কয়েক দিনের অপেক্ষা…PPF, Sukanya Samriddhi স্কিম নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Small Savings Scheme: ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে প্রতি তিন মাস অন্তর সুদের হার পরিবর্তন করা হয়।
advertisement
1/7

পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে বিনিয়োগ করেন অনেকেই। তাঁদের জন্য কয়েকদিনের মধ্যেই বড় খবর আসতে চলেছে। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে প্রতি তিন মাস অন্তর সুদের হার পরিবর্তন করা হয়। খুব শীঘ্রই জুলাই সেপ্টেম্বর ত্রৈমাসিকের জন্য নয়া হার ঘোষণা করবে কেন্দ্র সরকার।
advertisement
2/7
এপ্রিল-জুন ত্রৈমাসিকে কোনও পরিবর্তন হয়নি: বলে রাখা ভাল, ২০২৪ সালের ১ এপ্রিল থেকে নতুন আর্থিক বছর শুরু হয়েছে। নয়া অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে বিভিন্ন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হারে কোনও পরিবর্তন করেনি সরকার।
advertisement
3/7
তবে দ্বিতীয় ত্রৈমাসিকে কিছু স্কিমে বড়সড় পরিবর্তন করা হতে পারে বলে মনে করা হচ্ছে। আর্থিক বিশেষজ্ঞরা মনে করছেন, পাবলিক প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা সমৃদ্ধি যোজনার মতো কয়েকটি ক্ষুদ্র সঞ্চয় স্কিমে সুদের হার বাড়াতে পারে কেন্দ্র সরকার।
advertisement
4/7
কোন স্কিমে সুদের হার কত: পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফে আগের মতোই ৭.১ শতাংশ হারে সুদ দেওয়া হচ্ছে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় বিনিয়োগের উপর ৮.২ শতাংশ হারে সুদ দেয় কেন্দ্র সরকার। ৩ বছরের স্থায়ী আমানতে সুদের হার ৭.১ শতাংশ।
advertisement
5/7
কিষাণ বিকাশ পত্রে বর্তমানে ৭.৫ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। এই স্কিমে ১১৫ মাস বিনিয়োগের দ্বিগুণ রিটার্ন পাওয়া যায়। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা এনএসসি-তে ২০২৪-এর ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত সুদের হার ৭.৭ শতাংশ। মাসিক আয় প্রকল্পের সুদের হার বর্তমান ত্রৈমাসিকের হিসেবে ৭.৪ শতাংশ।
advertisement
6/7
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেপো রেটে কোনও পরিবর্তন করেনি: সম্প্রতি মুদ্রানীতি কমিটির বৈঠকে রেপো রেট ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কেন্দ্রীয় ব্যাঙ্ক টানা অষ্টমবারের জন্য রেপো হারে কোনও পরিবর্তন না করে ৬.৫ শতাংশ রেখেছে।
advertisement
7/7
এর সঙ্গে জমা সুবিধা ৬.২৫ শতাংশ, প্রান্তিক ফিক্সড ফ্যাসিলিটি রেট এবং ব্যাঙ্ক রেট ৬.৭৫ শতাংশ রাখা হয়েছে। এখানে বলে রাখা ভাল, বাণিজ্যিক ব্যাঙ্কগুলি তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে কেন্দ্রীয় ব্যাঙ্কের থেকে যে হারে ঋণ নেয় সেটাকেই রেপো রেট বলা হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
কয়েক দিনের অপেক্ষা…PPF, Sukanya Samriddhi স্কিম নিয়ে বড় সিদ্ধান্ত নিতে চলেছে সরকার