SIP নিয়ে চিন্তিত! কোন পরিস্থিতিতে বন্ধ করে দেবেন বিনিয়োগ, দেখে নিন!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
অনেক সময়ই প্রত্যাশা অনুযায়ী ফল পাওয়া যায় না। তখন SIP বিনিয়োগগুলির বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, তা নিয়ে অনেকেই সন্দিহান।
advertisement
1/5

বাজার অর্থনীতির উপর দৃষ্টি রেখে বিনিয়োগ করাই সব থেকে বুদ্ধিমানের কাজ। সেক্ষেত্রে একটি ‘সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান’ বা এসআইপি হল দীর্ঘমেয়াদে নিশ্চিত সম্পদ তৈরি করার দুর্দান্ত উপায়। এই ক্ষেত্রে ধারাবাহিক ভাবে বিনিয়োগ করা যেতে পারে। এবং তাতে আর্থিক শৃঙ্খলাও তৈরি হয়। এতে বিনিয়োগের সামগ্রিক খরচ কমানোও যেতে পারে।
advertisement
2/5
কিন্তু অনেক সময়ই প্রত্যাশা অনুযায়ী ফল পাওয়া যায় না। তখন এসআইপি বিনিয়োগগুলির বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, তা নিয়ে অনেকেই সন্দিহান। জেনে নেওয়া যাক বিস্তারিত—
advertisement
3/5
এসআইপি বিনিয়োগ বন্ধ করার সঠিক সময়:
advertisement
4/5
প্রতিটি এসআইপি-ই যে কোনও বিনিয়োগে সাময়িক বিরতি দেওয়ার অনুমতি দেয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায় বিনিয়োগকারী এই সুবিধাটি নিতে পারেন না। ভুল বোঝাবুঝির কারণে এর অপব্যবহার করা হয়। অস্থির এবং কঠিন বাজার পরিস্থিতিতে বিপুল সংখ্যক বিনিয়োগকারী এসআইপি বিনিয়োগ বন্ধ রাখেন। কিন্তু এটি সঠিক পদক্ষেপ নয়, সেকথা বলা যেতেই পারে। বিশেষজ্ঞদের পরামর্শ, কঠিন বাজার পরিস্থিতিতেও ধৈর্য ধরে এসআইপি বিনিয়োগ চালিয়ে যেতে হবে। বাজারের নিম্নমুখিতার সময়ে বিনিয়োগ অব্যাহত রাখলে আরও বেশি ইউনিট জমা করা যায়। পরে বাজার চাঙ্গা হলে দীর্ঘমেয়াদে ভাল মুনাফা দিতে পারে। একমাত্র নিজের অর্থনৈতিক কোনও সঙ্কট উপস্থিত হলেই এসআইপি-তে বিরতি নেওয়া উচিত। তবে তা যেন সাময়িক হয়। নিজেকে কিছুটা সময় দিয়ে গুছিয়ে নিতে হবে। তারপর আবার এসআইপি চালিয়ে নেওয়া যেতে পারে।
advertisement
5/5
এসআইপি পরিবর্তন করার সময়: সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান-এর আরেকটি বড় সুবিধা হল এটি অত্যন্ত নমনীয়। এসআইপি বিনিয়োগের মাধ্যমে, কোনও ব্যক্তি যে তহবিলে বিনিয়োগ করতে চান সেগুলি যেমন পছন্দ মতো বেছে নিতে পারেন, তেমনই ইচ্ছে মতো পরিবর্তন করতেও পারেন৷ ধরা যাক, যদি কেউ ইক্যুইটি ফান্ডে বিনিয়োগ করে থাকেন তবে কিছু সময়ের জন্য ডেট ফান্ডে ঘুরে এসে আবার ইক্যুইটিতে স্থিত হতে পারেন। বাজার সংশোধনের সময় এসআইপি বিনিয়োগ ‘শাফল’ করা যেতে পারে। এতে কঠিন বাজার পরিস্থিতির সময় নিজেকে আর্থিক ক্ষতি থেকে দূরে রাখা যেতে পারে। তবে পন্থা যাই হোক না কেন, বাজার যেমনই চলুক- নিজের সম্পদ নিশ্চিত করতে বিনিয়োগে বিরতি দেওয়া ঠিক হবে না।