Vishwakarma Puja Market: বিশ্বকর্মা পুজোয় মাটন, চিকেনে রেকর্ড দর...! রান্নাপুজোয় ইলিশ রেট কত? দাম শুনলে ছিটকে যাবেন!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vishwakarma Puja Market: খাসির মাংস আকাশছোঁয়া! চিকেনের দাম শুনলে আঁতকে উঠবেন! দেখে নিন ইলিশ দর...
advertisement
1/10

বিশ্বকর্মা পুজোর সকালে বাজারে গিয়ে ব্যাজার মুখে খালি থলে নিয়েই ফিরতে হতে পারে মধ্যবিত্ত বাঙালিকে। খাসির মাংস আর নিদেনপক্ষে চিকেনের দামে মাথায় হাত পড়তে পারে আমজনতার। বাজারে কার্যত রেকর্ড দামে বিক্রি হচ্ছে চিকেন। আর মাটনের দাম শুনলে মাথায় হাত।
advertisement
2/10
খাসির মাংসের দাম ছাড়িয়েছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। এদিকে আপনি যদি ভেবে থাকেন আজ মাংসের বদলে ছিলেন বা কিনবেন তাহলে একটু দাঁড়ান। কারণ রেকর্ড দাম মুরগির মাংসের। আর মাছ বাজারেরও আগুন হাল। পমফ্রেট থেকে শুরু করে পাবদা, ইলিশ, রুই, কাতলার দামও একপ্রকার আকাশছোঁয়া হয়ে গিয়েছে।
advertisement
3/10
আজ সোমবার বিশ্বকর্মা পুজো। তার আগে রবিবারই বাজারে চিকেন বিক্রি হয়েছে প্রায় ২৫০ টাকা কেজিতে। এদিন শহরতলিতেই চিকেনের প্রতি কেজির দাম রয়েছে ২২০- ২৩০ টাকা কেজি। এছাড়া খোদ কলকাতায় ২৩০- ২৪০ টাকা কেজি দরে বিকোচ্ছে চিকেন। এমনকি কোনও কোনও জায়গায় দাম রয়েছে ২৪০- ২৫০ টাকাও।
advertisement
4/10
এছাড়া এদিন গোটা মুরগির কেজি রয়েছে ১৫০- ১৫৫ টাকা। দেশি মুরগির আবার দাম রয়েছে ৪৮০ টাকা প্রতি কেজি। মাটনের কেজিতে দাম রয়েছে ৭৫০- ৮০০ টাকা কেজি।
advertisement
5/10
মাংসের পাশাপাশি চড়া দাম মাছ বাজারেও। এদিন মাছ বাজারে ব্যাপক ভিড়ও কিন্তু রয়েছে। বাজারে রয়েছে পমফ্রেট, পাবদা, ইলিশ, রুই, কাতলার ছড়াছড়ি। মাছের দাম দেখে নিন… পম্ফ্রেট ৩৫০-৪০০ টাকা কেজি। পাবদা ৩৫০-৪০০ টাকা কেজি। রুই ২১০-২২০ টাকা কেজি। কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি ।
advertisement
6/10
ইলিশের দামও রীতিমতো চড়া। ৫০০- ৬০০ গ্রামের ইলিশের প্রতি কেজিতে দাম রয়েছে ৭০০- ৮০০ টাকা। এছাড়া ৭০০ গ্রামের ইলিশের দাম রয়েছে ১০০০ টাকা। অন্যদিকে ১ কেজি ওজনের ইলিশের বাজারে খুব বেশি দেখা যাচ্ছে না, বড় বাজারে এক কেজির ইলিশের দাম রয়েছে ১২০০- ১৫০০ টাকা।
advertisement
7/10
সবজির বাজারে অপেক্ষাকৃত সস্তা মিলেছ নানা ধরনের সবজি। যেমন আলুর প্রতি কেজিতে দাম রয়েছে ২০ - ২২ টাকা। চন্দ্রমুখী আলুর প্রতি কেজিতে দাম রয়েছে ২৬ - ২৮ টাকা।
advertisement
8/10
এছাড়া বেগুন, পটল, ঝিঙের প্রতি কেজিতে দাম রয়েছে ৪০ টাকা। টমেটোর দামও কমেছে অনেকটাই। প্রতি কেজি টমেটোর দাম রয়েছে ৪০ - ৫০ টাকা।
advertisement
9/10
উচ্ছের কেজি রয়েছে ৫০ টাকা, ঢ্যাঁড়শেরও প্রতি কেজিতে দাম রয়েছে ৪০ টাকা। কমেছে কাঁচালঙ্কার দামও। প্রতি ১০০ গ্রাম বেলডাঙা কাঁচালঙ্কার দাম রয়েছে ১০ টাকা। কুমড়োর প্রতি কেজিতে দাম রয়েছে ৩০ টাকা।
advertisement
10/10
এছাড়া পেঁপের প্রতি কেজিতে দাম রয়েছে ২০ টাকা। কুঁদরিরও প্রতি কেজিতে দাম রয়েছে ২০ - ২৫ টাকা। এছাড়া লেবুর দামও কিন্তু চড়ছে। গন্ধরাজ লেবুর প্রতি পিসের দাম রয়েছে ৭-৮ টাকা। পাতিলেবুর প্রতি পিসের দাম রয়েছে ৪-৫ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Vishwakarma Puja Market: বিশ্বকর্মা পুজোয় মাটন, চিকেনে রেকর্ড দর...! রান্নাপুজোয় ইলিশ রেট কত? দাম শুনলে ছিটকে যাবেন!