Interest Rate: স্মল সেভিংস স্কিমের সুদের হার বাড়াতে পারে সরকার ? জেনে নিন
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
স্মল সেভিংস স্কিমে সুদের হার-
advertisement
1/8

PPF, NSC এর মতো অন্যান্য ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের জন্য বৃদ্ধি করতে পারে সরকার বলে অনুমান করা হচ্ছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, ট্রেন্ড অনুযায়ী, সুদের হার বৃদ্ধির প্রবল সম্ভাবনা রয়েছে ৷
advertisement
2/8
সুনিল সিনহা, অর্থনীতিবিদ এবং ইন্ডিয়া রেটিংস ও রিসার্চের সিনিয়র ডিরেক্টর জানিয়েছেন, ‘ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প যেমন পিপিএফ ও এনএসসি-র সুদের হার এখন মার্কেট লিঙ্কড এবং 10-year G-Sec yield এর সঙ্গে তাল মিলিয়ে চলে ৷ সেই অনুযায়ী, সুদের হার বাড়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
3/8
সিনিয়র এক ব্যাঙ্কার জানিয়েছেন, সরকার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দেশের অর্থনীতি এবং মুদ্রাস্ফীতিও পর্যবেক্ষণ করে। সাধারণত প্রত্যেক ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার পর্যবেক্ষণ করা হয় ৷
advertisement
4/8
বর্তমানে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার ৪ শতাংশ (পোস্ট অফিস সেভিংস ডিপোজিট) ও ৮.২ শতাংশের (সিনিয়র সিটিজেন সেভিং স্কিম) মধ্যে রয়েছে ৷
advertisement
5/8
স্মল সেভিংস স্কিমে সুদের হার-
advertisement
6/8
সেভিংস ডিপোজিট- ৪ শতাংশ১ বছরের পোস্ট অফিসের টাইম ডিপোজিট- ৬.৯ শতাংশ ২ বছরের পোস্ট অফিসের টাইম ডিপোজিট- ৭.০ শতাংশ ৩ বছরের পোস্ট অফিসের টাইম ডিপোজিট- ৭.৫ শতাংশ
advertisement
7/8
৫ বছরের পোস্ট অফিসের টাইম ডিপোজিট- ৭.৫ শতাংশ৫ বছরের রেকারিং ডিপোজিট- ৬.৭ শতাংশ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট- ৭.৭ শতাংশ কিষান বিকাশ পত্র ৭.৫ শতাংশ
advertisement
8/8
পাবলিক প্রভিডেন্ট ফান্ড ৭.১ শতাংশসুকন্যা সমৃদ্ধি যোজনা - ৮ শতাংশ সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম- ৮.২ শতাংশ মান্থলি ইনকাম অ্যাকাউন্ট- ৭.৪ শতাংশ
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Interest Rate: স্মল সেভিংস স্কিমের সুদের হার বাড়াতে পারে সরকার ? জেনে নিন