কত টাকা কত বছরের জন্যে রাখলে পাবেন ১৬.৬ লক্ষ টাকা ?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
এই স্কিমে ন্যূনতম ১০০ টাকা বা ১০ টাকার গুণিতকে বিনিয়োগ করা যায়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও উর্ধ্বসীমা নেই।
advertisement
1/7

পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে বর্তমানে ৬.২ শতাংশ হারে সুদ মিলছে। এই স্কিমে ন্যূনতম ১০০ টাকা বা ১০ টাকার গুণিতকে বিনিয়োগ করা যায়। সর্বোচ্চ বিনিয়োগের কোনও উর্ধ্বসীমা নেই।
advertisement
2/7
পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে অ্যাকাউন্ট খোলার তারিখ থেকে ৫ বছরের মাথায় আমানত ম্যাচিউর হয়। সংশ্লিষ্ট পোস্ট অফিসে আবেদনের মাধ্যমে এই মেয়াদ আরও ৫ বছর বাড়ানো যায়।
advertisement
3/7
আরডি-তে মাসে ৫ হাজার টাকা জমা দিলে কত মিলবে: পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে প্রতি মাসে ৫ হাজার টাকা জমা দিলে ৫ বছরে হয় ৩.৫২ লক্ষ টাকা। অ্যাকাউন্টের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে দিলে অর্থাৎ ১০ বছরে মোট কর্পাস হবে ৮.৩২ লক্ষ টাকা।
advertisement
4/7
আরডি-তে মাসে এক হাজার টাকা জমা দিলে কত মিলবে: হিসেব বলছে, পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে মাসে ১ হাজার টাকা অবদান রাখলে ৫ বছরে ৭০,৪৩১ টাকা জমা হবে। অ্যাকাউন্টের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে দিলে অর্থাৎ ১০ বছরে মোট কর্পাস হবে ১.৬৬ লক্ষ টাকা।
advertisement
5/7
আরডি-তে মাসে ১০ হাজার টাকা জমা দিলে কত মিলবে: গণনায় দেখা যাচ্ছে, পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে মাসে ১০ হাজার টাকা অবদান রাখলে ৫ বছরে ৭.০৪ লক্ষ টাকা জমা হবে। অ্যাকাউন্টের মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে দিলে অর্থাৎ ১০ বছরে মোট কর্পাস হবে ১৬.৬ লক্ষ টাকা।
advertisement
6/7
পোস্ট অফিসে রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট কারা খুলতে পারেন: পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট কোনও ব্যক্তি একক বা যৌথভাবে (৩ জন প্রাপ্তবয়স্ক বা ১০ বছরের বেশি বয়সী নাবালক) খুলতে পারেন। অ্যাকাউন্টধারী যদি কোনও মাসে নির্ধারিত সময়ে টাকা জমা দিতে না পারেন তাহলে প্রতি ১০০ টাকায় ১ টাকা জরিমানা করা হয়। পরপর চার মাস টাকা জমা না করলে অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।
advertisement
7/7
বর্ধিত অ্যাকাউন্টেও একই হারে সুদ পাওয়া যায়। তবে বর্ধিত অ্যাকাউন্ট যে কোনও সময় বন্ধ করে দেওয়া যায়। পোস্ট অফিসের ওয়েবসাইট অনুযায়ী, বর্ধিত অ্যাকাউন্টে এক বছরের কম সময়ের জন্য, পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের সুদের হার প্রযোজ্য হবে।