SSY না SIP- কন্যাসন্তানের জন্য কোন স্কিম সেরা বিকল্প? জানুন সমস্ত খুঁটিনাটি
- Published by:Dolon Chattopadhyay
- trending-desk
- Written by:Trending Desk
Last Updated:
SIP vs SSY: সেভাবে দেখলে SSY এবং SIP, দুটিই বিনিয়োগের বেশ ভাল মাধ্যম। এবার এদের মধ্যে থেকে যদি কন্যাসন্তানের পিতা বা মাতাকে যে কোনও একটি বেছে নিতে বলা হয়, তাঁরা সমস্যায় তো পড়বেনই!
advertisement
1/9

[caption id="attachment_2034967" align="alignnone" width="1200"] সেভাবে দেখলে SSY এবং SIP, দুটিই বিনিয়োগের বেশ ভাল মাধ্যম। এবার এদের মধ্যে থেকে যদি কন্যাসন্তানের পিতা বা মাতাকে যে কোনও একটি বেছে নিতে বলা হয়, তাঁরা সমস্যায় তো পড়বেনই!</dd> <dd>[/caption]
advertisement
2/9
আসলে, এখনও আমাদের দেশে কন্যাসন্তানের বিবাহের ভার তাঁদের অভিভাবকদের জন্য এক বড় চিন্তা। এর সঙ্গে শিক্ষার খরচ তো আছেই। সব মিলিয়ে মেয়ের হাতে যদি কিছু তুলে দিতে হয়, তাহলে বিনিয়োগ ছাড়া সঞ্চয় বৃদ্ধি করার আর কোনও পথ খোলা নেই মধ্যবিত্তের কাছে।
advertisement
3/9
এবার এই দুই স্কিমের মধ্যে যদি তুলনা চলে, তাহলে সবার আগে যে ব্যাপারটা মাথায় আসে তা হল নিরাপত্তা। অনেকেই বলবেন যে SSY বা সুকন্যা সমৃদ্ধি যোজনা সরকারি স্কিম, ফলে তা ঝুঁকিমুক্ত। অন্য দিকে, SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট স্কিম নিয়ে অনেকের মনেই বাজারের ওঠাপড়ার ভয় থাকে।
advertisement
4/9
কিন্তু এও তো অস্বীকার করা যাবে না যে কন্যাসন্তানের দুটি স্কিমই ভাল। অতএব, এক নজরে দেখে নেওয়া যাক এর মধ্যে কন্যাসন্তানের জন্য কোন স্কিম সেরা বিকল্প হতে পারে।
advertisement
5/9
কন্যাসন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য তাদের ছোটবেলা থেকেই বিনিয়োগ শুরু করা প্রয়োজন। এর জন্য SSY-তে বিনিয়োগ করা যেতে পারে এবং এর থেকে প্রতি বছরে ৮.২% হারে সুদ পাওয়া যেতে পারে। SSY-তে বিনিয়োগ, রিটার্ন এবং ম্যাচিউরিটির ক্ষেত্রে কোনও রকম ট্যাক্স দিতে হয় না।
advertisement
6/9
কন্যাসন্তানের বয়স যখন ১০ বছর, তখন থেকে SSY-তে প্রতি মাসে ৫০০০ টাকা করে বিনিয়োগ শুরু করলে ২১ বছরে ২৭.৭১ লাখ টাকা পাওয়া যেতে পারে।
advertisement
7/9
অন্য দিকে, SIP-তে বিনিয়োগ করলে প্রতি বছরে ১২% হারে সুদ পাওয়া যেতে পারে।কিন্তু, SIP-তে বিনিয়োগের ক্ষেত্রে একটি কথা মাথায় রাখা প্রয়োজন। এখানে সুদের হার বাজারের ওঠানামার উপরে নির্ভর করে।SIP-তে প্রতি মাসে ৫০০০ টাকা করে বিনিয়োগ করলে ১৫ বছর পরে মোট ২৫.২২ লাখ টাকা পাওয়া যেতে পারে।SSY-তে রিটার্ন সুরক্ষিত এবং ট্যাক্স ফ্রি, কিন্তু SIP-তে রিটার্ন বাজারের উপরে নির্ভর করে।SSY-তে বিনিয়োগের ক্ষেত্রে ট্যাক্স ছাড়, স্থির সুদ এবং গ্যারান্টিযুক্ত রিটার্নের সুবিধা পাওয়া যেতে পারে।যদিও, SIP-তে হাই রিটার্ন এবং টাকার কস্ট এভারেজিংয়ের সুবিধা পাওয়া যেতে পারে।
advertisement
8/9
এক্ষেত্রে মাথায় রাখা প্রয়োজন যে, কন্যাসন্তানের বড় হওয়া পর্যন্ত মোটা টাকার ফান্ড গড়ে তোলার জন্য একটানা লম্বা সময় পর্যন্ত বিনিয়োগ করে যেতে হবে।
advertisement
9/9
SSY এবং SIP-র মধ্যে থেকে একটি বেছে নেওয়ার ক্ষেত্রে তাই নিজেদের প্রয়োজনের উপরে নজর দিতে হবে। এক্ষেত্রে নিজেদের প্রয়োজন অনুযায়ী যে কোনও একটি বেছে নেওয়া যেতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SSY না SIP- কন্যাসন্তানের জন্য কোন স্কিম সেরা বিকল্প? জানুন সমস্ত খুঁটিনাটি