TRENDING:

PM Kisan: কৃষকদের জন্য দারুন সুখবর! ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা ?

Last Updated:
বর্তমানে এই প্রকল্পের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। যা নিঃসন্দেহে কৃষকদের মুখে হাসি ফোটাবে।
advertisement
1/8
দারুন সুখবর! ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে প্রধানমন্ত্রী কিষাণের টাকা?
দেশের কৃষকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য বেশ কিছু প্রকল্প চালায় কেন্দ্রীয় সরকার। এমনই একটি আর্থিক প্রকল্প হল প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। যা পিএম কিষাণ যোজনা নামেও পরিচিত। দেশের কোটি কোটি কৃষক এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন। বর্তমানে এই প্রকল্পের পরিমাণ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। যা নিঃসন্দেহে কৃষকদের মুখে হাসি ফোটাবে।
advertisement
2/8
এমনিতে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার অধীনে কৃষকরা বার্ষিক ৬০০০ টাকা পেয়ে থাকেন। বছরে তিনটি কিস্তিতে ২০০০ টাকা করে পান তাঁরা।
advertisement
3/8
৫০ শতাংশ বাড়তে পারে পিএম কিষাণ সম্মান নিধি:
advertisement
4/8
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির পরিমাণ বাড়ানোর প্রস্তাব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দফতরের সামনে রাখা হয়েছে। সরকার এই প্রস্তাব মেনে নিলে ২০০০০ - ৩০০০০ কোটি টাকার বোঝা আরও বাড়বে। কারণ সম্মান নিধি প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে। যার ফলে ২০০০ - ৩০০০ টাকা বাড়তে পারে। তবে কবে থেকে বর্ধিত এই অর্থ কৃষকদের অ্যাকাউন্টে জমা হবে, সে বিষয়ে এখনও খোলসা করে বলা হয়নি।
advertisement
5/8
চার রাজ্যে নির্বাচনের আগে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে আশা। আসলে চলতি বছরের শেষের দিকে রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিসগঢ় এবং তেলঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
advertisement
6/8
এমএসপি-তে কেনাকাটা বাড়ানোর প্রস্তুতি: দেশ জুড়ে কৃষকদের দাবি, ফসলের এমএসপি কার্যকর হওয়ার পরে মাত্র কয়েকটি রাজ্যের কৃষকরা এই সুবিধা পেয়ে থাকেন। এই দাবি বিবেচনা করে সরকার এমএসপি-তে আরও ফসল কেনার প্রস্তুতি নিচ্ছে। এটা কৃষকদের আয় বৃদ্ধিতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
advertisement
7/8
কারা পিএম কিষাণের সুযোগ-সুবিধা পাবেন না? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার নিয়ম অনুযায়ী, স্বামী-স্ত্রী উভয়েই এই যোজনার সুবিধা নিতে পারবেন না। কেউ যদি সরকারের চোখে ধুলো দিয়ে এমনটা করেন, তাহলে ধরা পড়লে সরকার তাঁর থেকে সেই টাকা আদায় করে ভুয়ো বলে আখ্যা দেবে।
advertisement
8/8
কৃষক যদি কোনও কর দেন, তাহলে তিনি এই যোজনার সুবিধা পাবেন না। অন্য কারও থেকে জমি নিয়ে সেই জমি চাষ করলেও পিএম কিষাণের টাকা পাওয়া যাবে না। এছাড়া কৃষক কিংবা তাঁর পরিবারের কোনও সদস্য সাংবিধানিক পদে থাকলেও এই যোজনার সুবিধা পাবেন না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: কৃষকদের জন্য দারুন সুখবর! ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানো হতে পারে প্রধানমন্ত্রী কিষাণ যোজনার টাকা ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল