চেকে টাকার অঙ্ক লিখেই কেন লেখা হয় Only? অনেকেই জানেন না আসল কারণ
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
cheque; কেন চেকে টাকার অঙ্কের পর লিখতে হয় Only! জেনে নিন।
advertisement
1/6

চেকে টাকার অঙ্ক লিখে only শব্দটা তো সবাই লেখেন। এই শব্দের মানে কী? অনেকেই জানেন না হয়তো।
advertisement
2/6
চেকের মাধ্যমে অনেকেই নিয়মিত লেনদেন করেন। চেকে টাকার অঙ্ক লেখার পর ONLY শব্দটি লিখে দেন। তবে কেন এই শব্দ লেখা হয়, তা অনেকেই জানেন না হয়তো।
advertisement
3/6
কারও নামে চেক কেটে দিলে টাকার অঙ্কের ঠিক পরেই ন শব্দটি জুড়ে দিতে হয়। এর পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ এক কারণ।
advertisement
4/6
আসলে Only শব্দটি লেখা হয় মূলত প্রতারণা আটকাতে। Only শব্দটি লেখা থাকলে আপনাকে প্রতারিত করতে পারবে না কেউ।
advertisement
5/6
ধরুন আপনি কারও নামে ২৫ হাজার টাকার চেক কেটে দিলেন। টাকার অঙ্কে লিখলেন- twenty five thousand only. অর্থাৎ ২৫ হাজার টাকার পর আর কেউ কোনও শব্দ বসাতে পারবে না এই Only শব্দটি থাকায়। ফলে আপনি প্রতারিত হবেন না।
advertisement
6/6
চেকে সংখ্যায় টাকার অঙ্ক লেখার পরও তাই একটি স্ল্যাস বা দাগ কেটে দিতে হয়। এতে পরে আর কোনও অক্ষর বা শব্দ কেউ বসাতে পারবে না।