আপনার বয়স অনুযায়ী LIC-র কোন স্কিম কিনবেন? তালিকা দেখে নিন এক নজরে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
যে স্কিমেই বিনিয়োগ করা হোক না কেন, পোর্টফোলিও-তে যেন জীবন বিমা থাকে। এমনই পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা।
advertisement
1/9

যে স্কিমেই বিনিয়োগ করা হোক না কেন, পোর্টফোলিও-তে যেন জীবন বিমা থাকে। এমনই পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। সুখী ও নিরাপদ জীবনযাপনের জন্য এটা অপরিহার্য। জীবন বিমার গুরুত্ব অসীম। এটা মৃত্যুর পর পরিবার বা প্রিয়জনদের আর্থিক নিরাপত্তা প্রদান করে।
advertisement
2/9
এ দেশে অনেকেই জীবন বিমাকে বাড়তি খরচ মনে করেন। কিন্তু তাঁদের নিজেকে দুটি প্রশ্ন করা উচিত। এক, মৃত্যুর পর পরিবার বা প্রিয়জনদের কী হবে? দুই, পরিবারের একক উপার্জনকারী হলে বাকি সদস্যদের কীভাবে চলবে?
advertisement
3/9
এই দুটি প্রশ্নের যদি কোনও উত্তর না থাকে, তাহলে জীবন বিমা পলিসি করতেই হবে। এটাই হল উত্তর। ভারতে জীবন বিমার কথা উঠলে একটি কোম্পানির নামই সবার আগে মাথায় আসে- এলআইসি। জীবন বিমার সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড। এর এত রকম স্কিম আছে যে সেরাটা বেছে নেওয়া কঠিন। এখানে কভারেজ পলিসির মেয়াদের ভিত্তিতে সেরা ৫টি এলআইসি পলিসির তালিকা দেওয়া হল।
advertisement
4/9
এলআইসি জীবন অমর: ২০১৯ সালে এলআইসি চালু করে জীবন অমর পলিসি। এতে কোনও রিটার্ন মেলে না। পলিসি হোল্ডারের মৃত্যুতে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। ১৮ থেকে ৬৫ বছর বয়সের যে কেউ এই পলিসি কিনতে পারেন।
advertisement
5/9
পলিসির মেয়াদ সর্বনিম্ন ১০ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। সর্বনিম্ন সাম অ্যাসিওর্ডের পরিমাণ ২৫ লক্ষ। সর্বোচ্চ কোনও সীমা নেই। যেহেতু এই স্কিমে কোনও রিটার্ন পাওয়া যাবে না, শুধুই বিমা, তাই ৩০ বছর বয়সে পলিসি কেনাই ভাল।
advertisement
6/9
এলআইসি টেক টার্ম প্ল্যান: এলআইসি টেক টার্ম ‘অনলাইন টার্ম অ্যাসিউরেন্স পলিসি’। দুর্ভাগ্যজনক মৃত্যুতে পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়। কোনও রিটার্ন মেলে না। ১৮ থেকে ৬৫ বছর বয়সের যে কেউ এই পলিসি কিনতে পারেন। তবে ৩০ বছর বয়সেই এই প্ল্যান কেনার পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। সর্বনিম্ন সাম অ্যাসিওর্ডের পরিমাণ ৫০ লক্ষ। সর্বোচ্চ কোনও সীমা নেই।
advertisement
7/9
এলআইসি নিউ চিলড্রেন মানি ব্যাক পলিসি: শিশুর উচ্চশিক্ষা, বিবাহ এবং অন্যান্য প্রয়োজন মেটাতে এই পলিসি এনেছে এলআইসি। এতে মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত লাইফ রিস্ক কভার এবং সারভাইভাল বেনিফিট পাওয়া যায়। ০ থেকে ১২ বছর বয়সী শিশুর নামে পলিসি কেনা যায়। পলিসির মেয়াদ ২৫ বছর। তাই সন্তানের ১ বছর বয়সের আগেই এই পলিসি কেনার পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। সর্বনিম্ন সাম অ্যাসিওর্ডের পরিমাণ ১ লাখ।
advertisement
8/9
এলআইসি নিউ জীবন আনন্দ প্ল্যান: এলআইসির সবচেয়ে জনপ্রিয় এবং বিক্রি হওয়া পলিসি এটা। সঞ্চয় এবং আর্থিক সুরক্ষা, দুইই মেলে। ট্যাক্স ছাড়ও পাওয়া যায়। ১৮ থেকে ৫০ বছর বয়সের যে কেউ এই পলিসি কিনতে পারেন। তবে আর্থিক বিশেষজ্ঞরা ২০ বছর বয়সেই এই পলিসি কেনার পরামর্শ দেন। পলিসির বিপরীতে লোনও পাওয়া যায়।
advertisement
9/9
এলআইসি জীবন উমঙ্গ: এই পলিসিতেও সঞ্চয় এবং আর্থিক নিরাপত্তার সুবিধা মেলে। ১০০ বছরের লাইফ কভার দেওয়া হয়। ৩ মাস বয়সেই এই পলিসি কেনা যায়। যেহেতু ১০০ বছরের লাইফ কভার এবং সঞ্চয় সুবিধা রয়েছে তাই ১ বছর বয়সের মধ্যেই এই পলিসি কেনার পরামর্শ দেন আর্থিক বিশেষজ্ঞরা। পলিসির বিপরীতে লোন পাওয়া যায়। ট্যাক্স ছাড়ের সুবিধাও মেলে।