হাতে জমি নেই-বেশি টাকাও নেই? পেট্রোল পাম্পের মালিক হতে চাইলে আজই শেষ দিন
Last Updated:
নতুন পেট্রোল পাম্প খোলার আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট হল,www.petrolpumpdealerchayan.in৷ এই সাইটে গেলেই বিস্তারিত পেয়ে যাবেন৷ এছাড়াও ওই সাইটে রিজিওনাল অফিসের নম্বরও থাকবে৷ ফোন করে জেনে নিতে পারেন আবেদন সম্পর্কিত কোনও প্রশ্ন থাকলে৷
advertisement
1/6

পেট্রোল পাম্প খুলতে চান? হাতে পুঁজি কম, জমিও নেই? তা হলে এই খবর আপনার জন্যই৷ পেট্রোল পাম্পের রিটেল আউটলেট খোলার জন্য আবেদনের আজই শেষ দিন৷ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলিতে অনলাইনে আবেদন করতে হলে আজই সেরে ফেলুন৷
advertisement
2/6
ইন্ডিয়ান অয়েল, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ও ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড দেশজুড়ে আরও ৬৫ হাজার পেট্রোল পাম্প খুলতে চায়৷ এই ৬৫ হাজারের জন্য আবেদন চেয়ে নোটিশও দিয়েছে সংস্থাগুলি৷
advertisement
3/6
হাতে টাকা বা জমি না-থাকলেও আপনি পেট্রোল পাম্পের ডিলারশিপের জন্য আবেদন করতে পারবেন৷
advertisement
4/6
নতুন পেট্রোল পাম্প খোলার আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইট হল,www.petrolpumpdealerchayan.in৷ এই সাইটে গেলেই বিস্তারিত পেয়ে যাবেন৷ এছাড়াও ওই সাইটে রিজিওনাল অফিসের নম্বরও থাকবে৷ ফোন করে জেনে নিতে পারেন আবেদন সম্পর্কিত কোনও প্রশ্ন থাকলে৷
advertisement
5/6
পেট্রোল পাম্পের আবেদন বর্তমানে অনেক সহজ করে দেওয়া হয়েছে৷ আপনার নিজস্ব জমি না-থাকলেও পেট্রোল পাম্পের জন্য আবেদন করতে পারেন৷ আবেদনের সময় ফান্ডের বিস্তারিত বিবরণ ও প্রমাণপত্রও জমা দেওয়ার দরকার নেই৷
advertisement
6/6
পেট্রোল পাম্পের মালিক হতে গেলে শুধু ভারতীয় নাগরিক হতে হবে৷ বয়স হতে হবে ২১ থেকে ৬০ বছরের মধ্যে৷ কমপক্ষে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
হাতে জমি নেই-বেশি টাকাও নেই? পেট্রোল পাম্পের মালিক হতে চাইলে আজই শেষ দিন