TRENDING:

Petrol-Diesel Price: বড়সড় স্বস্তি; কমতে চলেছে পেট্রোলের-ডিজেলের দাম ? কবে নাগাদ তারও আভাস দিলেন পেট্রোল মন্ত্রী!

Last Updated:
সিনবিসি আওয়াজ-এর সঙ্গে কথোপকথনে কেন্দ্রীয় পেট্রোল মন্ত্রী হরদীপ সিং পুরি সম্প্রতি দেশবাসীর জন্য এক আনন্দবার্তা দিয়েছেন।
advertisement
1/9
কমতে চলেছে পেট্রোলের-ডিজেলের দাম ? কবে নাগাদ তারও আভাস দিলেন পেট্রোল মন্ত্রী!
এলপিজি সিলিন্ডার, সোনা আর জ্বালানি তেল- এই কয়েক পণ্যে স্বস্তির মুখ দেখেনি দেশবাসী হয়ে গেল অনেক দিন। সব সময়েই এদের মূল্য থাকে উর্ধ্বমুখী। তবে এবার যা বলছেন কেন্দ্রীয় মন্ত্রী, তাতে করে হাঁফ ছাড়ার মতো একটা পরিসর তৈরি হতে চলেছে তা বলাই যায়।
advertisement
2/9
সিনবিসি আওয়াজ-এর সঙ্গে কথোপকথনে কেন্দ্রীয় পেট্রোল মন্ত্রী হরদীপ সিং পুরি সম্প্রতি দেশবাসীর জন্য এক আনন্দবার্তা দিয়েছেন। তিনি জানিয়েছেন যে জ্বালানি তেল, বিশেষ করে পেট্রোলের দাম পড়তে চলেছে। আশার আলো দেখা যেতে পারে ডিজেলের খাতেও।
advertisement
3/9
এই জায়গায় এসেই এবার দেখা দেয় সেই অনিবার্য জিজ্ঞাসা- মন্ত্রীর কথা সত্যি হবে কবে! এই বিষয়েও পুরি একেবারে নিরাশ করেননি, উত্তর দিয়েছেন, যদিও তা শর্তসাপেক্ষ।
advertisement
4/9
তিনি বলেছেন যে যদি চলতি ত্রৈমাসিকে জ্বালানি তেল সংস্থাগুলো ভাল লাভ করতে পারে, তাহলে তারা পণ্যের দাম কমানোর মতো সিদ্ধান্ত নিতেই পারে।
advertisement
5/9
তাঁর বিশ্বাস, আগামী দিনে দেশে পেট্রোল এবং ডিজেল দুইয়েরই দাম কমবে। একথা জোর দিয়ে বলার কারণ হিসেবে পুরি জানিয়েছেন যে বিগত এক বছরে বিশ্বে জ্বালানি তেলের দাম বাড়লেও ভারতে তা হয়নি, এই দেশ ভারসাম্য রাখতে সক্ষম হয়েছে।
advertisement
6/9
এটা মানতেই হবে যে মন্ত্রীর বক্তব্যে ভুল নেই, বিগত বছরে দেশে জ্বালানি তেলের দামে বড় একটা হেরফের হয়নি- দাম এক রাখা সম্ভব হয়েছে। তবে এই অভিযোগও উঠেছে একই সঙ্গে যে ক্রুড অয়েলের দাম পড়লেও দেশীয় সংস্থাগুলো জ্বালানি তেলের দাম কমায়নি।
advertisement
7/9
তাহলে কী লুকিয়ে রয়েছে ভবিষ্যতের গর্ভে? 
advertisement
8/9
এই বিষয়ে দেশের প্রায় সব জ্বালানি তেল সংস্থাগুলোর একটাই বক্তব্য- তারা পরিস্থিতির দিকে নজর রাখছে, অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে। বিগত ত্রৈমাসিকে তাদের লাভ হয়েছে, এবার চলতি ত্রৈমাসিকের ফলাফল প্রকাশের অপেক্ষা।
advertisement
9/9
যদিও লোকসানের দিকটাও উঠে এসেছে জ্বালানি তেল সংস্থাগুলোর বক্তব্যে। দেওয়া হচ্ছে ইন্ডিয়ান অয়েলের উদাহরণ, এদের সার্বিক লোকসানের খতিয়ান ৭৮ হাজার কোটি টাকা। জ্বালানি তেল সংস্থাগুলোর সামগ্রিক প্রেক্ষাপটে তা ১.৬৪ লক্ষ কোটি টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Petrol-Diesel Price: বড়সড় স্বস্তি; কমতে চলেছে পেট্রোলের-ডিজেলের দাম ? কবে নাগাদ তারও আভাস দিলেন পেট্রোল মন্ত্রী!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল