Pan-Aadhaar লিঙ্ক করার সময়সীমা কি ৩০ জুনের পর বাড়ানো হবে? দেখে নিন এখনই, নিশ্চিন্ত থাকতে পারবেন!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সময়সীমা ৩০ জুন হলেও প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা আরও বাড়ানো হবে কি না তা জানতে চেয়েছেন অনেকেই।
advertisement
1/10

প্যান ও আধার কার্ড লিঙ্ক করার শেষ তারিখ ৩০ জুন। এর মধ্যে লিঙ্ক না করলে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। আর প্যান নিষ্ক্রিয় হয়ে গেলে একাধিক আর্থিক পরিষেবা পেতে সমস্যার মুখে পড়তে হবে।
advertisement
2/10
বিশেষ করে যে সব জায়গায় প্যান কার্ড বাধ্যতামূলক। যেমন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ, ডিম্যাট অ্যাকাউন্ট খোলা এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের জন্য প্যান বাধ্যতামূলক।
advertisement
3/10
আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার জন্যে এখন ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে। এই জরিমানা আয়কর বিভাগে পৌঁছলে তবেই লিঙ্ক কার্যকর হবে। সময়সীমা ৩০ জুন হলেও প্যান-আধার লিঙ্ক করার সময়সীমা আরও বাড়ানো হবে কি না তা জানতে চেয়েছেন অনেকেই। এখানে দেখে নেওয়া যাক বিশেষজ্ঞরা কী বলছেন।
advertisement
4/10
সুজিত বাঙ্গার, প্রাক্তন আইআরএস অফিসার এবং ট্যাক্সবাডিডটকম-এর প্রতিষ্ঠাতা: আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার সময়সীমা শেষ হচ্ছে ৩০ জুন। অন্য দিকে, আইটিআর ফাইল করার সময়সীমা ৩১ জুলাই।
advertisement
5/10
অনেক ব্যবহারকারী এই সময়সীমাতে বিভ্রান্ত হতে পারেন। আইটিআর ফাইলিংয়ের সময়সীমার সঙ্গে মেলানোর জন্য সরকারের উচিত প্যান এবং আধার লিঙ্ক করার সময়সীমা বাড়ানো।
advertisement
6/10
সিএ রুচিকা ভগত, এমডি, নীরজ ভগত অ্যান্ড কোং: প্যান-আধার লিঙ্ক না হলে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। আয়কর রিটার্নও দাখিল করা যাবে না। ফলে উচ্চ হারে ট্যাক্স কাটা হবে।
advertisement
7/10
তাই সময়ের মধ্যে প্যান ও আধার লিঙ্ক করতেই হবে। নির্ধারিত তারিখ বাড়ানোর সম্ভাবনা কম। কারণ পর্যাপ্ত সময় দেওয়া হয়েছে। সুতরাং তারিখ বাড়ানোর জন্য অপেক্ষা না করে যত তাড়াতাড়ি সম্ভব প্যান এবং আধার লিঙ্ক করিয়ে নেওয়া উচিত।
advertisement
8/10
বিবেক আইয়ার, পার্টনার, গ্রান্ট থর্নটন ভারত: আরও বেশি মানুষ যাতে প্যান ও আধারের লিঙ্ক করাতে পারেন সে জন্য সময়সীমা ৪ মাস বাড়িয়ে অক্টোবরের শেষ পর্যন্ত করা হতে পারে। জরিমানার পরিমাণও একই থাকবে।
advertisement
9/10
সিএ আমোদ শুক্লা, স্বত্বাধিকারী, ত্যাগী শুক্লা অ্যান্ড কোং: সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেসের প্রকাশিত সাম্প্রতিক তথ্য অনুসারে, ২০২৩ সালের ফেব্রুয়ারি পর্যন্ত, ভারত সরকার ৬১০ মিলিয়নেরও বেশি প্যান কার্ড ইস্যু করেছে, যেখানে আধারের সঙ্গে সফলভাবে লিঙ্ক করা প্যান কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৪৮০ মিলিয়ন।
advertisement
10/10
ফলে করদাতাদের বড় অংশ সমস্যার মুখে পড়তে চলেছেন বলাই বাহুল্য। এর জন্য আরও ৩০ দিন সময়সীমা বাড়ালে ভাল হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Pan-Aadhaar লিঙ্ক করার সময়সীমা কি ৩০ জুনের পর বাড়ানো হবে? দেখে নিন এখনই, নিশ্চিন্ত থাকতে পারবেন!