Petrol & Diesel Price|| ৩০ মিনিট বন্ধ রইল পেট্রোল-ডিজেল বিক্রি! আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ দেখুন ছবিতে...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Dealers protest against rising prices of petrol and diesel: তেলের দামবৃদ্ধির প্রতিবাদে অভিনব পদক্ষেপ রাজ্যের পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের (West Bengal Petrol Pump Dealers Association) সদস্যদের একাংশের।
advertisement
1/5

*জ্বালানি তেলের আগুন দামে নাজেহাল মধ্যবিত্ত। তেলের দাম প্রতিদিন বাড়তে থাকায় বাজারে দাম বেড়েছে সবজি থেকে শুরু করে মাছ, মাংসের। সংগৃহীত ছবি।
advertisement
2/5
*এমতাবস্থায় এক অভিনব প্রতিবাদে মুখর হলেন রাজ্যের পেট্রোল পাম্প ডিলার্স অ্যাসোসিয়েশনের (West Bengal Petrol Pump Dealers Association) সদস্যদের একাংশ। সংগৃহীত ছবি।
advertisement
3/5
*মঙ্গল সন্ধ্যায় কলকাতা এবং পার্শ্ববর্তী বেশ কয়েকটি জায়গায় এ দিন পাম্প থেকে ৩০ মিনিটের জন্য পেট্রোল এবং ডিজেল বিক্রিই বন্ধ করে (stopped selling petrol and diesel) দেন মালিকরা। বন্ধ করে দেওয়া হয় সেই সমস্ত পাম্পগুলির আলো (time, lights were switched off)। সংগৃহীত ছবি।
advertisement
4/5
*৭ নভেম্বর বিকেল ৫টার পরে পঞ্জাবের পেট্রোল পাম্প বন্ধ রাখেন সেখানকার পাম্প মালিকরা। Punjab Petroleum Dealers Association-র সদস্যদের সিদ্ধান্ত, আগামী ১৫ দিন বিকেল ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত বন্দ থাকবে রাজ্যের পেট্রোল পাম্পগুলি। সংগৃহীত ছবি।
advertisement
5/5
*এ দিকে, তেলের দামের বাড়বাড়ন্তে অতিষ্ট সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর তৃণমূল (Trinamool Congress)। তেলের দামবৃদ্ধির প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করা হয়। কেন্দ্রীয় একাধিক মন্ত্রীর পদত্যাগের দাবিতে স্লোগান ওঠে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Petrol & Diesel Price|| ৩০ মিনিট বন্ধ রইল পেট্রোল-ডিজেল বিক্রি! আলো নিভিয়ে অভিনব প্রতিবাদ দেখুন ছবিতে...