TRENDING:

EMI Trap: গাড়ি-বাড়ির লোন মেটাতে গিয়ে ঋণের ফাঁদে? জাল কেটে কীভাবে বের হবেন দেখে নিন!

Last Updated:
ঋণের ফাঁদ এমন একটা পরিস্থিতি যেখানে বিদ্যমান ঋণ পরিশোধ করতে অতিরিক্ত ঋণ গ্রহণে বাধ্য হতে হয়।
advertisement
1/6
গাড়ি-বাড়ির লোন মেটাতে গিয়ে ঋণের ফাঁদে? জাল কেটে কীভাবে বের হবেন দেখে নিন!
দামি জিনিস কিনতে ইএমআই-ই ভরসা। একলপ্তে মোটা টাকা বের করতে হয় না। একটু একটু করে মাসিক কিস্তিতে শোধ করলেই হল। ফলে গায়ে লাগে না। শুধু দামি জিনিস কেনাকাটা নয়, ইএমআই-তে গাড়ি-বাড়ির লোনও শোধ করেন অনেকে। আর এভাবেই ধীরে ধীরে জড়িয়ে পড়েন ঋণের ফাঁদে। সেটা কেমন?
advertisement
2/6
ঋণের ফাঁদ এমন একটা পরিস্থিতি যেখানে বিদ্যমান ঋণ পরিশোধ করতে অতিরিক্ত ঋণ গ্রহণে বাধ্য হতে হয়। সময়ের সঙ্গে সঙ্গে গ্রাহক এমন একটা পরিস্থিতিতে পৌঁছন যেখানে ঋণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অর্থাৎ ঋণ পরিশোধের ক্ষমতাকে অতিক্রম করে গ্রাহককে ঋণের ফাঁদে ফেলে দেয়।
advertisement
3/6
ঋণের ফাঁদ: কেউ ঋণের ফাঁদে আটকে পড়ছে কি না, তা বোঝার দুটি উপায় আছে। প্রথমটি হল - ইএমআই-স্যালারি রেশিও। যদি কারও টেক হোম স্যালারি ২০ হাজার হয় এবং ইএমআই হয় ১০ হাজার টাকা তাহলে ইএমআই বেতনের অনুপাত দাঁড়ায় ০.৫। বিশেষজ্ঞরা বলেন, এই অনুপাত ০.৩-এর নিচে হওয়া উচিত। অন্য সূচকটি হল – লোন-অ্যাসেট রেশিও। যদি কারও ১০ লাখ টাকার সম্পদ থাকে এবং তিনি ২৫ লাখ টাকার লোন নেন তাহলে লোন-অ্যাসেট অনুপাত দাঁড়ায় ২.৫।
advertisement
4/6
বিশেষজ্ঞরা এই অনুপাতকে ০.৫-এর নিচে রাখার পরামর্শ দেন। এই রকম পরিস্থিতিতে গ্রাহক যদি নিজের আয় বাড়াতে, ঋণের পরিমাণ কমাতে বা সম্পদ বাড়াতে কোনও পদক্ষেপ না নেন, তাহলে তিনি সহজেই ঋণের ফাঁদে পড়তে পারেন।
advertisement
5/6
ঋণের ফাঁদ থেকে বাঁচার উপায়: সব ঋণকে এক জায়গায় নিয়ে আসাই আর্থিক পরিস্থিতি সামলানোর একমাত্র উপায়। যদি উচ্চ সুদে একাধিক ঋণ, ক্রেডিট কার্ডের বিপুল বিল বকেয়া থাকে, তাহলে গ্রাহক ধীরে ধীরে ঋণের ফাঁদে পড়বেন বলাই বাহুল্য। স্বল্প সুদে ব্যক্তিগত ঋণ নেওয়া ঋণমুক্ত হওয়ার জন্য একটি অত্যন্ত বুদ্ধিমানের মতো পদক্ষেপ।
advertisement
6/6
ব্যক্তিগত ঋণ সমস্ত বকেয়া মেটাতে এবং একাধিক পেমেন্টকে একজায়গায় এনে একটি একক মাসিক অর্থপ্রদানে রূপান্তর করতে সহায়তা করে। এখন অনেকে বলতে পারেন, লোন মেটাতে লোন নিয়ে লাভ কী? আসলে ডেবট কনসলিডেশন লোন সুদের হার, মাসিক অর্থপ্রদান কমায় এবং ঋণ দ্রুত পরিশোধ করতে সাহায্য করে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
EMI Trap: গাড়ি-বাড়ির লোন মেটাতে গিয়ে ঋণের ফাঁদে? জাল কেটে কীভাবে বের হবেন দেখে নিন!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল