TRENDING:

এখনও আপডেট করেননি ? তাহলে কি বাতিল হয়ে যাবে Aadhaar Card ?

Last Updated:
আধার কার্ডে কোনও পরিবর্তন করাতে চাইলে ই-কেওয়াইসি-ও করাতে হবে।
advertisement
1/9
এখনও আপডেট করেননি ? তাহলে কি বাতিল হয়ে যাবে Aadhaar Card ?
আধার কার্ডের যদি দশ বছর বয়স হয় এবং এই সময়ের মধ্যে যদি একবারও আপডেট করানো না হয়, তাহলে আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে।
advertisement
2/9
ইতিমধ্যে আধার কার্ড আপডেটের কাজ শুরু হয়েছে। ১৪ মার্চ পর্যন্ত বিনামূল্যে এই পরিষেবা পাওয়া যাবে। এমনই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া।
advertisement
3/9
ইউআইডিএআই স্পষ্ট করে দিয়েছে, যাঁদের পুরনো আধার কার্ডে এখনও ই-কেওয়াইসি সম্পন্ন হয়নি, তাঁদের এখনই নিকটতম ইউআইডিএআই আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আপডেট করাতে পারেন। বর্তমানে এটা বাধ্যতামূলক করা হয়েছে।
advertisement
4/9
আধার কার্ড তৈরির পর থেকে একটা বড় অংশের মানুষের বাসস্থান, ফোন নম্বর বা অন্য কোনও তথ্য পরিবর্তনের দরকার পড়েনি। তাঁদের ক্ষেত্রেও ই-কেওয়াইসি বাধ্যতামূলক।
advertisement
5/9
এছাড়াও যদি কারও কাছে এক রাজ্যের আধার কার্ড থাকে কিন্তু তিনি বর্তমানে অন্য রাজ্যে বাস করেন এবং সেই ঠিকানা আধার কার্ডে রাখতে চান তাহলে পূর্বের বাসস্থানের নথিপত্র দেখাতে হবে।
advertisement
6/9
এ জন্য কোনও অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন নেই। যে কোনও আধার সেবা কেন্দ্রে গেলেই হবে। ২ থেকে ৩ মিনিট লাগবে।
advertisement
7/9
ইউআইডিএআই একটি সার্কুলার জারি করে। সার্কুলার অনুযায়ী, আধার নম্বর বা তালিকাভুক্তির স্লিপ না থাকলে সরকারি ভর্তুকি বা সরকারি সুবিধা মিলবে না।
advertisement
8/9
যাঁদের আধার কার্ড নেই, তাদের সরকারি সুবিধা এবং সরকারি ভর্তুকি পাওয়াকে আরও কঠিন করে তুলতেই ইউআইডিএআই সমস্ত কেন্দ্রীয় মন্ত্রক এবং রাজ্য সরকারের কাছে এই সার্কুলার পাঠায়।
advertisement
9/9
প্রসঙ্গত, আধার কার্ডের তথ্য আপডেট এক ধরনের যাচাইকরণ ব্যবস্থা। দেশ জুড়ে একাধিক আধার জালিয়াতির ঘটনা সামনে এসেছে। সেই জালিয়াতদের বিরুদ্ধে লড়াই করতেই কেন্দ্র সরকার ১০ বছরে একবার আধার কার্ডের বিশদ আপডেট করা বাধ্যতামূলক করেছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এখনও আপডেট করেননি ? তাহলে কি বাতিল হয়ে যাবে Aadhaar Card ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল