Vegetable Price Hike: মহালয়ার দিন বাজারে আগুন...উৎসবের মরশুমে চাপে মধ্যবিত্ত
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Vegetable Price Hike: দুর্গাপুজোর আগে পকেটে বিরাট কোপ৷ অগ্নিমূল্য বাজারে আকাশছোঁয়া সবজির দাম৷
advertisement
1/6

আজ মহালয়া। দেবীপক্ষের আগমন। এক কথায়, পুজো শুরু। কিন্তু, ভোজন রসিক বাঙালির মন ভারাক্রান্ত! বাজারে সবজি, মাছ, ফলের দাম আকাশচুম্বী। থলে ভরে বাজার করতে গিয়ে ফাঁকা ফাঁকা তাতেই ফিরতে হচ্ছে অগত্যা।
advertisement
2/6
আজকের দিনে জলপাইগুড়ির দিন বাজারে প্রতি কেজি শশা বিকোচ্ছে ৬০ টাকা দরে, আলু ৩০ থেকে ৩৫ টাকা এবং ভুটান আলু বিকোচ্ছে ৫০ টাকা কেজি, বেগুন ৮০ টাকা, রসুন ৩৫০ টাকা, পিঁয়াজ ৭০ টাকা কেজি, করলা ৮০ টাকা কেজি, ওলকপি ৮০ টাকা, ফুলকপি শেঞ্চুরি পার করে ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
advertisement
3/6
ফলের বাজারে আপেল ছাড়া অন্যান্য ফলের দাম ১০০ টাকার উপরে। মাছে ভাতে বাঙালির মাছেও পড়েছে কোপ। সদ্য বাজারে আসা বাংলাদেশের সুস্বাদু ইলিশ মাছের দাম ১৭০০ টাকা কেজি। মাংসের বাজারেও দাম বৃদ্ধি পেয়েছে চড়চড়িয়ে। মুরগি ২০০ টাকা কেজি দর, খাসি ৮০০ টাকা, পাঁঠা ৯০০ টাকা কেজি দর।
advertisement
4/6
মধ্যবিত্তের পকেটে চাপ পড়ায় বাজারে টান পড়েছে। অনেকেই কম পরিমাণে বাজার করছেন বা অনিচ্ছা সত্ত্বেও পেট চালানোর দায়ে বাজার করছেন। কিন্তু, কেন বাড়ছে দাম?
advertisement
5/6
সবজি ব্যবসায়ীদের মতে, অকাল বৃষ্টির ফলে জল জমে ফসলের ক্ষতি হয়েছে, যার ফলেই দাম বৃদ্ধি পেয়েছে। পুজোতে আরও বাড়তে পারে বলেই ফল ব্যবসায়ী, সবজি ব্যবসায়ী এবং মাছ ব্যবসায়ীরা আশঙ্কা করছেন।
advertisement
6/6
এভাবে দিনের পর দিন সবজি বাজারে দাম বাড়ায় কিভাবে পেট চলবে তা ভেবেই পুজোর মরশুমেও কপালে ভাঁজ পড়েছে মধ্যবিত্ত বাঙালির। কবে এই মূল্যবৃদ্ধি কমে স্বাভাবিক হবে সেই অপেক্ষাতেই মুখিয়ে সাধারণ মানুষ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Vegetable Price Hike: মহালয়ার দিন বাজারে আগুন...উৎসবের মরশুমে চাপে মধ্যবিত্ত