’ নিয়ে।
advertisement
4/7
এই সংক্রান্ত বিষয়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)-এর একটি নির্দেশিকা রয়েছে। তাতে বলা হয়েছে যে, চেক লেখার সময় একসঙ্গে দুটো বানান ব্যবহার করা যাবে না। তবে ব্যাঙ্কগুলির মূল নির্দেশিকায় বলা হয় যে, লক্ষ টাকা তোলার থাকলে ইংরাজিতে ‘Lakh’ শব্দটি চেকে ব্যবহার করতে হবে।
advertisement
5/7
এর অর্থ হল, অফিসিয়াল ব্যাঙ্কিং পরিভাষায় ‘Lakh’ হল উপযুক্ত শব্দ। যা ব্যবহার করা উচিত। এমনকী আরবিআই-এর ওয়েবসাইট এবং ব্যাঙ্কের দ্বারা জারি করা সমস্ত চেকে ‘Lakh’ শব্দটাই ব্যবহার করা হয়। তবে কখনওই ‘Lac’ শব্দটা ব্যবহার করতে দেখা যায় না।
advertisement
6/7
যে কেউ দুটি বানানই ব্যবহার করতে পারেন। তবে অফিসিয়াল ইংরেজির ক্ষেত্রে ‘Lakh’ শব্দটাই সঠিক। আসলে অভিধান বলছে যে, ‘Lac’ হল লাক্ষা পোকা থেকে সিঃসৃত রেজিনের মতো এক পদার্থ। যা একটা প্রতিরক্ষামূলক বেষ্টনীর কাজ করে।
advertisement
7/7
এই পদার্থকে আবার বার্নিশ, সিলিং ওয়াক্স এবং রঞ্জক প্রভৃতি হিসেবে ব্যবহার করা হয়। আর অভিধান অনুযায়ী, ‘Lakh’ শব্দের অর্থ হল একশো হাজার। তবে কথায় কথায় এখন মানুষ লক্ষ সংখ্যা চিহ্নিত করার জন্য ‘Lac’ শব্দটি ব্যবহার করে। ফলে বোঝাই যাচ্ছে যে, গ্রাহক হিসেবে ব্যাঙ্কে গিয়ে চেক লেখার সময় ‘Lac’ শব্দটি নয়, বরং ‘Lakh’ শব্দটিই ব্যবহার করা উচিত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
‘Lac’ লিখলে কি বাতিল হয়ে যাবে চেক ? ‘Lakh’ না কি ‘Lac’? জেনে নিন কোনটা সঠিক !