TRENDING:

Gold Price in Dhanteras: ধনতেরসে সোনা কিনবেন ভাবছেন? ওই সময় সোনার দাম বাড়বে না কমবে ?

Last Updated:
সোনায় বিনিয়োগ করার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের মধ্যে। ধনতেরসের সময় সোনার মূল্য কত হতে পারে এখন সেটাই বড় প্রশ্ন।
advertisement
1/9
ধনতেরসে সোনা কিনবেন ভাবছেন? ওই সময় সোনার দাম বাড়বে না কমবে ?
শুরু হয়ে গিয়েছে উৎসবের মরশুম, সারা দেশ জুড়ে। দীপাবলির আগে কৃষ্ণত্রয়োদশী তিথিকে এখন উত্তর-পশ্চিম ভারতের সঙ্গে সারা দেশেই ধনতেরস হিসেবে পালন করা হয়। মনে করা হয় এই দিনে ধনদেবতা কুবের এবং দেবী লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে ধনৈশ্বর্য লাভ করা যায়।
advertisement
2/9
এই দিনে সোনা, রুপো এবং অন্য ধাতু কেনার প্রতি মানুষের ঝোঁক বেড়েছে গত কয়েক বছরে।
advertisement
3/9
এর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা গল্পকথা। অনেকটা বাংলার বেহুলার মতোই সেই গল্প। মাত্র ষোলো বছরের রাজা হিমাকে সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা করেছিলেন তাঁর নবপরিণীতা স্ত্রী। বাসর ঘরের দরজা তিনি আটকে দিয়েছিলেন সোনা, রুপোর স্তূপ দিয়ে। প্রবেশ করতে পারেননি যমরাজ। তা থেকেই এই ধনত্রয়োদশী পালনের সূচনা।
advertisement
4/9
এই বছর ২৩ অক্টোবর পালিত হবে ধনত্রয়োদশী। সারা ভারতেই মানুষ সোনা কিনতে আগ্রহী হবেন তখন। আসলে এই মুহূর্তে শুধু গয়না নয়, বরং অন্য নানা উপায়ে সোনায় বিনিয়োগ করার প্রতি আগ্রহ বাড়ছে মানুষের মধ্যে। ধনতেরসের সময় সোনার মূল্য কত হতে পারে এখন সেটাই বড় প্রশ্ন।
advertisement
5/9
সোনার দাম: মনে করা হচ্ছে আসন্ন দীপাবলির মধ্যে, প্রতি গ্রাম সোনার দাম প্রায় ৫৩,০০০ টাকা পর্যন্ত হতে পারে। ওই সময়ের মধ্যে রুপোর দাম পৌঁছতে পারে ৬৩,০০০ টাকা প্রতি কেজি দরে।
advertisement
6/9
স্বর্ণমুদ্রার দাম: সাধারণত ধনতেরসে সব থেকে বেশি চাহিদা থাকে স্বর্ণমুদ্রার। বিশেষজ্ঞরা মনে করছেন এই বছর প্রায় ২ শতাংশ বাড়তে পারে স্বর্ণমুদ্রার দাম। শুধু তো ধনতেরস নয়। আসলে দীপাবলির পরই অগ্রহায়ণ মাসে শুরু হবে বিবাহ মরশুম। তাই সোনার চাহিদা ক্রমশ বাড়বে। ভারতে এই সময় সোনার জোগান কম থাকায় দাম বাড়ছে।
advertisement
7/9
বিনিয়োগের সময়: ভারতে সোনার বাজার বাড়ছে। সূত্রের খবর বেশ কিছু সংস্থা নতুন করে কাজ শুরু করতে চাইছে। ক্রমশ দাম বাড়ছে তাই বোঝাই যাচ্ছে এই সময় বিনিয়োগ করতে পারলে ভবিষ্যতে ভাল লাভ পাওয়া সম্ভব হবে।
advertisement
8/9
পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় এই বছর ভারতের ক্রেতাদের কাছে ১০ শতাংশ কম সোনা থাকছে। দীপাবলি ও ধনতেরসের জন্য প্রতি বছর কয়েক টন সোনা রাখা হলেও এবার তার পরিমাণ খুব কম। পরিস্থিতির উন্নতি না হলে সোনার দাম আকাশ ছুঁতে পারে।
advertisement
9/9
তাই এই সময় সোনায় বিনিয়োগ করা নিরাপদ। বিশ্ব অর্থনীতি এখনও অস্থির। যদিও সোনার দাম যে কোনও সময় উঠতে বা পড়তে পারে। তাই সোনায় বিনিয়োগ করার আগে সব সময় একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price in Dhanteras: ধনতেরসে সোনা কিনবেন ভাবছেন? ওই সময় সোনার দাম বাড়বে না কমবে ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল