PM Kisan যোজনার ১৫ তম কিস্তির টাকা আসবে শীঘ্রই! তার আগেই জরুরি এই পদক্ষেপ
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
কৃষকদের অ্যাকাউন্টে কবে আসবে আগামী কিস্তির টাকা ?
advertisement
1/8

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পাওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। কিন্তু এই প্রকল্প থেকে বঞ্চিত কৃষকদের সুবিধার জন্য একাধিক পদক্ষেপ করছে সরকার। এরমধ্যে রয়েছে ক্যাম্প করে সহায়তা প্রদানের ব্যবস্থাও।
advertisement
2/8
১৫ সেপ্টেম্বর বিহারের বক্সার জেলায় একদিনের শিবিরের আয়োজন করা হয়েছে। এই বিষয়ে, কৃষি কর্মকর্তা গোপালজি প্রসাদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার পঞ্চদশতম কিস্তির টাকা ভারত সরকারের তরফে ২০২৩ সালের অক্টোবরের মাসের দ্বিতীয় সপ্তাহে পরিশোধ করা হবে বলে প্রস্তাব দেওয়া হয়েছে।
advertisement
3/8
এই কারণে, কৃষি বিভাগ ৩০ সেপ্টেম্বরের আগে একটি ক্যাম্পের আয়োজন করবে। সেই ক্যাম্প থেকেই উপভোক্তাদের আবেদনের ভুলত্রুটি সমাধান করবে। সেই লক্ষ্যেই ১৫ সেপ্টেম্বর সিমরি, চাক্কি, ব্রহ্মপুর এবং ডুমরাঁ ব্লকের ই-কিষান ভবনে একটি শিবিরের আয়োজন করা হবে।
advertisement
4/8
কৃষি সমন্বয় আধিকারিক রাজীব রঞ্জন জানিয়েছেন, কিষান সম্মান নিধি যোজনার সুবিধাগুলি পেতে গেলে ই-কেওয়াইসি, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার এবং NPCI-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা বাধ্যতামূলক। লিঙ্ক করা না থাকলে কৃষকরা প্রকল্পের সুবিধা পাবেন না।
advertisement
5/8
যেসমস্ত কৃষক প্রকল্পের কিস্তি পাচ্ছেন না, তাঁরা এই কারণেই পাচ্ছেন না। তবে, ১৫ সেপ্টেম্বর ই-কিষান ভবনে সকাল ১১ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কৃষকদের জন্য একটি শিবিরের আয়োজন করা হবে। এই শিবির থেকেই সমস্ত আবেদনকারী তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ই-কেওয়াইসি, আধার, এনপিসিআই-এর সাথে লিঙ্ক করতে পারবেন।
advertisement
6/8
কৃষি সমন্বয়কারী রাজীব রঞ্জন জানান, জেলা কৃষি অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গোটা বক্সার জেলায় মোট ৮২ হাজার কৃষক এই প্রকল্পের সুবিধাভোগী রয়েছে। যার মধ্যে মাত্র ৯ হাজার উপভোক্তা তাঁদের অ্যাকাউন্টে প্রাপ্ত অর্থ সময়মতো পাচ্ছেন।
advertisement
7/8
অনেক কৃষক রয়েছেন যাঁদের নথিতে ত্রুটির কারণে এই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। কৃষি সমন্বয় তিনি জানান, ডুমরাঁ ব্লকের অধীনে কিষান সম্মান নিধি যোজনার মোট উপভোক্তার সংখ্যা ৭,৯৬৮। কিন্তু এর মধ্যে ৭০৬ জন কৃষকের ই-কেওয়াইসি করা নেই।
advertisement
8/8
৬০৭ জনের অ্যাকাউন্ট NPCI-এর সঙ্গে লিঙ্ক করানো নেই। এছাড়াও আধারে ৯৮ জন সুবিধাভোগীর নাম সংশোধন করা প্রয়োজন। এসব কিছু করার জন্যই শিবিরের আয়োজন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan যোজনার ১৫ তম কিস্তির টাকা আসবে শীঘ্রই! তার আগেই জরুরি এই পদক্ষেপ