TRENDING:

Noel Tata: টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন নোয়েল টাটা, নয়া দায়িত্ব পেয়ে কী বললেন রতন টাটার সৎ ভাই?

Last Updated:
নোয়েল টাটা জানিয়েছেন যে, আপাতত নয়া চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে তিনি টাটা গ্রুপ এবং রতন টাটার উত্তরাধিকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন।
advertisement
1/7
টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত নোয়েল টাটা, নয়া দায়িত্ব পেয়ে কী বললেন?
সম্প্রতি প্রয়াত হয়েছেন রতন টাটা। এদিকে টাটা ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন নোয়েল টাটা। আসলে তিনি রতন টাটার জায়গা নিতে চলেছেন। নোয়েল টাটা সম্পর্কে আবার রতন টাটার সৎ ভাই। নোয়েল টাটা জানিয়েছেন যে, আপাতত নয়া চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়ে তিনি টাটা গ্রুপ এবং রতন টাটার উত্তরাধিকারকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এমনকী, সহকর্মী ট্রাস্টিদের কাছ থেকে এই দায়িত্ব পেয়ে যে তিনি আপ্লুত এবং সম্মানিত বোধ করছেন বলেও জানালেন।
advertisement
2/7
টাটা ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পরে নোয়েল টাটা বলেন যে, সহকর্মী ট্রাস্টিরা আমার উপর বিশ্বাস রেখে এই দায়িত্ব সঁপে দিয়েছেন। আর সেটা পেয়ে আমি গভীর ভাবে সম্মানিত এবং আপ্লুতও। তাই রতন এন টাটা এবং টাটা গ্রুপের অন্য প্রতিষ্ঠাতাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে তাকিয়ে রয়েছি। এক শতকেরও আগে প্রতিষ্ঠিত টাটা ট্রাস্ট হল সমাজের ভালর জন্য এক অনন্য মাধ্যম।
advertisement
3/7
আর এই শুভ অনুষ্ঠানে আমরা আমাদের উন্নয়নমূলক এবং জনহিতকর উদ্যোগগুলিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং দেশ গঠনে আমাদের ভূমিকা পালন করার জন্য নিজেদেরকে পুনরায় উৎসর্গ করি। টাটা ট্রাস্টের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে যে, টাটা ট্রাস্টের বিভিন্ন ট্রাস্টিরা মিলে মুম্বইয়ে একটি যৌথ বৈঠক করেছে। টাটা ট্রাস্টের চেয়ারম্যান রতন এন টাটার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন তাঁরা। সেই সঙ্গে টাটা গ্রুপের প্রতি তথা দেশ গঠনে তাঁর অবদানের কথাও স্মরণ করেছে। Photo: PTI
advertisement
4/7
এর কিছু পরেই আলাদা একটি বৈঠক হয়েছে। যেখানে সর্বসম্মত ভাবে এই সিদ্ধান্ত হয়েছে যে, টাটা ট্রাস্ট গঠনকারী একাধিক ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হবে নোয়েল নভল টাটাকে। সেই সঙ্গে টাটা ট্রাস্টসের চেয়ারম্যান হিসেবেও মনোনীত করা হয়েছে তাঁকে। আর নোয়েল টাটার এই নিয়োগ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
advertisement
5/7
রতন টাটা অবিবাহিত ছিলেন। ফলে তাঁর কোনও সন্তান নেই। এমনকী, টাটা ট্রাস্টসের উত্তরাধিকারী হিসেবেও কারও নাম করেননি তিনি। এদিকে নোয়েলের নিযুক্ত বেশ গুরুত্বপূর্ণ। কারণ টাটা ট্রাস্টসের ৬৬ শতাংশ স্টেক রয়েছে টাটা সন্স-এ। এটা হল মূলত টাটা ব্র্যান্ডের অধীনস্থ একাধিক সংস্থার হোল্ডিং কোম্পানি। যা দেড়শো বছরেরও বেশি পুরনো।
advertisement
6/7
নোয়েল টাটার পরিচয়: রতন টাটার বাবা নভল টাটা এবং সিমোন টাটার পুত্র ৬৭ বছর বয়সি নোয়েল টাটা। ফলে সম্পর্কে তিনি রতন টাটার সৎ ভাই। স্যার রতন টাটা ট্রাস্ট এবং স্যার দোরাবজি টাটা ট্রাস্টের বোর্ডে রয়েছেন নোয়েল টাটা। কনজিউমার গুডস, হোটেল, অটোমোবাইল এবং এয়ারলাইন্স সেক্টরে ৩০টি সংস্থা চলে পেরেন্ট কোম্পানি টাটা সন্সের তত্ত্বাবধানে। আর বছরের পর বছর ধরে রীতিমতো বিশাল আকার ধারণ করেছে সেটি।
advertisement
7/7
Jaguar Land Rover এবং Tetley Tea-এর মতো ব্র্যান্ডের মালিকানাও রয়েছে। সেই সঙ্গে Tata Consultancy Services, Taj Hotels এবং Air India-র মালিকানা রয়েছে। এছাড়া ভারতে Starbucks এবং Airbus-এর সঙ্গে রয়েছে এর অংশীদারিত্ব।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Noel Tata: টাটা ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন নোয়েল টাটা, নয়া দায়িত্ব পেয়ে কী বললেন রতন টাটার সৎ ভাই?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল