TRENDING:

Virat- Anushka: দারুণ সুখবর বিরাট-অনুষ্কার জীবনে, এবার আইপিও সেক্টরে বিরুষ্কা, বাজারে আসবে শেয়ার

Last Updated:
virat-anushka: শীঘ্রই আসছে আইপিও, অবশেষে ছাড়পত্র পেল বিরাট-অনুষ্কা সমর্থিত গো ডিজিট
advertisement
1/7
দারুণ সুখবর বিরাট-অনুষ্কার, এবার আইপিও সেক্টরে বিরুষ্কা, বাজারে আসবে শেয়ার
টানাপোড়েন চলছিল বেশ অনেক দিন ধরে। এমনিতে এই দম্পতির ক্ষেত্রে সব কিছুই মসৃণ ভাবে চলে। তবে, এবার বাধা আসছিল বার বার। যাই হোক, অবশেষে জট কেটেছে নিষেধাজ্ঞার।
advertisement
2/7
ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা শর্মা সমর্থিত গো ডিজিট-এর ইনিসিয়াল পাবলিক অফারিং (আইপিও)-কে ছাড়পত্র দিল মার্কেট নিয়ন্ত্রক সেবি। আসলে গো ডিজিট আইপিও-র ক্ষেত্রে বহু বার সম্মতি সংক্রান্ত বাধা এসেছে। যার ফলে পাবলিক অফারের জন্য অনুমোদন পেতে বেশ অনেকটা সময়ও লেগে গিয়েছে।
advertisement
3/7
প্রতিবেদনে বলা হয়েছিল যে, শেয়ার ইনস্যুরেন্স নিয়ে উদ্বেগ ছিল বলে ২ বার ড্রাফট অফার নথি ফিরিয়ে দিয়েছিল সেবি। গত বছরের মার্চ মাসে সংশ্লিষ্ট সংস্থা সেবির কাছে ফের আইপিও-র কাগজপত্র পেশ করে। এবার অবশেষে সেটা নিয়ন্ত্রকের ছাড়পত্র পেল।
advertisement
4/7
গো ডিজিট আইপিও: সংস্থার বিষয়ে বিশদেগো ডিজিট মূলত জেনারেল ইনস্যুরেন্স সেক্টরে কাজ করে। এর পরিচালনাকারীদের মধ্যে অন্যতম হল কানাডিয়ান কোটিপতি প্রেম ওয়াটসার ফেয়ারফ্যাক্স গ্রুপ এবং এ৯১ পার্টনার।
advertisement
5/7
গো ডিজিট আইপিও: কী কী জানা যাচ্ছে?এই আইপিও-তে রয়েছে ১২৫০ কোটি টাকা মূল্যের শেয়ারের একটি নতুন ইস্যু এবং ১০৯.৪ মিলিয়ন শেয়ার বিক্রয়ের প্রস্তাব রয়েছে। ড্রাফট পেপার বা খসড়া কাগজে দেখানো হয়েছে যে, সংশ্লিষ্ট সংস্থাটি নিজেদের মূলধন বাড়াতে এবং সচ্ছলতার মাত্রা বজায় রাখার জন্য আইপিও থেকে নেট আয় ব্যবহার করার পরিকল্পনা করেছে।
advertisement
6/7
গো ডিজিট আইপিও: সংস্থার পারফরম্যান্সগো ডিজিট ১৯১৭ কোটি টাকার আন্ডাররাইটিং ক্ষতি করেছে এবং ২০১৮ সাল থেকে ২০২২ সালের মধ্যে ৭৪৬ কোটি টাকা বিনিয়োগ আয় করেছে। এই সময়ে নেট অপারেটিং লস দাঁড়িয়েছিল ১১৭১ কোটি টাকায়।
advertisement
7/7
গো ডিজিট আইপিও: বুক রানিং লিড ম্যানেজারএই আইপিও-র জন্য বুক রানিং লিড ম্যানেজাররা হল - আইসিআইসিআই সিকিউরিটিজ, মর্গ্যান স্ট্যানলি ইন্ডিয়া, অ্যাক্সিস ক্যাপিটাল, এডেলওয়াইস ফিনান্সিয়াল সার্ভিসেস, এইচডিএফসি ব্যাঙ্ক এবং আইআইএফএল সিকিউরিটিজ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Virat- Anushka: দারুণ সুখবর বিরাট-অনুষ্কার জীবনে, এবার আইপিও সেক্টরে বিরুষ্কা, বাজারে আসবে শেয়ার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল