TRENDING:

গ্রাহকদের জন্য খারাপ খবর, জনপ্রিয় এই তিন রিচার্জ প্ল্যানের বিশেষ সুবিধা বন্ধ করে দিল Vodafone

Last Updated:
৮ সার্কেলে জনপ্রিয় তিন রিচার্জ প্ল্যানে দেওয়া অতিরিক্ত সুবিধে বন্ধ করছে সংস্থা ৷ তবে একইসঙ্গে ভোডাফোন-আইডিয়া জানিয়েছে, প্ল্যানের বৈধতা শেষ হয়ে গেলে, ৩ মে অবধি রিচার্জ না করেও ইনকামিং কলের সুবিধে পাবেন গ্রাহকেরা ৷
advertisement
1/5
লকডাউনে বড় ঝটকা, এই সুবিধে আর পাবেন না ভোডাফোন Prepaid গ্রাহকেরা
টেলিকম কোম্পানি ভোডাফোন-আইডিয়া প্রিপেড গ্রাহকদের জন্য খারাপ খবর ৷ লকডাউনে বড়সড় অসুবিধায় পড়তে চলেছেন এই সংস্থার উপভোক্তারা ৷ ৮ রাজ্যে জনপ্রিয় তিন রিচার্জ প্ল্যানে দেওয়া অতিরিক্ত সুবিধে বন্ধ করছে সংস্থা ৷ তবে একইসঙ্গে ভোডাফোন-আইডিয়া জানিয়েছে, প্ল্যানের বৈধতা শেষ হয়ে গেলে, ৩ মে অবধি রিচার্জ না করেও ইনকামিং কলের সুবিধে পাবেন গ্রাহকেরা ৷
advertisement
2/5
ভোডাফোন বহুদিন ধরে চলে আসা জনপ্রিয় তিন প্ল্যানে মেলা অতিরিক্ত সুবিধা বন্ধ করে দিতে চলেছে ৷ দেশের আটটি সার্কেলে ২৪৯ টাকা, ৩৯৯ টাকা ও ৫৯৯ টাকার রিচার্জ প্ল্যানে ডবল ডেটার সুবিধা দিত ভোডাফোন-আইডিয়া ৷ এবার থেকে আর মিলবে না এই অতিরিক্ত ডেটা ৷ অর্থাৎ লকডাউনে বন্দি দশায় নেট কোটা কমে গেলে অবশ্যই অসুবিধায় পড়বেন গ্রাহকেরা ৷ কমে যাবে ওয়েব সিরিজ, গেমিং ও ফেসবুকের সময় ৷
advertisement
3/5
রিপোর্ট অনুযায়ী অন্ধ্রপ্রদেশ, বিহার, গুজরাত, কেরল, মহারাষ্ট্র ও গোয়া, পঞ্জাব ও উত্তরপ্রদেশ সহ দেশের উত্তর-পূর্ব রাজ্যের গ্রাহকেরা ২৪৯ টাকা, ৩৯৯ টাকা ও ৫৯৯ টাকার রিচার্জ করলে আর অতিরিক্ত অর্থাৎ ডবল ডেটার সুবিধা পাবেন না ৷ তবে দেশের বাকি ১৪ রাজ্যের মানুষ এই ডবল ডেটা উপভোগ করতে পারবেন ৷ Representive Image
advertisement
4/5
২৪৯ টাকার প্ল্যান রিচার্জ করলে গ্রাহকেরা ২৮ দিনের জন্য ১.৫ জিবির জায়গায় এতদিন ডবল অর্থাৎ দিনে ৩ জিবি ডেটা পাওয়া যেত ৷ এবার থেকে এতে শুধু ১.৫ জিবি ডেটাই মিলবে ৷ তবে আনলিমিটেড কলিং, ১০০ ফ্রি এসএমএস, ভোডাফোন প্লে এবং জি ফাইভের মতো অ্যাপের ফ্রি পরিষেবা আগের মতোই পাবেন ৷
advertisement
5/5
একইরকমভাবে ৩৯৯ ও ৫৯৯ টাকার প্ল্যানেও যথাক্রমে ৫৬ ও ৮৪ দিনের জন্য ১.৫ জিবির জায়গায় এতদিন ডবল অর্থাৎ দিনে ৩ জিবি ডেটা পাওয়া যেত ৷ এবার থেকে এতে শুধু ১.৫ জিবি ডেটাই মিলবে ৷ তবে আনলিমিটেড কলিং, ১০০ ফ্রি এসএমএস, ভোডাফোন প্লে এবং জি ফাইভের মতো অ্যাপের ফ্রি পরিষেবা আগের মতোই পাবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের জন্য খারাপ খবর, জনপ্রিয় এই তিন রিচার্জ প্ল্যানের বিশেষ সুবিধা বন্ধ করে দিল Vodafone
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল