Flat Sale in Kolkata: ৬ লক্ষ টাকায় কলকাতার বুকে কিনুন নিজের ফ্ল্যাট! মধ্যবিত্তের জন্য রাজ্যের বিরাট উদ্যোগ, জানুন আবেদনের খুঁটিনাটি
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Flat Sale in Kolkata: ৬ লক্ষ টাকায় কলকাতায় ফ্ল্যাট কেনার সুযোগ! মাত্র ৬ লক্ষ টাকায় ১ বিএইচকে ফ্ল্যাট, আয়তন ২৯৮ বর্গফুট এবং আবেদন করার জন্য পারিবারের মাসিক আয় ২৫ হাজার টাকার কম হতে হবে।
advertisement
1/6

*এবার কলকাতায় জলের দামে ফ্ল্যাট কেনার সুযোগ! স্বপ্ন পূরণ হবে নিম্ন মধ্যবিত্তের। আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মাথার উপর স্থায়ী ছাদ নিশ্চিত করতে এমনই বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। প্রতীকী ছবি।
advertisement
2/6
*মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নিউটাউনে ইকোনমিক্যালি উইকার সেকশন (ইডব্লুএস) পরিবারের জন্য মাত্র ৬ লক্ষ টাকায় ১ বিএইচকে ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফ্ল্যাটগুলির আয়তন ২৯৮ বর্গফুট এবং আবেদন করার জন্য পারিবারের মাসিক আয় ২৫ হাজার টাকার কম হতে হবে। প্রতীকী ছবি।
advertisement
3/6
*চলতি বছরের জুলাই মাসে নিউটাউনে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জন্য ‘নিজন্ন’ এবং ‘সুজন্ন’ আবাসন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। রাজ্য সরকারের উদ্যোগে হিডকোর নির্মিত এই দুই প্রকল্পে ইডব্লুএস শ্রেণির জন্য ‘নিজন্ন’ এবং লোয়ার ইনকাম গ্রুপ (এলআইজি)-এর জন্য ‘সুজন্ন’ প্রকল্প রাখা হয়েছে। প্রতীকী ছবি।
advertisement
4/6
*দীর্ঘদিন ধরেই এই প্রকল্পগুলির ফ্ল্যাটের দাম নিয়ে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল ছিল। জানা গিয়েছে, খুব শীঘ্রই আবেদন সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি প্রকাশ করা হবে। ‘নিজন্ন’ প্রকল্পে মোট ৪৯০টি ১ বিএইচকে ফ্ল্যাট রয়েছে। আবেদন করার সময় প্রাথমিকভাবে ৬০ হাজার টাকা জমা দিতে হবে। প্রতীকী ছবি।
advertisement
5/6
*‘সুজন্ন’ প্রকল্পে ৬১৭.৬৩ বর্গফুটের ২ বিএইচকে ফ্ল্যাটের দাম নির্ধারিত হয়েছে ৩২ লক্ষ টাকা। এলআইজি শ্রেণিতে আবেদনের জন্য পারিবারিক মাসিক আয় হতে হবে ২৫ হাজার ১ টাকা থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। এই প্রকল্পে মোট ৭২০টি ফ্ল্যাট থাকছে। সব মিলিয়ে ‘নিজন্ন’ ও ‘সুজন্ন’—এই দুই প্রকল্পে মোট ১,২১০টি ফ্ল্যাট অত্যন্ত কম দামে বিক্রি করতে চলেছে রাজ্য সরকার। প্রতীকী ছবি।
advertisement
6/6
*প্রশাসন সূত্রের খবর, সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী আবাসনের ব্যবস্থা করতে রাজ্য সরকার এই প্রকল্পে কয়েক কোটি টাকা ভরতুকি দিচ্ছে।জানা গিয়েছে, নিউটাউনে অবস্থিত হিডকোর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। আবেদনকারীদের মধ্য থেকে চূড়ান্ত বাছাই করা হবে লটারির মাধ্যমে। ইতিমধ্যেই বহু মানুষ এই ফ্ল্যাট কেনার আগ্রহ প্রকাশ করছেন। প্রতীকী ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Flat Sale in Kolkata: ৬ লক্ষ টাকায় কলকাতার বুকে কিনুন নিজের ফ্ল্যাট! মধ্যবিত্তের জন্য রাজ্যের বিরাট উদ্যোগ, জানুন আবেদনের খুঁটিনাটি