ব্যাঙ্ক বন্ধ হয়ে গেলে লকারে রাখা জিনিসের কী হবে? আপনার যা জানা দরকার!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
ব্যাঙ্ক উঠে যাওয়ার কারণ যা-ই থাক না কেন, সেখানে লকারে রাখা মূল্যবান জিনিসগুলো আমাদের, অতএব ওগুলোর কী হবে সেটা ভেবে দেখা দরকার।
advertisement
1/7

ব্যাঙ্ক কখন উঠে যায়? সহজ ভাবে বললে তিন কারণে এমনটা হতে পারে। প্রথমত, ঋণের ভার সামলাতে না পেরে যদি দেউলিয়া হয়ে যায়। দ্বিতীয়ত, যদি অন্য কোনও ব্যাঙ্কের সঙ্গে তা জুড়ে যায়। তিন নম্বরটা হল ব্যবসায় স্বচ্ছতা বজায় না রাখা এবং অতঃপর রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নির্দেশে ঝাঁপ ফেলতে বাধ্য হওয়া।
advertisement
2/7
ব্যাঙ্ক উঠে যাওয়ার কারণ যা-ই থাক না কেন, সেখানে লকারে রাখা মূল্যবান জিনিসগুলো আমাদের, অতএব ওগুলোর কী হবে সেটা ভেবে দেখা দরকার। ব্যাঙ্ক ডকে উঠলে লকারে রাখা জিনিসগুলোও কি হাতছাড়া হয়ে যায়?
advertisement
3/7
এমনটা হওয়ার কোনও কারণ নেই। কেন না, কোনও ব্যাঙ্ক যদি নিজেদের ব্যবসা বন্ধ করে দেয়, তাহলে আইন অনুসারে সেটা প্রত্যেক গ্রাহককে বিজ্ঞপ্তি সহকারে জাাতে বাধ্য।
advertisement
4/7
সেক্ষেত্রে নোটিফিকেশন এলে বা বিজ্ঞপ্তি এলে সেই মতো লকার থেকে নিজেদের মূল্যবান জিনিস সরিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়- সে আরেকটা ব্যাঙ্কের লকারেই হোক কী বাড়িতে। অতএব, এক্ষেত্রে দুশ্চিন্তার কারণ নেই বললেই চলে।
advertisement
5/7
আর যদি লকার কোনও কারণে ক্ষতিগ্রস্ত হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নয়া লকার চুক্তি অনুসারে যদি লকার থেকে চুরি, ডাকাতি, ব্যাঙ্কের অবহেলা বা তার কর্মচারীদের পক্ষ থেকে কোনও ধরনের ঘটনা ঘটে তাহলে ব্যাঙ্ক ক্ষতিপূরণ দেবে। এই ক্ষতিপূরণ লকারের বার্ষিক ভাড়ার ১০০ গুণ পর্যন্ত হবে।
advertisement
6/7
তবে হ্যাঁ, যদি লকার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ক্ষতিপূরণের জন্য ব্যাঙ্ক দায়ী থাকবে না। অন্য দিকে, লকার সুবিধা গ্রহণকারী গ্রাহক মারা গেলে, নতুন চুক্তি অনুযায়ী, নমিনি লকার সুবিধা পাবেন। যদি তিনি এই লকার রাখতে চান তবে তাঁকে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করতে হবে আর রাখতে না চাইলে তিনি দাবিদার হিসেবে লকারের সম্পত্তির উত্তরাধিকারী হবেন।
advertisement
7/7
মনে রাখা দরকার, এই সুবিধা পেতে হলে নতুন লকার চুক্তিতে সই করতে হবে। অতএব, লকার নেওয়া থাকলে দেরি না করে ব্যাঙ্কের সঙ্গে যোগাযোগ করাই উচিত হবে।