Vegetable Price Hike: ঊর্ধ্বমুখী সবজির দাম! শাক-সবজিতে হাত দিতেই ছ্যাকা খাচ্ছে মধ্যবিত্ত, মাছ-মাংসের বাজারও চড়া
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
উৎসবের দিনে বাজারে গিয়ে হাত পুড়ছে ক্রেতার! সবজি থেকে মাছ অগ্নিমূল্য! আজ কিসের কত দাম জানুন
advertisement
1/5

পুজোর মরশুমেও আগুনে পুড়ছে বাজার। পুজোর কাউন্টডাউন শেষ। বিগত কয়েকদিনের প্রবল বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ায় জলপাইগুড়ির সবজি বাজার অগ্নিমূল্য। (তথ্য: সুরজিৎ দে)
advertisement
2/5
বাজার ঘুরে দেখা যায়, ধনেপাতা ৫০০ টাকা কেজি দর, রসুন ৪০০ টাকা, আলু ৩০ টাকা, পেঁয়াজ ৭০ টাকা, বেগুন ৮০ টাকা, আদা ২০০ টাকা, কুমড়া ৩০ টাকা, গাজর ১২০ টাকা, বরবটি ১০০ টাকা, ফুলকপি ১২০ টাকা, লঙ্কা ১০০ টাকা। অর্থাৎ, বেশিরভাগ সবজির দামই সেঞ্চুরি করেছে। (তথ্য: সুরজিৎ দে)
advertisement
3/5
মাছ, মাংস, ফলের বাজারেও আগুন। ইলিশ মাছ বিকোচ্ছে ১৭০০ টাকা কেজি দর, রুই-কাতলাও কম নয়। দাম রয়েছে কমবেশি ৬০০-৭০০ টাকা। অন্যদিকে, মুরগির মাংসের দাম ২০০ টাকা কেজি দর, পাঁঠা-খাসি বিকোচ্ছে ৯০০-১০০০ টাকা কেজি দর। (তথ্য: সুরজিৎ দে)
advertisement
4/5
হাত যে পুড়ছে সাধারণ মানুষের, তা বলার অপেক্ষা রাখে না।পুজোর মুখে এমন দাম বাড়ায় সাধারণ মানুষের পকেটে চাপ বাড়ছে। সবজি কিনতে গিয়ে কাল ঘাম ছুটছে তাদের। ক্রেতাদের কথায়, এত দামে সবজি কিনে খাওয়া সম্ভবই নয়। যে হারে দাম ক্রমশই বাড়ছে তাতে থলে ভরে বাজার তো দূর এক্কেবারে স্বল্প কিছু নিয়েই ফিরতে হচ্ছে। (তথ্য: সুরজিৎ দে)
advertisement
5/5
অন্যদিকে, বিক্রেতারাও ফসল নষ্ট হওয়ায় কম দামে সবজি বিক্রি করতে পারছেন না। বৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়ে গিয়েছে। ফলে উৎপাদন কমে গেছে। স্বাভাবিকভাবেই বাজারে সরবরাহও কম, চড়চড়িয়ে বাড়ছে দাম । পুজোর মধ্যে এমন পরিস্থিতি সৃষ্টি হওয়ায় সাধারণ মানুষের দুর্দশা। (তথ্য: সুরজিৎ দে)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Vegetable Price Hike: ঊর্ধ্বমুখী সবজির দাম! শাক-সবজিতে হাত দিতেই ছ্যাকা খাচ্ছে মধ্যবিত্ত, মাছ-মাংসের বাজারও চড়া