TRENDING:

Union Budget 2026: Home Loan থেকে Mutual Fund-এ বিরাট ঘোষণা! কতটা হতে পারে মধ্যবিত্তের স্বপ্নপূরণ? অপেক্ষার আর কয়েক ঘণ্টা!

Last Updated:
রাত পোহালেই কেন্দ্রের বাজেট। কেন্দ্রীয় বাজেট ২০২৬ পেশ হতে চলেছে রবিবার। এই বছর ১ ফেব্রুয়ারি রবিবার পেশ হতে চলেছে এই বছরের বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে বাজেট ঘিরে অনেকের মনেই প্রত্যাশা রয়েছে। কোন কোন আশা পূরণ করতে পারে সরকার?
advertisement
1/7
Home Loan থেকে Mutual Fund-এ বিরাট ঘোষণা! কতটা হতে পারে মধ্যবিত্তের স্বপ্নপূরণ?
রাত পোহালেই কেন্দ্রের বাজেট। কেন্দ্রীয় বাজেট ২০২৬ পেশ হতে চলেছে রবিবার। এই বছর ১ ফেব্রুয়ারি রবিবার পেশ হতে চলেছে এই বছরের বাজেট। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট পেশ করবেন। ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে বাজেট ঘিরে অনেকের মনেই প্রত্যাশা রয়েছে। কোন কোন আশা পূরণ করতে পারে সরকার?
advertisement
2/7
২০২৫ সালের কেন্দ্রীয় বাজেটের সরকার আয়কর এবং জিএসটিতে ছাড় দিয়েছে। এই বছর আয়কর নতুন করে ছাড় দেওয়ার সম্ভাবনা তাই কম। তবে বিশেষজ্ঞদের মতে, এখনও আয়করে অনেক সংস্কার করার সুযোগ রয়েছে। কেন্দ্রীয় সরকার এই বছরও আয়কর ছাড় ঘোষণা করতে পারে।
advertisement
3/7
মধ্যবিত্ত এবং বেতনভোগী কর্মীদের জন্য সরকার যে ঘোষণা করতে পারে সেইগুলি হল-১ এইচআরএ সুবিধা-বর্তমানে এইচআরএ ছাড় মেট্রো শহরের জন্য ৫০ শতাংশ এবং নন-মেট্রো শহরে ৪০ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তবের বাড়িভাড়ার সঙ্গে অনেকক্ষেত্রেই সামঞ্জস্য থাকে না। তাই এবার বাজেটে এইচআরএ-তে ছাড় ঘোষণা করতে পারে সরকার।
advertisement
4/7
এনআরআই-দের জন্য নিয়মঅনেকেই এবারের বাজেটে এনআরআই বা অনাবাসী ভারতীয়দের জন্য ১৮২ দিনের রেসিডেন্সি নিয়ম ফিরিয়ে আনার আর্জি জানিয়েছেন অনেকেই।
advertisement
5/7
স্ট্যান্ডার্ড ডিডাকশননতুন কর কাঠামোয় করদাতা এবং পেনশনভোগীদের ৭৫ হাজার টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড় পান। বিশেষজ্ঞদের দাবি, এই স্ট্যান্ডার্ড ডিডাকশনবাড়িয়ে এক থেকে দেড় লক্ষ টাকা করার আর্জি জানিয়েছেন অনেকেই।ক্যাপিটাল গেইনে করছাড়-২০২৫ সালের বাজেটে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করছাড় দেওয়া হয়েছিল। আয়কর আইনের ৮৭এ ধারায় ৬০ হাজার টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়। তবে যারা ইকুইটি শেয়ার বা মিউচুয়াল ফান্ড থেকে আয় করেন, যদি তাদের আয় ১২ লক্ষ টাকার কম হয়, তাহলেও এই কর ছাড়ের সুবিধা দেওয়া হত না। এবার ইকুইটি ও মিউচুয়াল ফান্ডেও করছাড়ের আর্জি জানানো হয়েছে।
advertisement
6/7
স্বাস্থ্যবিমায় ছাড়-আসন্ন বাজেটে অন্যতম দাবি হল, নতুন কর কাঠামোয় স্বাস্থ্যবিমার প্রিমিয়ামের উপরে আয়কর ছাড় দেওয়া। বর্তমানে এই করছাড় শুধু পুরনো কর কাঠামোয় পাওয়া যায়।
advertisement
7/7
ঋণের সুদে ছাড়-বর্তমানে মূল্য়বৃদ্ধির বাজারে যেভাবে রিয়েল এস্টেটের দাম বাড়ছে, তাতে বাড়ি কেনা প্রায় সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে অনেক বিশেষজ্ঞরাই গৃহ ঋণের সুদে ৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড় দেওয়ার আর্জি জানানো হয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Union Budget 2026: Home Loan থেকে Mutual Fund-এ বিরাট ঘোষণা! কতটা হতে পারে মধ্যবিত্তের স্বপ্নপূরণ? অপেক্ষার আর কয়েক ঘণ্টা!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল